![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশায় চিকিৎসক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওভাস্কুলার এন্ড থোরাসিক সার্জারীতে এমএস কোর্স সমাপ্ত করে রক্তনালীর (ভাসকুলার) রোগ নিয়ে কাজ করছি।
চিকিৎসা উপকরণ এবং প্রযুক্তির অভাবে কখনও কখনও সকল রোগের চিকিৎসা দেওয়া যায় না তবে বাংলাদেশে রক্তনালীর সকল রোগের তথ্য ও পরামর্শ পাওয়া যায়।
প্রাপ্য চিকিৎসাসমূহঃ
• দূর্ঘটনাসহ যে কোন কারণে রক্তনালী ছিঁড়ে বা কেটে গেলে তার জরুরী অপারেশন।
• রক্তনালীর ব্লক হয়ে হঠাৎ হাত-পা ঠান্ডা হওয়াজনিত রোগের (এমবোলিজম) জরুরী ভিত্তিতে চিকিৎসা।
• ব্লক বা বন্ধ হয়ে যাওয়া রক্তনালীতে রিং লাগানো বা স্টেন্টিং।
• শরীরের বিভিন্ন অংশের (হাত কিংবা পায়ের) রক্তনালীর বাইপাস অপারেশন।
• ডায়ালাইসিস এর জন্য রক্তনালীর আর্টারিও-ভেনাস ফিস্টুলা অপারেশন।
• কাটাছেঁড়া না করেই রক্তনালীর বন্ধ ফিস্টুলা (ডায়ালাইসিস এর জন্য) চালু করা।
• আঁকাবাঁকা রক্তনালী বা ভ্যারিকোস ভেইন (অপারেশন করে বা কাটাছেঁড়া না করে লেজারের মাধ্যমে) চিকিৎসা।
• রক্তনালীর টিউমার চিকিৎসা (কাটাছেঁড়া না করে ইনজেকশনের মাধ্যমে বা অপারেশন করে)।
• গ্যাংরিন বা পচন রোগের জরুরী চিকিৎসা।
• স্থানীয়ভাবে স্ফীত রক্তনালী বা এ্যানিউরিজম এর চিকিৎসা।
• মাংশের গভীরের শিরা ব্লক হওয়া বা ডিপ ভেইন থ্রোম্বোসিস এর চিকিৎসা।
• শরীরের বিভিন্ন অংশের (হাত -পা কিংবা ঘাড়ের) রক্তনালীর এ্যানজিওগ্রাম।
• রক্তনালীর কম্পিউটার পরীক্ষা (ডপলার পরীক্ষা)।
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:১০
ziabsmmu বলেছেন: Please check previous write up. Contact given.
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৫২
শারলিন বলেছেন: কোথায় এই চিকিৎসা পেতে পারি বিস্তারিত জানালে ভাল হত। ডাক্তার এর নাম, কোথায় বসেন ইত্যাদি