নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জিয়া হকের প্রধান পরিচয় তিনি একজন কবি। একাডেমিক রেকর্ড অনুযায়ী ১৯৯১ সালের ১৫ ডিসেম্বরে তাঁর জন্ম মাদারীপুরের শিবচর থানার মিরজারচর গ্রামে।

জিয়া হক

জিয়া হক এমএ ঢাকা বিশ্ববিদ্যালয় লেখালেখি শুরু ২০০৫ থেকে পেশা: সাংবাদিকতা

জিয়া হক › বিস্তারিত পোস্টঃ

আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়েছেন প্রাচী

০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়েছেন প্রাচী



পিটিবি নিউজ, ঢাকা : স্বামী আসিফ নজরুলের দোষেই তাঁকে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী। রাজনৈতিক মতাদর্শগত দ্বন্ধের সঙ্গে যুক্ত হয়েছে অন্য নারীর প্রতি আসিফের আসক্তি।



অনেক চেষ্টা করেও স্বামীকে নিজ আদর্শের বলয়ে আনতে পারেননি প্রাচী। শেষ পর্যন্ত বিচ্ছেদের মধ্য দিয়েই দাম্পত্য জীবনের সমাপ্তি টানলেন জাতীয় পর্যায়ে অতি পরিচিত এ দুটি মুখ। সাবেক এই দম্পতির একাধিক ঘনিষ্ঠ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।



প্রথম স্বামী নাট্যাভিনেতা ও পুলিশ কর্মকর্তা সার্জেন্ট আহাদ পারভেজ ছিনতাইকারীদের হাতে নিহত হওয়ার কয়েক বছর পর ২০০১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় নাট্যাভিনেত্রী রোকেয়া প্রাচী। বেশ সুখেই যাচ্ছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু আসিফ নজরুলের সঙ্গে আর সংসার করছেন না প্রাচী।



গত সেপ্টেম্বর থেকে তারা দুজন আলাদা থাকছেন। আসিফ নজরুলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসা ছেড়ে প্রাচী আগস্ট মাসে তার মায়ের বাসায় থাকা শুরু করেন। এর পর তিনি ইস্কাটন এলাকায় নতুন বাসা ভাড়া নেন। বর্তামানে প্রাচী তার সন্তানদের নিয়ে ইস্কাটনেই বসবাস করছেন। ইতিমধ্যে তাদের মধ্যে ডিভোর্স (বিচ্ছেদ) হয়ে গেছে বলে জানা গেছে। আলাদা থাকার কথা স্বীকার করেছেন প্রাচী।



একাধিক সূত্রে জানা গেছে, সার্জেন্ট আহাদের ঔরসজাত একটি সন্তানসহ রোকেয়া প্রাচীকে বিয়ে করার আগে আরো তিনটি বিয়ে করেন আসিফ নজরুল। তাঁদের মধ্যে একজন ছিলেন প্রয়াত জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা। প্রাচী ও আসিফের মধ্যে দীর্ঘ আলোচনা সাপেক্ষে বিয়ে হলেও দু-এক বছর না যেতেই অন্য নারীর প্রতি আসিফ নজরুলের আসক্তির বিষয়টি প্রাচীর নজরে আসে। স্বামীকে এপথ থেকে ফেরানোর আপ্রাণ চেষ্টাও করেন তিনি। ইতিমধ্যে আসিফের ঔরসে প্রাচীর গর্ভে সন্তানও হয়েছে। প্রাচী ভেবেছিলেন, সন্তানের মুখের দিকে তাকিয়ে আসিফ নিজেই নিজেকে বদলাবেন। কিন্তু তা হয়নি।



এছাড়া একজন নিষ্ঠাবান সংস্কৃতি কর্মী ও মুক্ত মনের মানুষ হিসেবে প্রাচী সব সময়ই অসাম্প্রদায়িক। মৌলবাদের বিরুদ্ধে যেমন তিনি সোচ্চার, তেমনি মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায়ও দীর্ঘদিন থেকে তিনি রাজপথের বিভিন্ন কর্মসূচিতে সামিল হয়ে আসছেন। এর বিপরীতে স্বামী আসিফ নজরুল বিএনপি-জামাত তথা মৌলবাদী ঘরানার লোক হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আসিফ বিভিন্ন অনুষ্ঠানে ও টেলিভিশনের টক শো’তে নেতিবাচক বক্তব্য রেখে ইদানিং বেশ বিতর্কিত হয়েছেন। এখন তিনি (আসিফ) যতোটা না বিএনপির, তার চেয়ে বেশি জামাতের ভক্ত। আর রোকেয়া প্রাচী যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার।



সূত্রগুলো আরো জানায়, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও আসিফ নজরুলের সঙ্গে একাধিক মহিলার বিবাহবহির্ভুত সম্পর্ক রয়েছে। স্বামীর এতোসব অপকর্ম কিছুতেই মেনে নিতে পারছিলেন না মুক্তবুদ্ধি চর্চ্চার রোকেয়া প্রাচী। তাই ক্ষোভে-দু:খে-অভিমানে শেষ পর্যন্ত স্বামীকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন তিনি।



তারিখ : ০১-০১-২০১২ ইং।

মন্তব্য ৫১ টি রেটিং +১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮

টাইম পাস বলেছেন: মনে হয় কিছুটা বানোয়াট। পোষ্ট উদ্দিশ্য প্রনোদিত

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

জিয়া হক বলেছেন: হুমমমমমমমম......

২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১

সঞ্জয় নিপু বলেছেন: একদম ভালো কাজ করছে প্রাচী ।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯

জিয়া হক বলেছেন: হয় তো!

৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

মেংগো পিপোল বলেছেন: এখন আমাদের করনীয় কি?

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

জিয়া হক বলেছেন: কিচ্ছু করার নাই...

৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

হোসেন আরিফ বলেছেন: লিংক ????

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩১

জিয়া হক বলেছেন: লিঙ্ক দিতে পারি না...। তবে একটা অনলাইনে পেলাম

৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

মনে নাই বলেছেন: শিলার সাথে বিয়েটা গুজব, আগেও অনেকে এই বিষয়ে কথা বলেছে, কিন্তু পরে প্রমান করতে না পেরে লেজ গুটিয়ে পালিয়েছে।

৫ টা বিশ্বাসযোগ্য কথার সাথে ১টা মিথ্যা কথা ঢুকিয়ে দিলে অনেকে ভাবেন সেটাও বিশ্বাসযোগ্য হয়ে যায়, আসলে তা হয়না, বাকী ৫টাও অবিশ্বাসযোগ্যের খাতায় চলে যায়।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

জিয়া হক বলেছেন: মনে নাই, সাধুবাদ। জানতাম না

৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

সিডির দোকান বলেছেন: আপনার শুভবুদ্ধির উদয় হোক।
এ নিউজটি যেভাবে করা হয়েছে সেটা সাংবাদিকতার কোন ইথিকসের ধার ধারেনি।
ফাজলামোর একটা সীমা থাকা দরকার। আজকাল কিছু অনলাইন সাইট ব্যাঙের ছাতার মতো গজিয়েছে আর রসময় টাইপ নিউজ দিয়ে হিট কামাইতে চায়। যত্তসব আজাইরা। X(( X(( X((

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

জিয়া হক বলেছেন: সিডির দোকান, ব্রাদার নিউজটা আমার করা না। অন্য একটা পত্রিকায় পেলাম। জাস্ট শেয়ার....

৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

মো: আবু আসলাম বলেছেন: ভুয়া

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

জিয়া হক বলেছেন: হুম

৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

সুমন বলেছেন: ইহা একটি আবালীয় পোষ্ট!!

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০

জিয়া হক বলেছেন: মাম্মা জোস কইছো!!

৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

Nurul Afser Ratan বলেছেন: এখন আমােদর করনীয় কি?

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

জিয়া হক বলেছেন: কিচ্ছু করার নাই..

১০| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

Nurul Afser Ratan বলেছেন: এখন আমােদর করনীয় কি?

১১| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

বড় ভাইয়া বলেছেন: এখন আমাদের করনীয় হচ্ছে ১০ সদ্যসের একটি তদন্তটিম গঠন করা, যার রিপোর্ট কিয়ামতে আগে প্রকাশ করা হবে।

আমার এই প্রস্তাবে যারা রাজি আছেন তারা হাত তুলেন।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

জিয়া হক বলেছেন: বড় ভাই.......................

১২| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

বেতান বলেছেন: গাঁজাখুরি

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

জিয়া হক বলেছেন: জানি না

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

রিওমারে বলেছেন: একাধিক পন্ডিত একই ছাদের নীচে থাকিতে পারে না তাহা আবার ও প্রমানিত হইল।।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

জিয়া হক বলেছেন: কথা সত্য

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

লিউনেল মেসি বলেছেন: তেনাগোও ফোন আলাপের রেকর্ড শুনাইয়া দেন।

এরা ছাড়া বাংলাদেশে আর মানুষ নাই নাকি?

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

জিয়া হক বলেছেন: জি জি..........

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

মৃত মানব বলেছেন: এই ধরনের বাল জাতীয় পোষ্টদিয়ে লেখক তার জাত চেনালো ।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

জিয়া হক বলেছেন: মাম্মা, ভেজে নাই তো?

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৩

সৈয়দ ছায়েদ অাহমদ বলেছেন: আপা যে এত ভালো মানুষ কেমনে বিশ্বাস করি। ঘটনা সত্যি অবিশ্বাস এবং নিন্দনীয়। তবে উপরের বড় ভাইয়ার সাথে সহমত।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

জিয়া হক বলেছেন: সাধুবাদ

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

লক্ষ্যহীন বলেছেন: এখন আমাদের করনীয় কি?

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

জিয়া হক বলেছেন: বলছি................

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

পাপাই বলেছেন: মেংগো পিপোল, লক্ষ্যহীন, Nurul Afser Ratan বলেছেন: এখন আমাদের করনীয় কি?

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

জিয়া হক বলেছেন: লেখক বলেছেন: বলছি................

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

নষ্ট ছেলে বলেছেন: আপনি কি এমন চেটের বাল যে প্রোফাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লগো লাইগাছেন X(

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

জিয়া হক বলেছেন: হা হা............। পড়ি যে ঢাবিতে। তবে আপনার ছবিটা কিন্তু সুন্দর

২০| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: একমত.....মনে হয় কিছুটা বানোয়াট। পোষ্ট উদ্দিশ্য প্রনোদিত।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

জিয়া হক বলেছেন: হয় তো

২১| ০২ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

িশশু দর্পন বলেছেন: ভূয়া তথ্য পরিবেশন করা হয়েছে ।
(১) আসিফের চরিত্র অনেক ভাল । কোন ধরনের পরকীয়াতে জড়িত নন । কোন মেয়ের সাথে তার কোন সম্পর্ক নেই ।
২)। আসলে প্রাচীই এডজাস্ট করতে পারছিলেন না , কারন, আসিফের সার্কেল ছিল বড়সড় । আসিফ ব্যস্ত মানুষ, বিভিন্ন সভা,সেমিনার, দেশ ছেড়ে বিদেশেও তার পরিচিতি ছিল, যার কারনে আসিফকে ব্যস্ত থাকতে হত । বরং প্রাচী আসিফের বিভিন্ন প্রোগ্রামে যেতেন না কারন প্রাচীকে মানাত না বা প্রাচী নিজেকে আসিফের বন্ধু মহলের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখতেন ।
(৩)। কোন সময়ই শিলার সাথে বিয়ে হয়নি । এটা একটা ভূয়া তথ্য ।
(৪) আমি প্রাচীর চরিত্র সম্পর্কে কিছু জানি না বা জানলে ও বলবো না ।
(৫) । এটা একটি বাল পোস্ট ।

০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

জিয়া হক বলেছেন: এটা একটি বাল পোস্ট। মানে কি? সভ্য হোন............।

২২| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮

পোকেমোন০০৭ বলেছেন: মিথ্যা অপবাদ দেয়া হলো গীবত। আর গীবত করা মহা পাপ।

২৩| ০২ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২

জিয়া হক বলেছেন: (আমার পাশের বন্ধু বললেন, আলেম ওলামা গেছে চেইত্তা..........।) ভাই আপনার কথা অবশ্য সত্য। সাধুবাদ রইলো

২৪| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

জাতির বিবেক বলেছেন: টাইম পাস বলেছেন: মনে হয় কিছুটা বানোয়াট। পোষ্ট উদ্দিশ্য প্রনোদিত

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

জিয়া হক বলেছেন: হইত্ পারে!

২৫| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

আঁধার রাত বলেছেন: এটা একটা বাল পোষ্ট। বিয়ে জিনিসটা একটা কারাগার নয় এটা একটা চুক্তি, যে কেউ সে চুক্তি থেকে যৌক্তিক কারনে বের হয়ে আসতে পারে।

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

জিয়া হক বলেছেন: কথা সত্য। তবে বাল পোস্ট কিনা জানি না।

২৬| ০২ রা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

আল ইফরান বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পইড়া এই অবস্থা। =p~ =p~ =p~
সময় থাকলে এনেক্স এ আইসেন, আপনার লেখাসহ আসিফ স্যারের সাথে কথা বলায় দিমু নে।
যথারীতি বাল্পুস্টে গদাম সহকারে মাইনাস X( X( X(

০৩ রা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

জিয়া হক বলেছেন: আসিফ স্যারের সাথে পরিচয় ২০০৬ থেকে। ওইদিন বহুত আগেই পার করছি। হাসালেন বটে।

২৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

আল ইফরান বলেছেন: লেখককে বলছি, আসিফ স্যারের সাথে যদি আপনার পরিচয় সেই ২০০৬ থেকে হয়ে থাকে, তাহলে একজন পরিচিত মানুষের চরিত্র-হনন করতে আপনার একবারও বিবেকে বাধলো না ??????? X( X( X(
আর আপনার কথায় মনে হয় না যে আপনি আইন বিভাগে কোনদিন পা দিয়েছেন :-& :-& :-&

১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

জিয়া হক বলেছেন: তার সাথে পরিচয় থাকার জন্য আইন বিভাগে পা দিতে হবে কেন? আর আইন বিভাগে পা দিয়ে মনে হয় দেশ জয় করে ফেলেছেন। আমরা তার সাথে আইন বিভাগে পা না দিয়েই পরিচিত। আবারো হাসালেন বটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.