নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোতা পাখি

তোতা পাখি › বিস্তারিত পোস্টঃ

মাগো দেখিনি আমি তোমার স্বাধীনতার শ্রম, দেখেছি শুধু তোমার শ্রমের ফসল।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩১

=p~ =p~ এখন সেই ডিসেম্বর মাস ! ও হ্যা তাইতো। =p~ =p~ =p~ =p~

সকলকে এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।।।।।।



এখন হলো সেই মাস, যে মাসে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, ৯ মাস জীবন মরণ যুদ্ধকরে, মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে আমরা অর্জন করেছি মহান এই বিজয়।

এ ‍বিজয় হলো সেই বিজয় যা আমরা অর্জন করেছি, আমাদের শত শত জ্ঞানপিপাসু, বুদ্ধিমক্তা এবং পূর্ববাংলার সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান বিজয়।



আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু দিতে হয়নি কোন শ্রম, দিতে হয়নি কোন রক্ত। তারপরেও ভোগ করছি আমরা সেই স্বাধীনতার বিজয়। বিনিময়ে আমরা প্রতি বছর ডিসেম্বর মাস যখন আসে তখন আমরা ডাকঢোল পিটিয়ে আনন্দ ফুর্তি করি। আমাদের আর কিছুই করা হয় না। হ্যা আমরা কি-ই বা করবো। এর মানে আমরা ভৃলে গেছি আমাদের স্বাধীনতার অর্জন, ভুলে গেছি আমাদের অমরত্ন পাওয়ার কথা। তাই আমরা প্রতিটি ডিসেম্বরে আমরা বিজয় নামে আনন্দফুর্তি করি। এই ডিসেম্বর মাসে বিজয়ের আনন্দের সাথে সাথে আমরা স্বরণ করি সেই সমস্থ সহীদদের, যাদের মাধ্যমে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি।

তাছারা আমাদের স্বাধীনতা কে আমরা সঠিকভাবে ব্যবহার করতে শিখিনি। কিছু কিছু স্বার্থান্বেশী মহল এবং কিছু অন্ধ প্রতিভার ভাবনিয়ে এই মহান বিজয়কে ভাগবাটোয়ারা করে নিচ্ছে। এই ভাগবাটোয়ারা করার অধিকার কি এই মুষ্টিকয়েক স্বার্থান্বেশী মহল এবং তাদের সুবিধাভোগীদের?

এরা ভাগ বাটোয়ারা করতে গিয়ে স্বাধীনতাটাকে টেনে হিচড়ে কলুশিত করে তুলছে। জানিনা আগামী বছর গুলোতে এই স্বাধীনতাটা কতটুকু কলুশিত হবে।

আসুন আমরা এই মহান বিজয়ের মাসে স্বাধীনতার রুপকারদের জন্য দু হাত তুলে নূন্যতম দু একটি বার দোয়া করি। আল্লাহ তায়ালা রাব্বুল আলআমীন যেনো তাহাদের জান্নাত দান করেন।:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((:((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.