![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল কাজ করতে গিয়েও যে খারাপ লোকের দ্বারা ফ্যাসিবাদের তৈরি হতে পারে তা শাহবাগ না দেখলে বিশ্বাস হত না। আমারদেশে যখন শাহবাগে ফ্যাসিবাদের প্রতিধ্বনি লিখা দেখলাম, তখন প্রথম প্রতিক্রিয়া ছিল মাহমুদুর রহমানের প্রতি মনে মনে(ব্যটা জাতিয়তাবাদির ভান ধরলেও আসলেই তো একটা ছাগু দেখি), কিন্তু পরে বুঝলাম আমি/আমরা(আমরা আম পাব্লিক) যা বুঝি ১০ দিন পর মাহমুদুর রহমান তার দশদিন আগেই বুঝে। এই দেশে জামাত ও কিছু জামাতপন্থি বিএনপি নেতা(হাতে গুণা) ছাড়া ৯০% এ রাজাকারের বিচার চায়,কিন্তু এর অন্তারালে যে অনেক খেলা চলছে তা বুঝে কেউ কথা বললেই তার উপর আক্রমণ করা হচ্ছে শাহবাগ থেকে(অবশ্য এখন পর্যন্ত সেটা মৌখিক ও প্রশাশনিক), এটা ফ্যাসিজম না হলে কি? আতেলরা একটু বলবেন কি?
জামাত একটি উগ্র ফ্যাসিষ্ট দল, তাই শাহবাগ থেকে তাদের ফাসিষ্ট ভাবে আক্রমণ করা হলে আমার কোন প্রতিক্রিয়া নাই। কিন্তু দেশের চিন্তাশিল ব্যক্তিত্বদের প্রতি তাদের ফ্যাসিবাদি আক্রমনের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাই। আজ দেখলাম কাদের সিদ্দেকীকে নব্য রাজাকার বলা হচ্ছে।
কারা এত বড় সাহস রাখে? এই নব্য ফ্যাসিবাদিরাই আজ মুক্তিযোদ্ধাদের ফ্যসিষ্ট বলছে!! এরা তো রাজাকারে। রাজাকাররা যেমন মুক্তিযোদ্ধাদের দেখতে পারেনা, আজ দেখি বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকেও তারা(শাহবাগের কিছু তথাকথিত তরুন নামধারি রাজনৈতিক নিজেদের স্বার্থ হাসিলের জন্য) দেখতে পারেনা।
তাদেরকে বলি মুক্তিযোদ্ধারা শাহবাগের পুলিশি পাহারায় সরকারে প্রটেকশনে বসে বিরিয়ানি ও পানি খেয়ে আন্দোলন করেনি।তারা যুদ্ধ করেছে খেয়ে না খেয়ে শক্তিশালী ফাকিস্তানি বাহীনির বিরুদ্ধে। তাই তোমাদের কোন অধিকার নাই কোন মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার বলার। এতে তোমরাই দালাল হিসেবে প্রমানিত হবে, ইতিহাসের আস্তাকুড়ে ফ্যাসিবাদি হিসেবে নিক্ষিপ্ত হবে। যেরূপ আগের ফ্যাসিবাদিরাও হয়েছে।
পরিশেষে ধন্যবাদ মাহমুদুর রহমানকে, তার সাহসী ভুমিকার জন্যই এখন শাহবাগের গান বাজনা ও শ্লোগান আজানের সময় বন্ধ থাকে। এত এত মোল্লারা যা করতে পারেনি আল্লাহর রহমতে এক মাহমুদুর রহমান তার কলমের জোরে দেশের মানুষকে সচেতন করতে পেরেছেন,(এখান থেকে জামাতের কেউ ফায়দা হাসিলের চেষ্টা করবেন না, এটা যুদ্ধপরাধি ও রাজাকারের বিচারের বিপক্ষের কোন পোষ্ট নয়)
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
যাইম জাকেরীন বলেছেন: জ্বি ভাই
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
আিম আকাশ হবো বলেছেন: মাহমুদুর রহমান Political Bastard ar ekta Kothin Motherchud. Sourer Baccha Mitthuk.
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫
যাইম জাকেরীন বলেছেন: কোনটা মিথ্যা? রাজিব আস্তিক? রাজিব ইসলামের বিরুদ্ধে কিছু বলেনি?
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
আিম আকাশ হবো বলেছেন: Kader Siddik ki korse ar ekhn ki korse ta to sobai jane..Mukti joddha hoye Digonto Tv te Dalali kore..
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
যাইম জাকেরীন বলেছেন: কাদের সিদ্দিকীকে বার বার বিএনপি ১৮ দলে যোগদানে কথা বলছে। কিন্তু কাদের সিদ্দেকী প্রকাশ্যে বলএছেন, কালও ইলিয়াস আলির মাকে দেখতে গিয়ে বলেছেন জামাত কয়ে বর্জন না করলে বিএনপির সাথে যোগদানের সম্ভাবনা নাই। এখন আওয়ামীলিগের বিরুধীতাকে যদি আপনারা মুক্তিযোদ্ধা নির্ণয়ের মানদন্ড বলেন আমার কিছু বলার নেই।
দিগন্ত খারাপ হলে ঐটা ব্যান করেনা কেন?
চ্যানেল ওয়ান ব্যান করতে পারে দিগন্ত সরকার ব্যান করলেই তো হয়। করবেনা। কারন শোনা যায় কাশেম্র কাছে থেকে অনেকেই টাঁকা খেয়েছে।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
পীরসাহেব বলেছেন: ফ্যাসিজমের শুরুই হয় নাই। এর পরে আমরা পূর্বপুরুষদের মতন স্বশস্ত্র হলে তখন দেইখো।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
যাইম জাকেরীন বলেছেন: হুম পুলিশের প্রহরায় অনেক বড় কথা বলা যায়।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
যাইম জাকেরীন বলেছেন: পুর্বপুরুষদের মত স্বশস্ত্র হবে কি পুড়ড়ব পুরুষকে তো চিন্তেছনা ভাই। কাদের সিদ্দেকী রাজাকার হলে মুক্তিযোদ্ধা কয়ে? গো আযম, নিযামি? নাকি শাহরিয়ার, মুন্তাসির মামুনরা? অরা কোন সেক্টরে যুদ্ধ করেছিল?
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
যোবায়ের বলেছেন: তাদেরকে বলি মুক্তিযোদ্ধারা শাহবাগের পুলিশি পাহারায় সরকারে প্রটেকশনে বসে বিরিয়ানি ও পানি খেয়ে আন্দোলন করেনি।তারা যুদ্ধ করেছে খেয়ে না খেয়ে শক্তিশালী ফাকিস্তানি বাহীনির বিরুদ্ধে। তাই তোমাদের কোন অধিকার নাই কোন মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার বলার। এতে তোমরাই দালাল হিসেবে প্রমানিত হবে, ইতিহাসের আস্তাকুড়ে ফ্যাসিবাদি হিসেবে নিক্ষিপ্ত হবে। যেরূপ আগের ফ্যাসিবাদিরাও হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০
যাইম জাকেরীন বলেছেন: জ্বি ভাই
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২০
বোকামন বলেছেন:
পক্ষে বললে সত্য, বিপক্ষে বললে মিথ্যা ....... !!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
যাইম জাকেরীন বলেছেন: হুম সব জায়গায় একি জিনিষ। হয় আমার পক্ষের নাহ বিপক্ষের। ভিন্নমতালম্বি বলে কিছু নেই
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
আমি বীরবল বলেছেন: সত্য কথায় যত দোষ!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
যাইম জাকেরীন বলেছেন: জ্বি ভাই
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আলোকন বলেছেন: মুক্তিযোদ্ধারা শাহবাগের পুলিশি পাহারায় সরকারে প্রটেকশনে বসে বিরিয়ানি ও পানি খেয়ে আন্দোলন করেনি।তারা যুদ্ধ করেছে খেয়ে না খেয়ে শক্তিশালী ফাকিস্তানি বাহীনির বিরুদ্ধে। তাই তোমাদের কোন অধিকার নাই কোন মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার বলার। এতে তোমরাই দালাল হিসেবে প্রমানিত হবে, ইতিহাসের আস্তাকুড়ে ফ্যাসিবাদি হিসেবে নিক্ষিপ্ত হবে। যেরূপ আগের ফ্যাসিবাদিরাও হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
যাইম জাকেরীন বলেছেন: জ্বি ভাই
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
আসাদ /পারেভজ বলেছেন: Mahmudur rahman ei juger goebles
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
যাইম জাকেরীন বলেছেন: তাইলে প্রধানমন্ত্রিকে কোন পজিশনে রাখলেন ভাই? উনি তো মিথ্যা ছাড়া কথা বলতেই পারেননা।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
যাইম জাকেরীন বলেছেন: ওনেকবার বললেন উনি দেশের মানুষ কয়ে ছেড়ে ১/১১ এর সময় যাননি।
আর মুসা ভাই বলল, উনাকে তখনকার তা ঘনিষ্টজনরা আনতে পারেনি, তাই মুসা কয়ে ধরছিল বুঝানোর জন্য। মুসা মিয়া একটোপ দিতেই উনি রাজি। শেখ হাসিনা যাকে শত্রু মনে করেন তাকে নিয়ে তোপ দিলেন, বলেছিলেন "তুমি না আসলে ওরা খালেদা কে ক্ষমতায় বসিয়ে দিবে", আর যায় কোথায়
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
যাইম জাকেরীন বলেছেন: াই বলেননা প্রধানমন্ত্রীকে কোন পজিশনে রাখলেন
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মাজহারুল হুসাইন বলেছেন: পুর্বপুরুষদের মত স্বশস্ত্র হবে কি পর্ব পুরুষকে তো চিন্তেছনা ভাই। কাদের সিদ্দেকী রাজাকার হলে মুক্তিযোদ্ধা কয়ে? গো আযম, নিযামি? নাকি শাহরিয়ার, মুন্তাসির মামুনরা? অরা কোন সেক্টরে যুদ্ধ করেছিল? >>>এপিক একটা কমেন্ট । মুক্তিযোদ্ধাদের যারা কটুক্তি করে তাদের শাহাবাগ থেকে দুরে রাখা হোক । জনগণের জাগরণ যেন বৃথা না যায় ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২০
যাইম জাকেরীন বলেছেন: একমত।
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৬
ছায়েদ শাহ বলেছেন: ভাই একেবারে আমার মনের কথা গুলাই বলছেন। ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
যাইম জাকেরীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
যাইম জাকেরীন বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
এই আমি সেই আমি বলেছেন: আপনি সংবিধিবদ্ব একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছেন । যেমন "(এখান থেকে জামাতের কেউ ফায়দা হাসিলের চেষ্টা করবেন না, এটা যুদ্ধপরাধি ও রাজাকারের বিচারের বিপক্ষের কোন পোষ্ট নয়)" । আপনার লেখা পড়ে মনে হচ্ছে জামাতের কারও দরকার নেই , আপনি একাই একশ । " আর যেমনটা কিছু লোক বলে আমরাও যুদ্ব অপরাধীর বিচার চাই তবে, যদি ইত্যাদে ইত্যাদি ।
আপনি লিখেছেন " জামাত একটি উগ্র ফ্যাসিষ্ট দল, তাই শাহবাগ থেকে তাদের ফাসিষ্ট ভাবে আক্রমণ করা হলে আমার কোন প্রতিক্রিয়া নাই। কিন্তু দেশের চিন্তাশিল ব্যক্তিত্বদের প্রতি তাদের ফ্যাসিবাদি আক্রমনের বিপক্ষে আমরা প্রতিবাদ জানাই। আজ দেখলাম কাদের সিদ্দেকীকে নব্য রাজাকার বলা হচ্ছে।"
আপনার কাছে মাহমুদুর রহমানকে চিন্তাশীল লোক মনে হছে ? আপনার কাছে এটা মনে হওয়া খুবই স্বাভাবিক কারন আপনি তো তারই ভাবশিষ্য ।শাহ বাগ সম্পর্কে মুল ধারার পত্রিকা কি লিখে আর ১৭ তারিখে এই লোক নিজ নামে আমার দেশে কি লিখেছে " নাচানাচি করছেন, গান গাইছেন, হাতে হাতে বিরিয়ানির প্যাকেট ঘুরছে, রাত নামলে আলো-আঁধারিতে একে অপরের সঙ্গে বন্ধুত্ব বিনিময় হচ্ছে।" কতটা অভদ্র, নিচ, আর ইতর হলে এই ধরনের মন্তব্য করতে পারে । শাহবাগে তরুণেরা খেয়ে না খেয়ে রৌদ্রে পুড়ে, মেঘে ভিজে আন্দোলন করছে । এদের বিরানি খেতে হলে শাহ বাঘে যেতে হবে ? ঘরে কি এই তরুণদের বিরানি খাবার সংস্থান নেই ? আর ঐ ইতরের সাথে কণ্ঠ মিলিয়ে আপনিও লিখেছেন শাহবাগে নাকি তরুণেরা বসে বসে বিরানি খাচ্ছে ?
ভাই আপনি শুধু একা নন ,আর কে সমর্থন করেছেন দেখুন ।
এবার আসা যাক খেতাব প্রাপ্ত মুক্তি যোদ্বাদের ব্যপারে । একজন পকিস্তানে হিজরতরত অবস্থায় মারা গেছেন, একজন গো আজমরে দেশে এনে রাজনীতি করার( ফাঁকে বলে রাখি কারন এখনই ফিরিস্তি শুরু হবে কে কাকে নিয়ে আন্দোলন করেছে ,কে কাকে মন্ত্রী করেছে । মম ঘৃণা সমভাবে বন্টিত হোক ।) সুযোগ দিয়েছেন , আর একজন গামছা গলায় রাজাকারের দিগন্ত টিভিতে হাজির হয়ে শুধু মখার ফাঁসি চায় কিন্ত বর্তমানে আটককৃত চিহ্নিত রাজাকার তথা দিগন্তের মালিক কাসেম আলীর ব্যাপারে কবি নিরব। ।এই জীবন্ত কিংবদন্তী দেখুন শাহ বাগ সম্পর্কে কোন বক্তব্যই দেননি । দেখুন এই বাঘা কি সেই বাঘা , এ কোন বাঘা ?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮
যাইম জাকেরীন বলেছেন: শাহবাগে কি নাচানাচি হয়নি(জবি না জাবি এর নাট্য গ্রুপ এর পথ নাটকে?)? মাহমুদুরের পত্রিকায় লিখার পর থেকেই তো এটা আর হচ্ছেনা।
গানও তো হচ্ছে,
বায়রা অফিসের সামনে দেখলাম(পত্রিকায়) শাহবাগের জন্য বিরিয়ানি/খিচুরি পাকানো হচ্ছে।নাকি এটাও মিথ্যা?
বন্ধুত্ব বিনিময় বলতে কি বুঝিয়েছে একটু বলবেঙ্কি?
শাহবাগের তরুনরা হাভাতি এটা তো কথা হচ্ছেনা। কথা হচ্ছে সরকারের প্রটেকশনে ও অর্থায়নে(অনেক পুলিশকর্তা নাকি ভিন্নমতালম্বি ব্যবসায়িদের কাছ থেকে টাঁকা আদায় করে ফান্ড যোগাচ্ছে) এগুলো হচ্ছে।
গোয়া রে রাজনীতি করার অধিকার কে দিছে? একটু বলুন গোআ কত সালে আমির হয়েছে জামাতের?
দিগন্তা টিভি অচ্যত হলে এটা বনফহ করেনা কেন সরকার? চ্যানেল ওয়ান তো ঠিকি বন্ধ করল।
কাশেমের টাঁকা খেয়ে আপনাদের প্রিয় সরকার সব কিছু চাল রাখবে আর সেখানে গেলেই দোষ হয়ে যায়!!!
শাহবাগ সম্পর্কে কথা উনারা কেন বলবে? যেহেতু সবাই জানে সরকারের ইন্ধনে এটা হচ্ছে(সাধারনরা হয়ত ভিতরের খবর জানেনা, তাই স্বেচ্ছায় যায়), যারা এটা জানে তারা বেআক্কেলের মত কেন যাবে? আমিও আমার সামু নিকের মাধ্যমে ও ফেবুতে প্রথমদিন শাহবাগিদের অভিনন্দন জানিয়ে একাত্নতা প্রকাশ করেছি(একজন আমজনতা হিসেবে,কারন তখন পিয়াল,এমুরান দের চিনতাম না, তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখিনি, ছাত্রলীগ ঐ চাত্রে জড়িত হয়নি)। পরে যখন বুঝলাম সরকার প্রযোজিত ও বাম পরিচালিত নাটক জনগন দেখছে, তখন আর এতার প্রতি সমর্থন জানাতে পারিনি।
আপনি বলুন তো মুন্তাসির মামুন শাহরিয়াররা কোন কালে মুক্তিযোদ্ধা ছিল? অদের নিয়েই আপনারা জিয়াকে গালি দেন, কাদেরকে গালি দেন
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
যাইম জাকেরীন বলেছেন: সেখানে জড়ো হয়েছিলেন কসাই কাদেরের বিচারের দাবিতে সেখানে বার বার ধর্ম নিয়ে রাজনীতি বন্ধের কথা কেন বলা হয়?
সেখানে যুদ্ধপরাধিদের বিচারের দাবিতে জড়ো হয়ে শুধু রাজাকারদের বিপক্ষে শ্লোগান দিচ্ছেন, কিন্তু একবারকও কি মোশাররফ(প্রধানমন্ত্রির বেয়াই), সাজেদা,নুরু মৌলানার বিরুদ্ধে শ্লোগান দিয়েছেন? তাইলে রাজাকার শ্লোগান দিচ্ছেন কেন? তাইলে যুদ্ধপরাধি বা মানবতা বিরুধি বলে শ্লোগান দেওয়ার কথা। রাজাকার বললে তো তাদের বিপক্ষে শোগান দেওয়া উচিত
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
এই আমি সেই আমি বলেছেন: এদের খাবার দিলে অসুবিধা কোথায় ? আপনার লাগে কেন? আমি তো শুনেছি এক রিকশাওয়ালা তার সারা দিনের রোজগার তুলে দিয়েছে ।অসংখ্য উদাহরণের একটি মাত্র । আমি নিজ চোখে দেখেছি লোক জন খাবার ছুঁড়ে দিচ্ছে আর উদ্যোক্তারা অনুরোধ করছেন নির্দিষ্ট স্থানে পোঁছে দেবার জন্য । এগুলি আপনি দেখবেন না । আপনি দেখবেন আমার দেশ পরিবেশিত খবর । কারন আগেই উল্লেখ করেছি আপনি মাহমুদুর রহমানের ভাবশিষ্য ।
এগুলি দেখেন না , রিকশা পুড়ালে ৫ হাজার আর গাড়ি পুরলে ৫০ হাজার এগুলি কোত্থেকে আসে ?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
যাইম জাকেরীন বলেছেন: আমি তো শুনেছি এক রিকশাওয়ালা তার সারা দিনের রোজগার তুলে দিয়েছে ।
এরকম হাতে গোনা কয়েকজন দিয়েছে ভালবাসে, নিঃসন্দেহে।
শত শত মানুষ কি ঐ রিকশাওয়ালাদের পয়সায় খিচুরী খেয়েছে?
আমার লাগবেনা কেন? লীগ যদি এতাকে দলীয়ভাবে ব্যবহার করে, আমার লাগবেই।
আর শোনেন্ন, আমি শুধু মাহমুদুর রহমানের পেপার নয়, আওয়ামিলিগের সাপ্তাহিক আজকের সূর্যদয় ও পড়ি, ২০০০ ও পড়ি। জনকণ্ঠ, প্রথম আলো সমকাল অনলাইনে পড়ি। আপনাদের মত এক পত্রিকা পড়ে লাফাইনা।
রিকশা পুড়ালে ৫ হাজার না কত এটা জামাতে সমর্থকদের জিজ্ঞাসা করেন। এখানে ছাগুদের নিয়ে কোন কথা হচ্ছেনা।
আমরা বিএনপির যারা নিজের খেয়েই করি। আহত হলে নিজের টাকায় চিতসা নেই, জেলে গেলে পরিবার বের করে আনে। দলের নেতা বড়ো দেখতে যায়। এর চেয়ে বেশী কিছু নয়
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
মোঃ রফিকুল ইসলাম বলেছেন: তাদেরকে বলি মুক্তিযোদ্ধারা শাহবাগের পুলিশি পাহারায় সরকারে প্রটেকশনে বসে বিরিয়ানি ও পানি খেয়ে আন্দোলন করেনি।তারা যুদ্ধ করেছে খেয়ে না খেয়ে শক্তিশালী ফাকিস্তানি বাহীনির বিরুদ্ধে। তাই তোমাদের কোন অধিকার নাই কোন মুক্তিযোদ্ধাকে নব্য রাজাকার বলার। এতে তোমরাই দালাল হিসেবে প্রমানিত হবে, ইতিহাসের আস্তাকুড়ে ফ্যাসিবাদি হিসেবে নিক্ষিপ্ত হবে। যেরূপ আগের ফ্যাসিবাদিরাও হয়েছে।