নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.. তবুও আমি আঁধার পথিক, আঁধারের অতিথি হয়েছি আজ বিনা নোটিশে। ঘুম নেই চোখে, ক্লান্তি নেই চরণে... জানি না চলছি কোন্ মেঠো পথ ধরে! *facebook.com/shimulzia *facebook.com/ziaulshimul *ziaulshimul.blogspot.com

জিয়াউল শিমুল

মনের বাগিচা পায়ে দলে হালের অবার্চীন, মুখোশের অন্তরালে তারা মরুয়তে দীন

জিয়াউল শিমুল › বিস্তারিত পোস্টঃ

বাসরিয়া বউ

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৭

কত ফুল যে খুলিছে দুয়ার,
রুপের ডালা মেলেছে প্রিয়ার।
আকাশের গায়ে আতশের খেলা,
জমেছে গীতালির মেলা।

আনন্দ উল্লাসের জোয়ার
পড়ে গেল পাড়ায় পাড়ায়,
বাসর সোহাগের আলিঙ্গনে
ওগো হৃদয় জুড়ে যায়।।

প্রণয়ের পরশে হৃদয় গাঁথি,
বাসরে অপেক্ষায় চন্দ্রমুখী।
বাসর ঘরের ফুলেল ঘ্রাণ,
জুড়ায় যেন চঞ্চল প্রাণ।

আপনারে বশে রাখার আজ
আছে কি গো দায়?
মনের কুঠির বুঝি বধু তাই
লজ্জা শরমে ভরায়।।

মেহেদী রাঙ্গা হস্তদ্বয়,
সুশোভিত হয় শত শোভায়।
আপনার করে বধুর হাত,
নিয়ে নিলাম আমার সাথ্।

কোমল পরশ হৃদয়ে বাজে
স্বতঃস্ফুর্তে বাজি,
আবেগের ঢেউয়ে পাথর যেন
বারে বারে যায় ফাটি।।

রক্ত জবার ঐ অধরদ্বয়,
সরল কমনীয়তায় মোহময়।
ঠোঁট প্রান্তের লাজুক আভা,
আহ্বান যে করছে সদা।

আহ্বানের শির শির মৃদু
বাতাসের তোড়ে,
মনের ব্যাকুলতা নিজেকে
উজানে টানে।।

আলতা রাঙ্গা দুটি চরণ,
সেজে গুজে নিরাবরণ।
ঢুকেছে আপনার আপন ঘরে,
ফুলশয্যার ফুল অঙ্গ খুলে।

অভিবাদন জানায় দেখো
লাজুক বধুর চরণ তলে,
বধুর প্রবেশে আজ ছড়ায় মৌ
সুসার বাসর ঘরে।।

টিকলি তার বিভাজিত কুন্তলে,
আপন আভা বিছিয়ে দিয়ে।
বসে আছে নিশ্চুপ,
বাসর শয্যায় দিয়েছে রুপ।

সৃষ্টিকর্তার সৃষ্টি বধু
নিজের মত,
সহস্র সৌন্দর্য জানায় প্রণাম
আছে যত শত।।

সরল নাসিকা নোলক,
হয়েছে হৃদয় ভোলক।
পরশে এসে তার,
রূপের জ্যোতি পেয়েছে ধার।

প্রণয় মালঞ্চে পদার্পণ করে
ধন্য সবাই,
ব্যাকুল চিত্ত, হৃদয় ব্যস্ত
সংকোচের নেই বালাই।।

ঝাড়ের কর্ণ ঝুমকা,
ভরায়ে মধুরতা।
হলুদ বরণ কানে চড়ে,
রয়েছে নির্ঘুম ঝুলে।

দুবোন সাজিয়েছে আপন করে
বধুর দুকান।
দুচোখে দিয়েছে বধু কোন্
ভাগ্যবতী কাজলের টান??

নত মুখে বসে ঠায়,
কি যে চায় সে চোখের তারায়!
কাঁচ চুরির বাজনা বাজে,
সোহাগের তোড়ে উঠলে নড়ে।

বিমোহিত চারটি চক্ষুর
হয় যে মিলন,
দুই মনের যুক্ত মালা হলো গো
গাঁথা সখন।।

দেহের ভাঁজ নিঁখুত শেউ,
খরস্রোতা অঙ্গে ঢেউ।
কোমল দেহের উষ্ণ ছোঁয়া,
হৃদয়ে দেয় পাগল হানা।

হৃদয়ের সংযত মন
রূপায়িত হয় বালির বাঁধ,
ভেঙ্গে যায় স্রোতের টানে
বধুকে নিয়ে সে হয় মাত্।।

অপরূপ সৌন্দর্য ছটায়,
বাসরিয়া আলোকিত হয়।
পূর্ণিমা নিশির মধুচন্দ্রিকা,
বাসর শয্যায় দিলো ধরা।

খোদারে জানাই ধন্যবাদ
বানিয়েছেন বাসরিয়া বধুরে,
পূর্ণ হলো তাই হৃদয়ের বৃত্ত
বধুর হাতের ছোঁয়াতে।।
---------------------------------
০৪.০৫.২০০৩
হোটেল গোল্ডেন টাওয়ার
জাহাজ কোম্পানী মোড়
রংপুর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.