নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেবিদ

"অবশ্যই আমার নামাজ আমার এবাদাত আমার জীবন আমার মৃত্যু সবকিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহর জন্যে।"

বইপাগল

"... তোমরা যা কিছু করছো আল্লাহ তায়ালা তার সব কিছুই দেখছেন।" (সূরা আল হাদীদঃ আয়াত ৪) ///////// "তিনি চোখের খেয়ানত সম্পর্কে (যেমন) জানেন, (তেমনি জানেন) যা কিছু (মানুষের) মন গোপন করে রাখে (সে সব কিছুও)।" (সূরা আল মোমেনঃ আয়াত ১৯) ///////// "যিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে এর দ্বারা তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন, কর্মক্ষেত্রে কে (এখানে) তোমাদের মধ্যে বেশি ভালো, ..." (সূরা আল মূলক, আয়াত ২) ///////// "... অবশ্যই আমার নামাজ, আমার এবাদাত, আমার জীবন, আমার মৃত্যু - সব কিছুই সৃষ্টিকুলের মালিক আল্লাহ তায়ালার জন্যে।" (সূরা আল আনয়ামঃ আয়াত ১৬২)

বইপাগল › বিস্তারিত পোস্টঃ

জানতে চাই - ৯

০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৭

প্রশ্ন ৩৮. মাকরূহ কি? কাঁকড়া বা চিংড়ি খাওয়া কি গুনাহ?



উত্তরঃ হারামের পরে এবং মোবাহ এর উপরে যে জিনিস, অর্থাৎ যা হারামও নয় হালালও নয় এবং অপছন্দনীয় কাজ সেটাকে মাকরূহ বলে। যেটা না করা উচিত করলে কিছুটা গুনাহও হয় এ ধরনের কাজকে মাকরূহ বলে।

কাঁকড়া খাওয়া বা চিংড়ি খাওয়া যে মাকরূহ তা কোরআন হাদীস থেকে প্রমাণিত নয়। তবে কোন কোন ফকীহরা বলে থাকেন, কাঁকড়া বা চিংড়ি খাওয়া যাবেনা বা এটা মাছ নয়। তবে এটার কোন ভিত্তি নেই।



প্রশ্ন ৩৯. অন্ধ বা জারজ কি ইমাম হতে পারে না?



উত্তরঃ আমরা জানি যে, আরাফাতের ময়দানে যিনি খুত্‌বা দেন তিনি একজন অন্ধ। অন্ধরাও ইমাম হতে পারবেন যদি তিনি ইমামতির গুণাবলী সম্পন্ন হন। 'আবদুল্লাহ বিন বাজ' যিনি ছিলেন বিশ্ববরেণ্য আলেম। তিনি অন্ধ ছিলেন এবং ইমাম ছিলেন। এবং জারজ সন্তান যিনি হন তার জন্মের জন্য তিনি দায়ী নন। এই জন্য তাকে খাটো করে দেখার কোন কারণ নেই। একজন জারজ সন্তান যদি আল্লাহ রাসূলের নির্দেশিত পথে চলেন তবে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে দিবেন। এই জন্য জারজ সন্তানকে ঘৃণা করা উচিত নয়। জারজ সন্তান যদি আলেম হন ইমামতির যোগ্য হন তাহলে তিনিও ইমামতি করতে পারবেন। তবে যদি একই যোগ্যতা সম্পন্ন একজন জারজ অপরজন জারজ নয় এরকম দু'জন লোক এক জায়গায় থাকে তবে যিনি জারজ নন তিনি ইমামতি করবেন। তবে একথা মোটেই ঠিক নয় যে জারজ সন্তান ইমামতি করতে পারবেনা।



প্রশ্ন ৪০. নামাজের মধ্যে হাই আসলে কি করণীয়? জামাতে নামাজ পড়ার সময় এশার শেষ দুই রাকাতে কি সূরা ফাতেহা পড়তে হয়? বাদ্যযন্ত্র মিশ্রিত গান কি শোনা যাবে না? যদি না যায় তবে কেন?



উত্তরঃ নামাজের মধ্যে হাই আসলে ডান হাতটা হাই শেষ না হওয়া পর্যন্ত মুখে স্থাপন করলে ভালো হয়। এবং সংযত ভাবে হাই ছাড়তে হবে। এশার শেষ ২ রাকাতেও সূরা ফাতেহা পড়তে হয়।

না, বাদ্য যন্ত্র মিশ্রিত গান শোনা যাবে না এটিই আমাদের বলতে হচ্ছে। এই জন্য যে, রাসূল (সঃ) একখানা হাদীসে কেয়ামতের কিছু আলামতের কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্য অন্যতম আলামত হচ্ছে বাদ্যযন্ত্র মিশ্রিত গানের আধিক্য। সুতরাং বাদ্য যন্ত্র ইসলামে নিরুত্সাহিত করা হয়েছ।



প্রশ্ন ৪১. নামাজের মধ্যে কি চোখ বন্ধ রাখা যায়?



উত্তরঃ নামাজের মধ্যে সাধারণত চোখ খোলা রাখাই নিয়ম। তবে কারও যদি চোখ খোলা রাখতে সমস্যা হয় বা নামাজের মধ্যে বেশি মনযোগ আনতে চোখ বন্ধ করার প্রয়োজন হয় তাহলে তিনি চোখ বন্ধ করেও নামাজ আদায় করতে পারেন।



প্রশ্ন ৪২. সোবহে সাদেক এবং সুবহে কাজেব কোন সময়কে বলা হয়?



উত্তরঃ ফজরের সময় শুরু হওয়ার সময়কে সুবহে সাদেক এবং ফজরের সময় শুরু হওয়ার পূর্বের কাছাকাছি সময়কে সুবহে কাজেব বলা হয়। অর্থাৎ মনে হয় ফজরের সময় বুঝি হয়ে গেছে।







* উত্তর দিয়েছেন, মাওলানা আবুল কালাম আযাদ, সম্পাদক, মাসিক জিজ্ঞাসা



** এই বিভাগে আপনিও প্রশ্ন পাঠাতে পারেন / প্রশ্ন পাঠাবার ঠিকানা / মাসিক জিজ্ঞাসা, বাড়ী নং - ৫৭, রোড নং - ৭, সেক্টর - ৪, উত্তরা মডেল টাউন, ঢাকা - ১২৩০।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৯

শিলা বলেছেন: ভালো কিছু জানছি। ফাইভ।

২| ০৬ ই অক্টোবর, ২০০৭ দুপুর ২:৫৩

বইপাগল বলেছেন: ধন্যবাদ @শিলা

৩| ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০

নতুন বলেছেন: @ বইপাগল.... ইসলামে alcohol
নিষেধ... তাহলে কেন তা বেহেস্তে থাকবে????

৪| ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:২৪

বইপাগল বলেছেন: @নতুন - কারণ তা সৃষ্টিকর্তা এক আল্লাহর মর্জি। তিনি হুকুম দিয়েছেন তাই এখানে তা নিষিদ্ধ। এর চেয়ে বড় কারণ আমার জানা নেই। ধন্যবাদ।

৫| ০৬ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৫:৪৮

দেবতা বলেছেন: শরাবের পেয়ালা কেবল দেবতার জন্য? যখন আশা ভরসা সব নিভে যায় তখন ভাগ্য টুটে যায়...

৬| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২২

পরোপকারী বলেছেন: প্রশ্ন এবং ইত্তরের জন্য অসংখ্য ধন্যবাদ।

৭| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৬:২৩

পরোপকারী বলেছেন: দুঃখিত ইত্তরের জায়গায় উত্তর হবে।

৮| ০৬ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৭

নতুন বলেছেন: বেহেস্তের সব নিয়ামত... গাধাকে মুলা দেখানো বলে মনে হয় না.... ৭০ টা হুর, শেরাবের নদী... ???

৯| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:০৪

চতুরভূজ বলেছেন: ৫
বইপাগল ভাই, আপনার ব্লগে আসি কিছু জানতে। এই ই একটা ব্লগ যেখানে জীবন ও জীবন বিধান সম্পর্কে সব না হলেও কিছু কিছু জানা যায় আবার জানা জিনিসও অন্যের দৃষ্টিকোন থেকে দেখে ঝালাই করে নেয়া যায়। অসংখ্য ধন্যবাদ।

@ নতুন.... ইসলামে alcohol
নিষেধ... তাহলে কেন তা বেহেস্তে থাকবে????
আপনার এ প্রশ্নের জবাবে বলা যায়, আ্যলকোহোল কেবল ইসলামেই নিষিদ্ধ নয় সেটা ডাক্তারী বিদ্যাতেও নিষিদ্ধ। কেননা, অতিমাত্রায় আ্যালকোহোল পান শরীরের জন্য ক্ষতিকর। আর ইসলামে নিষিদ্ধ কেবল দুনিয়ার বাসিন্দাদের জন্য, বেহেশত বাসীর জন্য নয় কেননা মানুষ আ্যলকোহল পান করে নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রন হারিয়ে ফেলে আর যখন সে নিজের উপরই নিয়ন্ত্রন রাখতে না পারে তখন তার দ্বারা ক্ষতি হতে পারে অন্যের এমনকি মদ্যপ অবস্থাতে চরম উত্তেজীত অবস্থায় মানুষ খুন করে ফেলতেও সে দ্বীধা করবেনা। পৃথিবীতে এ ধরণের বহু নজীর রয়েছে। আর এ কারণেই পৃথিবীবাসিদের জন্য হারাম করা হয়েছে আ্যলকোহল তাদের মঙ্গলের জন্যই, তথাপি ঔষধ হিসেবে সেটাকে যায়েজ করা হয়েছে মানুষের কল্যানের জন্যই। দুনিয়ার মানুষদেরকে শরাবের লোভ দেখানো হচ্ছে কারণ মানুষেরা সেটা আকাংখা করে চরমভাবে, তবে নিজেকে সংযত করে মাত্র কয়েকটি বছর শরাব ব্যাতীত কাটিয়ে দিলেই আবার সেই অতীব আকর্ষনীয়(অনেকের কাছে) শরাব পান করা যাবে নির্দ্বীধায়। সংযমেই শান্তি। আশাকরি বুঝতে পেরেছেন।

১০| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১০:১৩

চতুরভূজ বলেছেন: নতুন বলেছেন :
২০০৭-১০-০৬ ১৯:৩৭:৫৪
বেহেস্তের সব নিয়ামত... গাধাকে মুলা দেখানো বলে মনে হয় না.... ৭০ টা হুর, শেরাবের নদী... ???

@ নতুন,
আপনি যদি নিজেকে গাধার অবস্থানে দেখতে চান তবে দেখতে পারেন সেটাতে আপনাকে কেউই নিষেধ করবেনা। তবে একটা কথা (যদি আস্তিক হয়ে থাকেন), ঈশ্বর বলে যে সুপ্রীম পাওয়ার আছে তার কাছে কি আমরা গাধার চাইতেও নস্যি নই? আমাদেরকে তো বলাই হয়েছে আমরা তার স্ল্যাভ। সো, এটা মেনে নিতে দ্বীধা থাকার কথা নয়। কেননা, বুদ্ধিমত্তার স্কেলে তিনি আমাদের চাইতে কোটি কোটি ডিগ্রী উপরের স্কেলের।
আর যদি নাস্তিক হয়ে থাকেন তবে আপনার সাথে ব্যার্থ আলাপচারিতায় ক্ষমাপ্রার্থী। আপনার পথ আপনার কাছে আর আমাদের পথ আমাদের কাছে। আমি প্রীচ নই। ধন্যবাদ।

১১| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:০০

বইপাগল বলেছেন: ধন্যবাদ @দেবতা ও @পরোপকারী

আন্তরিক ধন্যবাদ @চতুরভূজ, কষ্ট করে ব্যাখ্যাগুলো দেবার জন্য। তবে আমার মনে হয় না যে লাভ হলো কিছু ... আল্লাহ ভালো জানেন

১২| ০৭ ই অক্টোবর, ২০০৭ রাত ১:১৮

ভাঙা চাঁদ বলেছেন: ব্যাখ্যা গুলো ভালো লাগলো। অনেক কিছু জানলাম।

১৩| ০৭ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৪০

বইপাগল বলেছেন: ধন্যবাদ @ভাঙা চাঁদ

১৪| ০৮ ই অক্টোবর, ২০০৭ সকাল ৯:২৪

নীল জোছোনা বলেছেন: ৫

১৫| ০৯ ই অক্টোবর, ২০০৭ রাত ১২:৫৩

বইপাগল বলেছেন: ধন্যবাদ @নীল জোছোনা

১৬| ১৬ ই অক্টোবর, ২০০৭ রাত ৩:০৭

খারেজি বলেছেন: @চতুর ভুল যুক্তি দিয়েছেন। নারীর জন্য খুন নয়, বহু যুদ্ধও হয়েছে। আপনার যুক্তিতে নারীও হারাম হয়। মদ হারাম হবার কারণ ভিন্ন।

স্ক্যান্ডেনেভিয়ায় এক বছর পারা যায়, পাঁচ বছর থাকলে বুঝতেন।

সেইটাও কারণ না। কারণ ভিন্ন। থাক...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.