![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহবাগের প্রজন্ম চত্বরে সামহোয়্যার ইন ব্লগ নিষ্ক্রিয় কেন- এ প্রশ্নের জবাবে সৈয়দা গুলশান আরা ফেরদৌস জানা বলেন, “শাহবাগে আমাদের ব্লগাররাই প্রথমে জড় হয়েছিলেন। ওইদিন সবচেয়ে প্রথম বিকেল চারটায় শাহবাগে জড় হন সামহোয়্যার ইন এর ব্লগার সরদ চৌধুরী, পারভেজ আলম, বাকী বিল্লাহ, তন্ময় ফেরদৌস, কাল্পনিক এবং শিপু ভাই এর মতো অনেকেই। কিন্তু দুই-তিন দিনের মধ্যেই আমাদের এই কৃতিত্ব ছিনতাই করে নেয়া হয়। দখলবাজি ও দলবাজির চেষ্টা চলে।”
তিনি বলেন, ‘‘তাই আমরা আর মূল মঞ্চে থাকতে পারিনি। তবে আমরা নিজেদের জাহির করতে চাই না। ক্ষমতা দেখানোয় বিশ্বাসী নই। তাই প্রতিদিনই সেখানে যাই।”
কারা এই ‘ছিনতাই’ করেছে জানতে চাইলে জানা বলেন, “সেটা আপনারাই ভালো জানেন। তবে আমি যতটুকু জানি প্রজন্ম চত্বরে নেতৃত্বদানকারী ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম এর আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকার যে একজন ব্লগার তা আমার জানা নেই।”
আন্দোলনে নেতৃত্ব দেয়া অপর ব্লগার অমি রহমান পিয়াল ও আরিফ জেবতিক সম্পর্কে তিনি বলেন, “উগ্র আওয়ামী আচরণের কারণে এদের সামহোয়্যার ইন ব্লগ থেকে বহুবার সতর্ক করা হলে তারা পরে আমার ব্লগ নামে একটি ব্লগ বের করে। এরাই ছাগু শব্দের প্রচলন করে। কিন্তু সামহোয়্যার ইন ব্লগ সব সময় এসব বিষয়ে নিরপেক্ষ থেকেছে।”
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
যাইম জাকেরীন বলেছেন: নতুনবার্তা।কম এ যান
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩০
হাবিব০৪২০০২ বলেছেন: টানিম বলেছেন: হুম । আপনে জানলেন কেমনে?
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
যাইম জাকেরীন বলেছেন: নতুনবার্তা.কম এ গিয়ে দেখেন জানা বেগম কি বলেছেন
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪
আবু জাফর সাদিক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ নেতৃত্বে থাকলে আন্দোলন লেজে গোবরে অবস্থায় পড়তো না। জনসাধারনের অংশগ্রহন আরো ব্যাপক হতো। কিন্তু সরকার এত সহযোগিতা করতো না।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪
যাইম জাকেরীন বলেছেন: শাহবাগ থেকে সুকৌশলে সত্যিকারের বিচারের দাবিদারদের নেতৃত্ব থেকে সরিয়ে স্বাচিপ নেতা এমরান(ওর কোন ব্লগ পরতে পারিনি), অমি পিয়াল(বঙ্গবন্ধর সৈনিক ও চটি লেখক হিসেবে খ্যতি পাওয়া) দের দায়িত্ব আনা হয়, যাতে সরকারের পার্পাস সার্ভ হয়।
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৪
টানিম বলেছেন: হুম । আপনে জানলেন কেমনে?