![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের মাস্টার্সের ছাত্রী মরিয়ম আক্তারের হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভিসি মো. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার সহ গনিত বিভাগের শিক্ষকবৃন্দ। মানব বন্ধনে এসে মরিয়ম আক্তার এর মা মাসুদ বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি বলেন, “আমার মেয়ে দীর্ঘদিন ধরে শ্বশুড় বাড়িতে নির্যাতন হয়ে আসছিল। কিন্তু পরিবার ও তার মেয়ের কথা চিন্তা করে আমাদের কিছুই জানাই নি। বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: আনোয়ার হোসেন বলেন “ মরিয়ম মত মেধাবী ছাত্রীকে হারিয়ে আমরা শোকাহত। হত্যার সাথে জড়িত সকলকে শাস্তির আওতায় আনার জন্য আমরা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিকট আহ্বান জানাই।’ মানববন্ধন শেষে এক মৌন মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ১২ মার্চ মরিয়ম আক্তারের (২৫) ঝুলন্ত লাশ গাজীপুর জেলার কালিগঞ্জ থানার ভাটিরা গ্রামে নিজ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। উদ্ধারের পর মরিয়মের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন সনাক্ত করেন কালীগঞ্জ থানার তদন্ত পরিদর্শক। মরিয়মকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী সালাউদ্দিন সহ পরিবারের সবাই পলাতক রয়েছে। মরিয়মের পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মরিয়মের মা মাসুদা বেগম বাদী হয়ে ঐ দিন রাতে সালাউদ্দিনসহ পাঁচ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করেন।
###
©somewhere in net ltd.