নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

দিনাজপুরে বৃষ্টির জন্য ‘ব্যাঙের বিয়ে’

২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:১৩


সপ্তাহ ধরে বৃষ্টির দেখা নেই। রোদে পুড়ছে ফসলের মাঠ। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দিনাজপুরের বিরলে ব্যাপক ধুমধাম করে দেওয়া হয়েছে ব্যাঙের বিয়ে।
সবার বিশ্বাস ব্যাঙের বিয়ে দিলেই অনাবৃষ্টি কেটে যাবে। বিয়েতে বিভিন্ন ধর্মের লোকজন উপস্থিত থাকলেও বিয়ের আয়োজন ছিল হিন্দু সম্প্রদায়ের বিয়ের নিয়মে। বিয়েতে গ্রামবাসীসহ প্রায় ৫শ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন। রং মেখে নেচে গেয়ে ব্যাঙের বিয়ে দেওয়া হয়।
শনিবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিয়ের অনুষ্ঠান। বিয়ের আয়োজন করে বিরল উপজেলার ভারাডাঙ্গী বেতুড়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দারা।
আয়োজকেরা জানান, শনিবার ভাদ্র মাসের ৫ দিন। কিন্তু বৃষ্টি নেই। জমিতে পানি নেই। যে জমি গুলোতে চারা রোপণ করা হয়েছে, সে জমিগুলো পানির অভাবে চৌচির হয়ে গেছে।অনেকে শ্যালোমেশিন দিয়ে খেতে পানি দিচ্ছেন। এ কারণে যাতে বৃষ্টি আসে, সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ের আয়োজন চলছিল ৭ দিন আগে থেকে। গ্রামের যুবারা ৭ দিন আগে থেকে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে নেচে-গেয়ে অর্থ, চাল, মরিচ, পিয়াজ, রসুন, আদা তেল ইত্যাদি সংগ্রহ করে। এ সময় প্রতিটি বাড়িতে ব্যাঙের বিয়ে খেতে আসার দাওয়াত দেওয়া হয়। কলাগাছ ও ফুল দিয়ে সাজানো মাড়োয়ায় সকাল থেকে গ্রামবাসী আসতে শুরু করে। বাজানো হয় মাইক। রং মেখে, কাদা মেখে শুরু হয় নাচ-গান। দুপুর সাড়ে ১২টার সময় বর হৃদয়ের মা ডাবু বালা ও কনে স্বপ্নার মা শেফালী রানী রায় বর-কনেকে নিয়ে হাজির হন মাড়োয়ায়। এ সময় পাশেই চলছিল রান্নার গ্রামের মানুষ বর-কনেকে দেখে টাকাসহ বিভিন্ন উপহার দিয়ে খিচুড়ি খেয়ে যান।
মাড়োয়ার আশপাশে চলে লাঙল দিয়ে জমিচাষ। শুকনো জায়গায় মধ্যে লাগানো হয় ধানের চারা । এ যেন এক অন্যরকম উৎসব। অনুষ্ঠানটি বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষের মিলন মেলায় পরিণত হয়। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা সতীশ চন্দ্র রায় জানান, অতীতেও এভাবে ব্যাঙের বিয়ে দেওয়ার পর জলের দেখা মিলে ছিল। এবারও সে আশা থেকেই এই আয়োজন করা হয়েছে। গতবার ব্যাঙের বিয়ের দিন দুপুর থেকেই বৃষ্টি হয়েছিল।
এলাকার প্রবীণ ব্যক্তি সামছুল হক জানান, অনেক বছর ধরে দেখে আসছি অনাবৃষ্টি হলেই এই গ্রামের সবাই মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করে। অনেক সময় বৃষ্টিও হয়েছে। তাই মানুষের কাছে এক প্রকার বিশ্বাস হয়ে গেছে, ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি হবে।
বিয়ের আয়োজক কমিটির সদস্য বিরল ভান্ডারা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহেশ চন্দ্র রায় জানান, ৭ দিন ধরে এ আয়োজন চলছে । এলাকার যুবকরা এ উদ্যোগ গ্রহণ করে। বিকেলে গরুর গাড়িতে করে কনের বাসায় যাওয়া হবে কনেকে শ্বশুরবাড়িতে আনার জন্য।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২০

চাঁদগাজী বলেছেন:




মানুষ সকল দারিদ্রতা, সকল সকল দু:খের মাঝে সামান্য উৎসব খুঁজে বেড়ায়।

২| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৪

শাহরিয়ার কবীর বলেছেন: কিছু আগে দেখলাম দিনাজপুরে গরুর মাংস কিস্তি বিক্রয় এর খবর !!
সব কি আজগুবি কর্মকান্ড কি সেখানেই হয় নাকি?

৩| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:২৮

মহা সমন্বয় বলেছেন: হাঃ হাঃ মাজাই মাজা B-)

এই আষার মাসেও বৃষ্টির জন্য ‘ব্যাঙের বিয়ে’ :-P

৪| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৮

দুর্গম পথের যাত্রী বলেছেন: কুসংস্কার ।।। বৃষ্টি দেয়ার মালিক আল্লাহ

৫| ২১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৪

কলাবাগান১ বলেছেন: @দুর্গম পথের যাত্রী, আপনি তো আরো বড় কুসংস্কার ধরে বসে আছেন। এই যুগে এসে ও বলছেন আল্লা চাইলেই বৃষ্টি হবে।
God does not play dice

আল্লাহ আপনাকে বলেছেন জ্ঞান আহরন করেন এবং নিজেই বৃষ্টি সৃষ্টির চেস্টা করুন। গত বছর থাইল্যান্ডে ১১১ দিন আর্টিফিশিয়াল বৃষ্টির চেস্টা করে ৯২% সাফল্য পেয়েছে
@দুর্গম পথের যাত্রী,

"God does not play dice"

আল্লাহ আপনাকে বলেছেন জ্ঞান আহরন করেন এবং নিজেই বৃষ্টি সৃষ্টির চেস্টা করুন।

গত বছর থাইল্যান্ডে ১১১ দিন আর্টিফিশিয়াল বৃষ্টির চেস্টা করে ৯২% সাফল্য পেয়েছে


বিস্তারিত এখানে Artificial rain in Thailand

৬| ২১ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:২১

ফেরদৌসা রুহী বলেছেন: হা হা হা ব্যাঙ এর বিয়ে নিয়ে বিরাট আয়োজন দেখি।

৭| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই পোস্টের লেখা এবং ছবিগুলো কি আপনার?

৮| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:২৮

মোঃ খুরশীদ আলম বলেছেন: সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গিয়ে যেন আক্বীদাগত ত্রুটি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। কেননা, ইসলাম ধর্মে এমন আনুষ্ঠানিকতার স্থান নাই।

৯| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৩

নিউ সিস্টেম বলেছেন: @ কলাবাগান১ আল্লাহু না চাইলে শত চেষ্টাও বিফল ।

১০| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৪

মূল-উপদল বলেছেন: বৃষ্টি হইছে?

১১| ২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

কলাবাগান১ বলেছেন: চেষ্টা না করলে আল্লাহ কিছুই দিবেন না। থাইল্যান্ড যে ১১১ দিনেরর মধ্যে ৯২% টাইম আর্টিফিশিয়াল বৃষ্টি নামাতে সক্ষম হল, তা হয়েছে তারা চেষ্টা করেছে আর আমরা পড়ে আছি ব্যাঙের বিয়ে নিয়ে।
আগে মানুষ নিজের কার্বন ফুট প্রিন্ট কমাক তাহলে এভাবে আবহাওয়া ও বদলে যাবে না। জুলাই মাস সর্বকালের রের্কডগরম ছিল সারা বিশ্ব জুড়ে। বেশহি দিন দুরে না যখন উত্তরমেরুতে আর বরফ থাকবে না ....নৌকা বাইচ করতে পারবেন

১২| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: এই বিয়ে নিয়ে আমি নিউজ করছি , এবং এটা আমার এলাকার ঘটনা #কাল্পনিক_ভালোবাসা

১৩| ২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর বলেছেন: এই বিয়ে নিয়ে আমি নিউজ করছি , এবং এটা আমার এলাকার ঘটনা #কাল্পনিক_ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.