নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিয়া হকের প্রধান পরিচয় তিনি একজন কবি। একাডেমিক রেকর্ড অনুযায়ী ১৯৯১ সালের ১৫ ডিসেম্বরে তাঁর জন্ম মাদারীপুরের শিবচর থানার মিরজারচর গ্রামে।

জিয়া হক

জিয়া হক এমএ ঢাকা বিশ্ববিদ্যালয় লেখালেখি শুরু ২০০৫ থেকে পেশা: সাংবাদিকতা

জিয়া হক › বিস্তারিত পোস্টঃ

“৫০০ টাকা হলে তোমাদের চেয়ে অনেক অ্যারিস্টক্র্যাট মেয়ে পাওয়া যায়”

৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৫

রাবি প্রতিনিধি

বার্তা২৪ ডটনেট



রাবি, ৩১ আগস্ট: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সম্পর্কে অশালীন ও কু-রুচিপূর্ণ মন্তব্য করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শনিবার একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।



বর্তমান প্রশাসনের সময়ে নিয়োগ পাওয়া মো. শাওন উদ্দিন নামে ওই আওয়ামীপন্থী শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ক্লাসে ছাত্রীদের পতীতার সঙ্গে তুলনা করে বলেন, “৫০০ টাকা হলে তোমাদের চেয়ে অনেক অ্যারিস্টক্র্যাট মেয়ে পাওয়া যায়।”



এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের ক্লাস করতে অস্বস্তিবোধ প্রকাশ করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ৫৮জন শিক্ষার্থীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদকে দেয়া হয়েছে।



লিখিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, বেশ কিছুদিন থেকে চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ৪০৫ নম্বর কোর্সের কোর্স শিক্ষক মো. শাওন উদ্দিন অজ্ঞাত কারণে শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ করে ছাত্রীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে আসছেন। গত ২ আগস্ট ক্লাশ চলার এক পর্যায়ে ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর, অশালীন ও কু-রুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।



বিভাগের চতুর্থ সেমিন্টারের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, “ক্লাস নেয়ার এক পর্যায়ে শিক্ষক ক্লাশের ছাত্রীদের বাজারের পতিতার সঙ্গে তুলনা করে বলেন, “৫০০ টাকা হলে তোমাদের চেয়ে অনেক অ্যারিস্টক্র্যাট মেয়ে পাওয়া যায়।”



শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষক যখন পতীতালয়ের রেট সম্পর্কে এত বেশি অবগত তার মতো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক।”



অভিযুক্ত শিক্ষক প্রভাবশালী হওয়ায় বিষয়টি ভিন্নখাতে নেয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলেও জানান শিক্ষার্থীরা।



শিক্ষার্থীরা তাদের লিখিত অভিযোগে আরো উল্লেখ করেন, “এর আগে ওই কোর্স শিক্ষক দু’টি কোর্স পড়িয়েছেন এবং ক্লাশে অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করেছেন। আমরা মনে করি শিক্ষকের এ বক্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সমাজকে তথা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে। তার করতে আমরা অস্বস্তি বোধ করছি।”



তারা এ পরিস্থিতিতে বিভাগীয় সভাপতির কাছে ন্যায় বিচারের আবেদন করে শাস্তি দাবি করেন।



বিশ্ববিদ্যালয় শাখা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা ড. তানজিমা ইয়াসমিন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের লিখিত অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, “আমাদের মিটিং- এ আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”



এ ব্যাপারে বিভাগীয় সভাপতি প্রফেসর মো. সাইফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি এবং তিনজন শিক্ষকের পক্ষ থেকে আরেকটি অভিযোগ পাওয়া গেছে। শনিবার একাডেমিক কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”



অভিযুক্ত শিক্ষক মো. শাওন উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্লাসে শিক্ষার্থীদের বকাঝকা করার বিষয়টি স্বীকার করে বলেন, “ছাত্রীরা আমাদের সম্পর্কে বাজে মন্তব্য করেছিল তার পরিপ্রেক্ষিতেই ক্লাসে তাদেরকে বকাঝকা করা হয়েছে। এটা শিক্ষক হিসেবে আমাদের রাইটস রয়েছে।”



তবে ছাত্রীদের সম্পর্কে কোনো অশালীন মন্তব্য করা হয়নি দাবি করে তিনি বলেন, “আমরাও তিনজন শিক্ষক বিভাগীয় সভাপতির কাছে লিখিত আরেকটি অভিযোগ দিয়েছি। শনিবার বিভাগের একাডেমিক কমিটির সভায় এ বিষয়ে আলোচনা হবে।”



বার্তা২৪ ডটনেট/জিহ

মন্তব্য ২৯ টি রেটিং +২/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৮

বিপ্লব কান্তি বলেছেন: সবাই সবার পক্ষেই বলবে এটাই তো রীতিনীতি তাই না ?

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:০০

জিয়া হক বলেছেন: হ্যাঁ এমন হবে। স্বাভাবিক।

২| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই মাল বিশ্ববিদ্যালয়ে কি করে?
ভুল করে পতিতালয় থেকে উঠে আসছে আর কি।

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:০০

জিয়া হক বলেছেন: হা হা হা। অনেক ধন্যবাদ

৩| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:১২

টিকেটার বলেছেন: ওয় কি ক্লাশরুমে *গী খুজে নি?

৩১ শে আগস্ট, ২০১২ রাত ১১:০১

জিয়া হক বলেছেন: হুম। ধন্যবাদ জানবেন

৪| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:১২

আঁতেল বলেছেন: ছাত্র অবস্থায় হয়তো তার পতিতালয়ের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় ছিল বিধায় তার রেট সম্পর্কে অবগত আছেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

জিয়া হক বলেছেন: তাই, নইলে ................। ধন্যবাদ

৫| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:২৯

শার্লক বলেছেন: কই গেলো সব সোনার ছেলেরা রাস্তায় নেমে গাড়ি ভাংচুর করে না কেন? এত বড় কথা বললো গায়ে লাগে না এখন অন্তর পোড়ে না সহপাঠীদের জন্য??

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

জিয়া হক বলেছেন: চল্ রাস্তায় যাই গাড়ি ভাঙ্গুম................

৬| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৭

শামীম আরা সনি বলেছেন: ছিঃ ছিঃ
!!
এসব অমানুষ শিক্ষক জাতির কলঙ্ক

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৪৯

জিয়া হক বলেছেন: সহমত। অনেক ধন্যবাদ

৭| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০০

ডা.ব্লগার বলেছেন: i want 2 say something different. why he simply did this????????? i know many girls in university level are call girl. if i know my student who is a call girl sitting just in front of me in my class i never take the class and i ll walk out felling shame!!!!!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

জিয়া হক বলেছেন: শিওর শিওর। কথা সত্য। ধন্যবাদ

৮| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৪

ৈসকত ইসলাম বলেছেন: ঐ শালার জন্ম হয়েছে কোন এক পতিতালয় ,,,

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

জিয়া হক বলেছেন: জানা নাই। তবে হতে পারে। এই যদি হয় শিক্ষক!!!!!!!!!!!!!!!

৯| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:০৭

রুমি হাসান বলেছেন: এরাই নাকি teacher.থু তোদের মুখে

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

জিয়া হক বলেছেন: থু থু ছিটাই।

১০| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:১৫

শিপু ভাই বলেছেন:
হালার্পোরে জুতাইয়া বাইর করনের কাম!!!

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

জিয়া হক বলেছেন: হা হা হা। জুতানো উচিত

১১| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৪

শামীম আরা সনি বলেছেন: ডা.ব্লগার বলেছেন: i want 2 say something different. why he simply did this????????? i know many girls in university level are call girl. if i know my student who is a call girl sitting just in front of me in my class i never take the class and i ll walk out felling shame!!!!!!
আপনি কি খোদ সেই শিক্ষক নাকি?
আপনি কি করে জানেন যে ইউনিভার্সিটির বিভিন্ন মেয়ে কলগার্ল?
নোংরামী করতে একটু হলেও লজ্জ্বা রাখবেন

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫২

জিয়া হক বলেছেন: হা হা হা। কি করার?

১২| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ৯:৪৮

বাঁধলেই বাঁধন বলেছেন: " মো. শাওন উদ্দিন " অদ্ভুত নামের অদ্ভুত শিক্ষক !

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

জিয়া হক বলেছেন: অদ্ভূত কাজ.................

১৩| ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১০:১১

নিষ্‌কর্মা বলেছেন:

একজন ছাত্রী বলেছেনঃ “একজন শিক্ষক যখন পতিতালয়ের রেট সম্পর্কে এত বেশি অবগত তার মতো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক।”

মা-রে, তোরা তো বুঝিছ না, এমন দক্ষ শিক্ষক পাওয়া, তার উপরে আজকালকার এই বাজারে, খুবই দুস্কর! পাওয়া যে গেছে, সেই জন্য আল্লাহর কাছে প্রতি নিয়ত শোকর-গুজার কর।

বাল আমলে আবাল টিচার দিয়া কাম চালাইয়া নাও, ইনশাল্লাহ জাতীয়তাবাদী আমলে জামাতি হুজুর পাইবা! ;) ;) ;) ;)

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩

জিয়া হক বলেছেন: হা হা হা। মাথা নষ্ট। কামে লাইগা যাও। ধন্যবাদ

১৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৭

বাউন্ডুলে রুবেল বলেছেন: ডক্টর ব্লগার। তুই কেডারে?

ফাউল পোলাপাইন নিজেরে ইউনির টিচার দাবী করতে আসছে। ফালতু কোথাকার।

১৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১০

বাকপটু বলেছেন: ছিঃ

১৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

ডা.ব্লগার বলেছেন: শামীম আরা সনি বলেছে
আপনি কি খোদ সেই শিক্ষক নাকি?
আপনি কি করে জানেন যে ইউনিভার্সিটির বিভিন্ন মেয়ে কলগার্ল?
নোংরামী করতে একটু হলেও লজ্জ্বা রাখবেন

its a common knowledge 2 all adult. all students of university level know it.
apner vasa tik koren. apni ki oi sob call girll der modde noi to? jara saradin nogrami koray asay bolay. ji ji tomra koto nogra

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.