নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের\'

যাযাবর জোনাকি

‘আমাদের চাওয়া আর পাওয়ার মাঝখানে একটা দেয়াল আছে, এর একদিকে থাকে চাওয়া,আর একদিকে পাওয়া। মুখ্য সমস্যা হল দেয়ালটা স্বচ্ছ কাঁচের’

যাযাবর জোনাকি › বিস্তারিত পোস্টঃ

বেয়াড়া লিম্বিক

২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১:৫৯

তখন আর বয়েস কত হবে সতেরো কি ষোল,
নিয়মিত কিনতে গেছি কলম, পেন্সিল, খাতা,
নিউমার্কেটের পিছনের প্রথম গেটে এপোলো।
সেখানে ছিলো অনেক মানুষের ভীড়ে যা-তা।
পাশের দোকানটায় ঢুকতেই সামনাসামনি,
ছোটো-খাটো, চেনা ভ্রমরী চোখের মেয়েটি।
কালো ভ্রমরীর মত চোখ দুটি তোলে গুঞ্জনী,
চেয়ে রইলো চোখে, কিছুক্ষণ করে ভ্রুকুটি।
হঠাৎ বেয়াড়া লিম্বিক সিস্টেম চালু হলো হায়!
কোথায় কলম, কোথায় খাতা আর পেন্সিল,
সোডিয়াম আলোর হলদে আবির মাখায় আমায়!
হালকা বাতাস খেলা করে ফুটপাতের বিকেল।
বেয়াড়া লিম্বিক সিস্টেম সেই চালু হলো,
তখন আর বয়েস কত হবে সতেরো কি ষোল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৮

খায়রুল আহসান বলেছেন: 'লিম্বিক' মানে কী?
তা যাই হোক, কাহিনী ও কবিতা ভাল লেগেছে। + +

২৯ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

যাযাবর জোনাকি বলেছেন: Limbic system is a part of brain, It is responsible for Human Love.

২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩

মেহেদি_হাসান. বলেছেন: ভালো লেগেছে।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২১ রাত ১:১৩

রাজীব নুর বলেছেন: ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.