| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বিলাসবহুল পর্যটনের জন্য পরিচিত নিস শহরে হামলা হয় গতকাল। জাতীয় দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর দ্রুত গতিতে ট্রাক চালায় হামলাকারী এবং হাতে থাকা পিস্তল দিয়ে শিশুসহ অন্তত ৮৪ জনকে হত্যা করে। প্রায় দুই কিলোমিটার চলার পর পুলিশের গুলিতে তার মৃত্যু হয়৷ ২৫ টনি ওই ট্রাকে অস্ত্র ও গ্রেনেডও পাওয়া গেছে। ফরাসি সরকার এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে, আমারও তাই মনে হয়। যদিও কোনো গোষ্ঠিও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। শহরের হাসপাতালগুলিতে আহত মানুষ ও তাদের আত্মীয়স্বজনরা উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন৷
গতকালকে হামলার সময় আমি আইফেল টাওয়ারের কাছেই ছিলাম। সেখানে অসংখ্য মানুষ ছিল যেখানে এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল অনেক বেশী। প্যারিসে যথেষ্ট নিরাপত্তা থাকায় হয়ত নিস শহরকে বেছে নিয়েছে হামলাকারী।
এই হামলার পর তথাকথিত ইসলামি সন্ত্রাসী দলগুলোর নামই সামনে চলে আসবে এটাই স্বাভাবিক। এই সন্ত্রাসী দলগুলোর আদর্শ কি সত্যিকার অর্থের ইসলাম? ইসলাম কি এইভাবে হত্যাকাণ্ড সমর্থন করে? যারা সঠিক দ্বীনের পথে চলে তারা কখনই এই কাজ করতে পারে না। সারা পৃথিবীর কোথাও এখন আর নেই নিরাপত্তা। গুলশান থেকে নিস শহর কোথাও এধরণের সন্ত্রাসী হামলা কাম্য নয়। এই সন্ত্রাসী দলগুলো শুধুমাত্র ইসলামিক শব্দ ব্যবহার করে আসছে।
মর্মান্তিক এই ঘটনার ধীক্কার জানাই। বিপথগামী এই মানুষগুলার উপর আল্লাহ্র রহমত আসুক, তারা যেন সঠিক দ্বীনের আলো পায় এই দোয়াই করি।

২|
১৬ ই জুলাই, ২০১৬ রাত ২:০১
জালটাকা বলেছেন: "ইসলাম পরিপন্থী মুসলিমদের" কথাটা ঠিক বলছেন ভাই
©somewhere in net ltd.
১|
১৬ ই জুলাই, ২০১৬ রাত ১:৩৯
ইফতেখার ভূইয়া বলেছেন: নির্মম আর বর্বর এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই। ধীক্কার জানাই এই সব নামকা ওয়াস্তে, ইসলাম পরিপন্থী মুসলিমদের।