![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, আলেম ওলামাসহ ধর্মপ্রাণ নাগরিকবৃন্দ এবং দেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপসনালয়, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনাকে যে-কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন।”
“আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ধর্ম-গোত্র-সম্প্রদায় নির্বিশেষে এদেশে বসবাসরত প্রতিটি নাগরিকের জান-মাল-সম্ভ্রমের নিরাপত্তা ও ধর্মীয় অধিকারের সুরক্ষায় আমরা বদ্ধপরিকর। এর ওপর কোনো আঘাত বরদাশত করা হবে না। ইতিমধ্যে যে কয়েকটি দুঃখজনক ঘটনা ঘটেছে, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে সেসবের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি”, -বিরুধী দলীয় নেত্রি বেগম খালেদা জিয়া
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৬
যাইম জাকেরীন বলেছেন: ধন্যবাদ
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
নিয়েল ( হিমু ) বলেছেন: চোরেরে কৌ চুরি কর গেরস্তরে কৌ সজাগ থাক
তবে এইটা শুখবর বৈলাই মনে হৈতাছে । এর মানে দাড়ায় আর হামলা হবে না । যাক বাচা গেল ।
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৯
যাইম জাকেরীন বলেছেন: মজার কাহিনি হল প্রতিটি ঘটানাতে এক দুইজন অন্তত গ্রেফতার হয়, কিন্তু গত তিন দিনে হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় কোন গ্রেফতার নেই কেন? তার মানে এটা সরকার তার দলীয় লোক বা প্রশাসন দিয়ে করাচ্ছে। দেশের সকলের প্রতি আহবান সরকারের এই ঘৃণ্য চক্রান্ত রুখে দিন। আওয়ামি ষড়যন্ত্রকারিদের প্রতিরোধ করুন।
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:০২
এনজেল মাইন্ড বলেছেন: @Himu, Khaleda zia negetive kisu bolle apni/ AL khub khusi hoto mone hocche
০৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০
যাইম জাকেরীন বলেছেন: বাদ দেন অগো কথা। অরা দম যাওয়ার সময় অ জিয়া/খালেদা/তারেক/বিএনপির বিরুধীতা করবে। সাধে কি মানুষ বলে ওরা মানুষ নয় আওয়ামীলিগ
৪| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৯
সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: Sohomot
৫| ০৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫
যাইম জাকেরীন বলেছেন: আমার একাউন্ট স্থগিত
৬| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
নিয়েল ( হিমু ) বলেছেন: স্থগিত যখন একাউন্ট তখন ফুট যা
৭| ২০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩০
আস্তবাবা বলেছেন: নিয়েল পিঠাইয়া হাড্ডী ভাঙ্গি ফালাইমু
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ রাত ১১:৫১
এনজেল মাইন্ড বলেছেন: Sohomot