নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

আসুন আমরা সিটিসেল এর জন্য শোক করি।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮


কারন এই অপারেটর টি আমাদের অনেকে কেই জীবনে প্রথমবার মোবাইল ইউজ করার এবং কেনার অভিজ্ঞতা দিয়েছিল। আজ এই সিটিসেলের জীবনের শেষ প্রদীপ টিও নিভে যেতে চলেছে। খুব শিগ্রই ইতিহাস হয়ে যাবে সিটিসেল।
১৯৮৯ সালে লাইসেন্স নিয়ে ১৯৯৩ সালে কার্যক্রম শুরু করে সিটিসেল। শুরুর দিকে আকাশ ছোঁয়া কল রেট আর বিশাল আকৃতির সিমেন্স কোম্পানির সেট বাজারে ছাড়ে সিটিসেল। সিটিসেল বাংলাদেশের প্রথম এবং একমাত্র সি ডি এম এ অপারেটর।
City মানে শহর আর cellular এর cell নিয়ে তৈরি হয় Citycell. মানে শহরের সেল ফোন। তখন বেশ অহংকার আর গর্ব নিয়ে এমন নাম করন করা হয়। শহুরে মানুষদের লাইফ স্টাইলে যুক্ত হয়ে ধন্য হয়েছিল সিটিসেল। তখন বিজ্ঞাপন গুলিও ছিল শহুরে সাহবে মেম কিংবা বিদেশী ললনাদের নিয়ে। আমার ৯৭ সালে এই এদের কার্যক্রম ঢাকায় দেখার সুযোগ হয়। একসময় আমার কাছে খুব লোভনীয় চাকরি ছিল সিটিসেল এর কাস্টমার কেয়াররের চাকরি। কপাল গুনে খুব কাছ থেকে চাকরিটা আমি পাইনি।
ভাগ্যের নির্মম পরিহাস, সেই সিটিসেল আজ শেষ। শহুরে মানুষ কবেই ছুড়ে ফেলেছে তাকে। শেষের দিকে নায়িকা পূর্ণিমা কে দিয়ে গ্রামীণ পটভূমি তে বিজ্ঞাপন দিয়েছিল সিটিসেল। মানে শহর থেকে আস্তে আস্তে গ্রামের মানুষের কাছে থাকার চেষ্টা করল, তবুও পারল না সিটিসেল। অন্যদিকে গ্রামের ফোন গ্রামীণ ফোন এখন পুরো দেশ দাপিয়ে বেড়ায়, কি শহর কি গ্রাম।
আমি প্রথম যে ফোনটি এক জনকে ব্যাবসা করার জন্য কিনে দিয়েছিলাম সেটা সিটিসেল ছিল এবং এখনো আমি একটা সিটিসেল ইউজ করি। যদিও বছর খানেক হল রিচারজ করা হয় না। আমার মিসেস ঐটাকে এলারম দেবার কাজে ব্যাবহার করে থাকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:০৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাংলাদেশের প্রথম সেলুলার ফোন অপারেটর কোম্পানিটি বন্ধ হয়ে যাচ্ছে জেনে খুব খারাপ লাগছে।

২| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:২০

খায়রুল আহসান বলেছেন: তবুও ইতিহাসে নাম রয়ে যাবে, পথ প্রদর্শক হিসেবে।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৩

অরন্যে রোদন - ২ বলেছেন: ১৯১৯ সালে তো মোবাইল ই সৃষ্টি হয়নি সেখানে সিটিসেল কিভাবে এল?
ভাইজান বোধহয় অধিক শোকে পাথর হয়ে গেছেন!!! :)

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: অামার প্রথম ফোন সিটিসেল।সিটিসেল ব্যবহার করতে ভালো লাগে।কারন এতে কল কম অাসে।সবার থেকে এটা ব্যতিক্রম

৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ২:২৪

মো:সাব্বির হোসাইন বলেছেন: ১৯৮৯ সালে বিটিআরসি
থেকে টেলিযোগাযোগ সেবার লাইসেন্স পায়
সিটিসেল।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গোঁড়ামির কারণ। টাকা ঢেলে টু-জির লাইসেন্স নিলে আজকে এই অবস্থা হতো না...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.