![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের বাগিচা পায়ে দলে হালের অবার্চীন, মুখোশের অন্তরালে তারা মরুয়তে দীন
ভুমিকা
প্রচন্ড ক্ষমতাশালি বোরহান উদ্দিনের প্রান প্রিয় একমাত্র নাতনি চন্দ্র। যে বংশের প্রান প্রদিপ, পূর্নিমার জ্যোৎস্নার মতোই যার অপুর্ব চেহারা। বংশের অলিখিত নিয়ম মেনে এক দিন বাল্যকালে ফুফাতো ভাই রুদ্রের সাথে বিয়ে দেয়া হয় ওর। আর রুদ্র? অল্প বয়সেই যার বুদ্ধি, সাহস, শক্তি আশ্চার্যজনকভাবে ছাড়িয়ে যায় বংশের সবাইকে। প্রকৃতি প্রদত্ত ওর প্রখর ষষ্ঠ ইন্দ্রিয় সব সময় এতোটাই টানটান হয়ে থাকে, যা অদ্ভুদভাবে পিছনে চোখের মতো কাজ করে। পঞ্চম শ্রেনিতে পড়ার সময় চন্দ্রকে কিডন্যাপ করা হয়, বৈশাখের শেষ মেলায়। দিশেহারা হয়ে পড়েন বোরহান উদ্দিন, দিশেহারা হয়ে পড়ে সরকার। কিডন্যাপারকে ধরার কোন সুত্রই খুজে পান না কেউ। তবে এটুকু বুঝে যায় সবাই, চন্দ্রের কিডন্যাপকারি পৃথিবির শ্রেষ্ঠ পরিকল্পনাকারি, যে অনেক সময় নিয়ে যত্ন করে নিখুত ছক কষে চন্দ্রকে কিডন্যাপ করে। কিন্তু কে সে? কি তার উদ্দেশ্য? চন্দ্রকে উদ্ধারে দেশের সরকার, পুলিশ বিভাগ, বোরহান উদ্দিনের প্রচন্ড ক্ষমতা কিছুই কাজে আসে না। এদিকে প্রিয়তমা স্ত্রিকে উদ্ধারের জন্য জিবন বাজি রেখে দস্যু দল 'অদৃশ্য কালো বাদুরের' পিছনে ছোটা শুরু করে কিশোর রুদ্র। যে কালো বাদুরকে ধরার জন্য যুগের পর যুগ ধরে চেষ্টা করে যাচ্ছে পুলিশ বিভাগ। শুরু হয়ে যায় খুন। শুরু হয়ে যায় বুদ্ধি আর কৌশলের নির্মম খেলা। সে খেলায় হাজির হয় একের পর এক রহস্য, যার যেনো শেষ নেই। রহস্য ভারি করতে হঠাত করে উঠে আসে ৬০০ বছর আগের বাংলার মধ্যযুগের ইতিহাস! মুসলমানদের বাংলা জয়ের ইতিহাস! কাহিনিতে ঢুকে পড়েন বাংলার স্বাধিন সুলতান ও রাজারা, পির ও দরবেশেরা।
দস্যু কালো বাদুরের পিছু ধাওয়া করার মধ্য দিয়ে প্রিয়তমা স্ত্রি চন্দ্রকে উদ্ধারের অভিযান শুরু করে রুদ্র। এক সময় এ অভিযান ছড়িয়ে পড়ে দেশ থেকে দেশান্তরে, পুরো বিশ্বে। অনেক সময় অনিশ্চিত দোলায় দুলতে থাকে উদ্ধার অভিযান। এগিয়ে যাওয়ার পথ হঠাত করেই বারবার বন্ধ হয়ে যায়। আবার শুরুও হয় এক সময়। চন্দ্রকে উদ্ধারের এই দুর্দান্ত অভিযানকে লেখায় রুপ দেয়ার অভিপ্রায়েই এই উপন্যাসের সৃষ্টি। ভালোবাসা, রহস্য, হত্যা, গুম, কৌশল, ইতিহাস এবং এ্যাডভেঞ্জারে পরিপুর্ন ভিন্ন স্বাদের একটি উপন্যাস- চন্দ্র।
ফেসবুকে চন্দ্র উপন্যাসের পেজ
পর্ব সমুহের সুচিপত্র
পর্ব - ০১ ...পর্ব - ০২ ...পর্ব - ০৩ ...পর্ব - ০৪ ...পর্ব - ০৫ ...পর্ব - ০৬ ...পর্ব - ০৭ ...পর্ব - ০৮ ...পর্ব - ০৯ ...পর্ব - ১০ ...পর্ব - ১১ ...পর্ব - ১২ ...পর্ব - ১৩ ...পর্ব - ১৪ ...পর্ব - ১৫ ...পর্ব - ১৬ ...পর্ব - ১৭ ...পর্ব - ১৮ ...পর্ব - ১৯ ...পর্ব - ২০ ...পর্ব - ২১ ...পর্ব - ২২ ...পর্ব - ২৩ ...পর্ব - ২৪ ...পর্ব - ২৫ ...পর্ব - ২৬ ...পর্ব - ২৭ ...পর্ব - ২৮ ...পর্ব - ২৯ ...পর্ব - ৩০ ...পর্ব - ৩১ ...পর্ব - ৩২ ..পর্ব - ৩৩
চলবে.....
ফেসবুকে চন্দ্র উপন্যাসের পেজ
©somewhere in net ltd.