নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি দিনাজপুরের ছেলে

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর

লিখতে না জানলেও কোন একদিন বড় লেখক হওয়ার স্বপ্ন দেখি....

শেখ মোঃ জাকির হোসেন দিনাজপুর › বিস্তারিত পোস্টঃ

"উবার"

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১:০৯


"উবার" একটি আন্তর্জাতিক মানের মোবাইল এপ্স যা ট্যাক্সি ভাড়া নিতে আগ্রহী এবং ভাড়ায় ট্যাক্সি চালাতে আগ্রহী ব্যাক্তিদের একটা যোগসুত্র করে দেয়। এটা একটা মিডিয়া এপ। বলা যায় অনেকটা বিক্রয় ডট কমের মত প্লাটফর্ম। প্রায় ৭৪ টি দেশে ৪৫০ টি শহরে উবার চলে। উবারের নিজস্ব কোন গাড়ী নেই কিন্তু গাড়ী আছে এমন যে কেউ এর সদস্য অথবা সেবা গ্রহিতা হতে পারে।
"উবার" কে "বিআরটিএ" অবৈধ ঘোষণা করেছে। কারন হিসেবে যথাযথ আইন না মেনে চলার কথা উল্লেখ করা হয়েছে। বিআরটিএ এর ভাষ্য মতে উবার সরকারী অনুমোদন নেয় নি। এছাড়াও ভাড়ায় চালিত কার কিংবা মাইক্রোবাস কে (প/ছ) সিরিয়ালের আলাদা রেজিস্ট্রেশন করতে হবে, নিতে হবে রুট পারমিট এবং ভাড়ায় চলতে আগ্রহী গাড়িগুলোর অবশ্যই কালো বডি ও হলুদ টপ থাকতে হবে। যেমনটা ট্যাক্সি ক্যাবের থাকে।
উবার যেহেতু মাত্র একটি এপ তাই এর অনুমোদন নেবার দরকার আছে কিনা বিষয়টা আমি বুঝি না। আর গাড়ি যারা ভাড়া চালাবে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট ও অন্যান্য বিষয়গুলি তাদেরই মেইনটেইন করার কথা। কোন ব্যাক্তিগত গাড়ী যদি পাবলিক ভাড়ায় চালাতে চায় সেক্ষেত্রে ত্তারা আইন দ্বারা দোষী হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু যেইগুলো প/ছ সিরিয়ালের তারা তো চালাতে পারে।
বড় একটি প্রশ্ন বাকি আছে আমার, উবার যদি পারমিশন না পায় তাহলে "চলো", "ওই খালি" কিংবা আরও কিছু ট্যাক্সি সার্ভিস কিভাবে বাংলাদেশে চলছে? তারা কেনই বা নিষিদ্ধ হচ্ছে না। কারন "উবার" অথবা 'চলো" কিংবা "ওই খালি" তো একই জাতের সার্ভিস বলে জানি। উবার একাই কেন দোষী?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ২:১২

আনিসা নাসরীন বলেছেন: ঠিক বলেছেন

২| ২৬ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৪৮

জগতারন বলেছেন:

'UBER' -এর সাথে আমি পরিচিত, একবার এ ব্যাপারে বিভিন্ন বিষয় বিবেচনায় নিলে মনে হয় খুবই ভালো একটি উদ্যোগ। বাংলাদেশের মত একটি জনবহুল দেশ ও সিমিত রাস্তা ও অবস্থা চিন্তা করলে। আর এতে যাদের গাড়ী আছে ও যে লোকটি বেকার সে সেটি অলস বসিয়ে না রেখে কাজে লাগিয়ে কিছু উপার্জন করা খুবই ভালো চিন্ত মনে হয়।
এতে করে;
১) বেকার সমস্যা কিছু হলেও কমবে,
২) অলস গাড়ীটি কাজে লাগানো যাবে,
৩) জনগনের যাতায়েত সমস্যা কিছু হলেও সহজ হবে,
৪) পাবলিক যানবাহনের উপর চাপ কিছু কমবে,
৫) দেশে কর্ম-ঘন্টা অপচয় রোধ হবে,
৬) এই সেবাটি বেশির ভাগ গ্রহন করবে যারা ধনি তারা, এতে সল্প আয়ের লোক-জনের সুবিধা হবে পাবলিক যানবাহনে চলাচল করে।
তাই কতৃপক্ষ এই ব্যাপারটি ইতিবাচকভাবে নিয়ে চিন্তা করে দেখতে পারেন।

৩| ২৬ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০৩

অরিন্দম চক্রবত্রী বলেছেন: Amader ekhane kono somosya nei, Delhi te ekbar ban hoyechilo but now ok, Uber /Ola chara amader jibon ochol।

৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৯

কালীদাস বলেছেন: উবারের কনসেপ্ট খারাপ না, তবে আমি এর এগেইনস্টে বাংলাদেশের জন্য। আমাদের বেশিরভাগ ড্রাইভার চোর কিছিমের। তেল চুরি, খেপ মারা এদের কাছে খুবই কমন। আমার গাড়ি আমার অনুমতি ছাড়া কেউ উবারে ব্যবহার করবে সেটা মানার কোন কারণ নেই। কয়জন নিজে গাড়ি চালায় বাংলাদেশে? সুবিধাটা অসাধু ড্রাইভারদেরই বেশি হবে আসল মালিকের চেয়ে। এরপর আসবে গাড়ি ছিনতাইকারীদের ব্যাপারটা বা এরকম খেপে যারা ছিনতাই করে তাদের ব্যাপারটা। নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন?

আমি ইউরোপে আছি কয়েক বছর হয়, এখানে মিডিয়াম ডিসটেন্সে (আপটু ৪০০ কিমি) যাতায়াতের জন্য ব্লা ব্লা কার নামে একটা সার্ভিস খুবই জনপ্রিয়। কনসেপ্টটা খুবই কমন, এই ফোরামের লোকজন নিজেদের ট্রাভেল প্লান অনলাইনে পোস্ট করে রাখে, সেইম টাইমে সেইম ডেস্টিনেশনে মিললে ব্লা ব্লা কারের মেম্বার যে কেউ পেয়িং গেস্ট হিসাবে ট্রাভেল করতে পারবে। ডাবল চেকড নিরাপত্তা ছাড়া কেউ উঠছে না আরেকজনের গাড়িতে। সেটার নিশ্চয়তা ঢাকা শহরে কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.