![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল রাত থেকেই আমার ছোট ভাগ্না আবদার করতেছিল একটা মোরগের জন্য। আজ সকালে দিলাম কিনে।কিনার পর ও নাম দিল মিঃচিকিন। পরে নাম বদলিয়ে রাখল মাহীর। কিছু পর বের হয়ে দেখি ও টেপ থেকে পানি গোসল করাচ্ছে। তারপর নিজের তোয়াল এনে মুছিয়ে দেয়। তার আদরের অত্যাচারের জ্বালায় বেচারা ভালই কষ্ট পাচ্ছে। এখন বলছে এটা নাকি ইংল্যান্ডে নিয়ে যাবে। আমি বললাম নিতে তো ভিসা পাসপোর্ট লাগবে। বলে আমি ড্যাডরে "খইমুনে"।
তো রাতে ওর মাহিরে রেখেছে পাশের রুমে,নিচে দিয়েছে কাথা, উপরেও দিয়েছে কাথা, ঠান্ডা নাকি লাগবে :-)
দিনে একবার দেখি টিস্যু নিয়ে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করলাম কি করতেছিস? বলে মাহির বাথ্রুম করিছে, ক্লীন খড়মু! অথচ ও নিজেই এখনও একা ক্লীন হতে পারে না :-)
জানিনা কাল বেচারা মোরগের উপর কি আছে............ওর আদরের অত্যাচার কত বাড়ে দেখি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
যাইম জাকেরীন বলেছেন: আমি বলেছি এই মোরগ ত ওরে ড্যাড ডাকবে ঃ০
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
হৃদছায়া বলেছেন: হাহাহা
মিঃ চিকিন নামটা বেশি ভালো লাগছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬
যাইম জাকেরীন বলেছেন: হুম। পরে ও নাম চেঞ্জ করে রেখেছে "মাহীর"
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
তুন্না বলেছেন: বাচ্চাদের এই বয়সটা মজার, দেখতে যেমন ভালো লাগে তেমনি কথা গুলো সৃতি হয়ে থাকে।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৬
যাইম জাকেরীন বলেছেন: হুম।
তবে ৪ দিন হয় দেশে এসেছে জালিয়ে ছাড়ছে আমায়। আমার বিছাআয় কেউ ঊঠেনা। অরা গড়াগড়ি খায়! সাহস কত
ভাগ্নে মানুহশ তাই কিছু বলিনা
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১
লিংকন১১৫ বলেছেন:
বাচ্চা কাচ্চা