![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)
হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো - ঠিক যতোটুকু ভয় তাকে করা উচিত। (আল্লাহর কাছে সম্পূর্ণ) আত্মসমর্পণকারী না হয়ে তোমরা কখনো মৃত্যু বরন করো না।
(সূরা আল ইমরানঃ আয়াত ১০২)
হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্যে (অন্যদের সাথে) পার্থক্য নির্ণয়কারী (স্বতন্ত্র মর্যাদা) দান করবেন, তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দেবেন, তিনি তোমাদের ক্ষমা করে দেবেন, আল্লাহ তায়ালার দান (আসলেই) অনেক বড়ো।
(সূরা আনফালঃ আয়াত ২৯)
হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তায়ালাকে ভয় করো এবং (সর্বদা) সত্য কথা বলো,
(সূরা আহযাবঃ আয়াত ৭০)
অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তায়ালাকে ভয় করো, তোমরা (রসূলের আদেশ) শুনো এবং (তার) কথামতো চলো। (আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে) খরচ করো, এতে তোমাদের নিজেদের জন্যেই কল্যাণ রয়েছে, যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে (সে এবং তার মতো) লোকেরাই সত্যিকার অর্থে সফলকাম।
(সূরা তাগাবুনঃ আয়াত ১৬)
... যে ব্যক্তি আল্লাহ তায়ালাকে ভয় করে চলবে, আল্লাহ তায়ালা (তাকে) তার জন্যে (সংকট থেকে বের হয়ে আসার) একটা পথ তৈরী করে দেবেন। তিনি তাকে এমন রেযেক দান করবেন যার (উত্স) সম্পর্কে তার কোনো ধারণাই নেই। ...
(সূরা আত তালাক্বঃ আয়াত ২-৩)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, সবচেয়ে সম্মানী ব্যক্তি কে? তিনি বলেছেন, সকলের চেয়ে যে বেশী আল্লাহভীরু। (বুখারী ও মুসলিম)
আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া অবশ্যই মিষ্ট ও আকর্ষণীয়। আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় তাঁর প্রতিনিধি করেছেন, যাতে তিনি দেখে নেন তোমরা কেমন কাজ কর। কাজেই তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের (ফিতনা) থেকেও সতর্ক থাক। কারণ বনী ইসরাঈলের প্রথম ফিতনা নারীদের মধ্যেই সৃষ্টি হয়েছিল। (মুসলিম)
ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ ! আমি তোমার কাছে হেদায়াত, তাক্ওয়া, পবিত্রতা ও স্বয়ংসম্পূর্ণতা চাই। (মুসলিম)
আদী ইবনে হাতেম তাঈ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোন ব্যাপারে শপথ করার পর অধিকতর আল্লাহভীতির (তাকওয়া) কোন কাজ দেখলো, এ অবস্থায় তাকে তাকওয়ার কাজটি করতে হবে। (মুসলিম)
আবু উমামা সুদাই ইবনে আজলান বাহিলী (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজ্জের ভাষণে বলতে শুনেছি, তোমরা আল্লাহকে ভয় কর, পাঁচ ওয়াক্তের নামায আদায় কর, রমযানের রোযা রাখ, নিজেদের মালের যাকাত দাও এবং নিজেদের শাসকবর্গের আনুগত্য কর, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। (তিরমিযী)
২| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:২৬
বইপাগল বলেছেন: ঠিক বলেছেন চতুরভূজ। হে আল্লাহ্ আমাদের হেদায়াত কর। আমীন। আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:৩১
জায়দান বলেছেন: কাজেই তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও এবং নারীদের (ফিতনা) থেকেও সতর্ক থাক।
নারী = ফিতনা।
৪| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:৩৩
চতুরভূজ বলেছেন: মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।
নারী=মা
৫| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৯:৩১
সাইমুম বলেছেন: ৫
৬| ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১১:২২
বইপাগল বলেছেন: জায়দান, নারী = ফিতনা বলা হয়নি, বলা হয়েছে নারীদের ফিতনা
চতুরভূজ, ঠিকই বলেছেন।
ধন্যবাদ সাইমুম, কিন্তু কিছু বললেন না যে !
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০০৭ রাত ৮:২১
চতুরভূজ বলেছেন: প্রথমেই ধন্যবাদ প্রাপ্য আপনার। অনেক কিছু জানলাম। ইসলামের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল বহুগুন।
দুনিয়া অবশ্যই মিষ্ট ও আকর্ষণীয়। কিন্তু এই সাময়িক মিষ্টতার জন্য আমি অনন্তকালের আনন্দ হারাতে চাইনা। হে আল্লাহ্ আমাদের হেদায়াত কর।আমিন।