নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসয়াত রহমান জিকো (Rashat Rahman Zico)

কিছু মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। কিছু মানুষ স্বপ্নটা সত্যি করার জন্য ঘুম থেকে জেগে উঠে। জীবন আপনার কাছে সেভাবেই ধরা দিবে আপনি যেরকম থাকবেন।

জিকসেস

লেখালেখির কোন অংশই লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা (ব্লগ লিংক ফেসবুক শেয়ার করা যাবে)। বাক্য গঠন এবং বানান ভুল পাওয়া যাবে এ জন্য দুঃখিত। সেগুলো ধরিয়ে দিতে সাহায্য করলে সেগুলাকে ঠিক করে দেই। ফেসবুক - http://www.facebook.com/rrzico

জিকসেস › বিস্তারিত পোস্টঃ

আদর্শলিপি

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:০১

(ফেব্রুয়ারী মাসে ছোটদের একটা পত্রিকায় লেখাটি দিয়েছিলাম। তারা সৌজন্যকপি দিয়ে গেছে কিন্তু পত্রিকা হারিয়ে ফেলেছি। মনে হল ব্লগে দিয়ে রাখি নাইলে ল্যাপটপ থেকেও হয়ত হারিয়ে যাবে)



বাবু পড় “অ”।

বাবুর নাম তৌসিফ। বাবুর জন্য আদর্শলিপি কেনা হয়েছে। বাবুর সামনে প্রথমবারের মত আদর্শলিপি খোলা হয়েছে। বাবু আজ অক্ষর শিখবে।

বাবু বল, স্ব রে অ।

বাবু বলল, অ।

এই তো এবার বাবু লিখ দেখি এটা। এভাবে লিখতে হয়।

বাবুকে পেন্সিল দিয়ে “অ” লিখে দেখানো হচ্ছে। যত যহজে মুখ দিয়ে অ বলা গিয়েছে দেখা যাচ্ছে এত সহজে লেখা শেখানো যাচ্ছে না। বাবুর মা তাও চেষ্টা করে যাচ্ছেন।

বাবু লিখ, অ।

কয়েকদিন পার হল। বাবু অ আ ই ঈ ... পর্যন্ত কোনরকমে শিখল। বাবুর মায়ের ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেল। এই ছেলে এত স্লো কেন? এতদিনে মাত্র এই পর্যন্ত শিখেছে।

পরেরদিন বাবুর বাড়িতে কারো আগমণ ঘটল।

আসসালামু আলাইকুম।

ওয়ালাইকুমুস সালাম।

জ্বি এটা তৌসিফের বাসা?

জ্বি। আপনাকে তো চিনতে পারছিনা।

জ্বি আমি মাণিজগঞ্জ থেকে এসেছি। পারিল বলধার গ্রাম, সিংগাইর।

আপনি কি তৌসিফের বাবার পরিচিত কেউ?

জ্বি, চাচাজান আমার পরিচিত। মানিকগঞ্জ থেকেই খবর পেয়েছিলাম তৌসিফের কথা। আজ দেখতে আসলাম আমি বেশিক্ষণ থাকব না। ১০ মিনিট সময় হবে কি?

জ্বি ভিতরে আসুন।

লোকটি ভিতরে ঢুকলেন। মেঝেতে তৌসিফের আদর্শলিপি।

তৌসিফ অক্ষর শিখছে বুঝি?

হ্যা। আদর্শলিপি দিয়ে শুরু করানো হল। কিন্তু খুব বেশিদূর আগাতে পারেনি।

মায়ের ভাষা যেভাবেই হোক শিখে ফেলবে। দাড়ান আমি দেখছি।

আগুন্তক আদর্শলিপি হাতে নিল।

তৌসিফ দেখ, এটা অ, এটা আ। ই, ঈ, উ, ঊ, ঋ ...

তৌসিফ বলল, এগুলো জানি।

আরেকবার দেখ। গভীর মমতায় দেখ। হাত দিয়ে ছুয়ে দেখ।

তৌসিফ অক্ষরগুলোয় স্পর্শ করল। আগেও করেছে, আজ কেমন কেমন জানি লাগছিল।

যখনই অক্ষর শিখবে, প্রত্যেকটি অক্ষর হাত দিয়ে ছুয়ে দেখবে। এগুলো রক্ত ও ভালবাসা দিয়ে কেনা অক্ষর।







(ফটো ক্রেডিটঃ আল ইমরান। প্রথম আলো ব্লগ থেকে নেওয়া)



বিকালে তৌসিফের বাবা বাসায় ফিরলেন। বাসায় ফিরে দেখেন তৌসিফ আদর্শলিপির অক্ষরগুলো পড়ে ফেলতে পারছে। তৌসিফের বাবা খুশি হলেন। তৌসিফের মা বললেন,

- রফিকউদ্দিন এসেছিলেন।

- কোন রফিকউদ্দিন? অফিসের?

- না না, বাড়ির রফিকউদ্দিন। মানিকগঞ্জের।

- মানিকগঞ্জের কোন রফিকউদ্দিন?



তৌসিফের বাবা মানিকগঞ্জে পরিচিত লোকদের ফোন দিলেন কোন রফিকউদ্দিন আজ বাসায় এসেছিল। মানিকগঞ্জের এক বিখ্যাত রফিকউদ্দিন আছে তাঁর তো আসার কথা না। তিনি আজ থেকে ৫২ বছর আগে প্রেসে কাজ করতেন। আদর্শলিপি প্রেসে ছাপানোর সময় বাংলা বর্ণমালার প্রত্যেকটি অক্ষর তিনি ছুয়ে দেখতেন। তারপর একদিন ভাষা রক্ষার দাবীতে বের হয়ে যান রাস্তায়। পুলিশ গুলি চালালে মাথার খুলি উপরে যায়। ঢাকা মেডিকেলে তাঁর লাশ পরে থাকে। সেই রফিকউদ্দিন বায়ান্ন বছর পর কিভাবে আসবে? অবশ্য বাংলার আনাচে কানাচে কেউ যখন আদর্শলিপি হাতে নেয় তিনি কি আর বসে থাকেন। তিনি খোঁজখবর নেন। রক্ত ও ভালবাসা দিয়ে অর্জন করা বর্ণমালার।





মন্তব্য ২৩ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:০৭

এস.কে.ফয়সাল আলম বলেছেন: সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে,
আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে।
...............
চমৎকার লিখেছেন ভাইয়া।

অনেকদিন পর দেখলাম ব্লগে ।

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

জিকসেস বলেছেন: ধন্যবাদ। এখন ব্লগে কম লিখি। এবার দুটা বই বেরিয়েছে।

২| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

তামিম(বাংলার মানুষ) বলেছেন: চোখের পানি আটকিয়ে রাখা সম্ভব হয় নাই। আমাকে কেউ কখনো এভাবে বলে নাই ছুয়ে দেখো, প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে কেনা।

আজ ছুয়েছি, কীবোর্ডে থাকা অক্ষর আজ গভীর মমতায় ছুয়ে দেখেছি। ধন্যবাদ লেখক।

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

জিকসেস বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩

শাকিল ১৭০৫ বলেছেন: চমৎকার লিখেছেন জিকো ভাই ।

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

জিকসেস বলেছেন: অনেক ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:০৯

আকিব আরিয়ান বলেছেন: এইটা জিকো ভাই প্রোডাকশন উইথ কোক ;)

৫| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২০

সানড্যান্স বলেছেন: জিকো ভাই এত সুন্দর গল্প আমরা কিভাবে হারাতে দিই? প্রিয়তে রইল!

৬| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৭

বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক সুন্দর.....

৭| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

সুমন কর বলেছেন: অনেক সুন্দর একটি লেখা, মন ছুঁয়ে গেল।

৮| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

নীল ভোমরা বলেছেন: ভাল লেখা!

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:১৮

উজবুক ইশতি বলেছেন: হৃদয় ছোঁয়া একটা লিখা
অনেক ধনবাদ
এত সুন্দর একটা লেখার জন্য

১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৫

নাজিম-উদ-দৌলা বলেছেন:
কি বোর্ডের অক্ষরগুলো পরম মমতায় ছুয়ে দিলাম!

চমৎকার একটা লেখা জিকো ভাই।

১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১৯

আমি সাদমান সাদিক বলেছেন: চমৎকার ।।

১২| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৬

সাদরিল বলেছেন: গল্পটার ভেতর একটু থ্রিলার থ্রিলার ভাবও ছিলো

১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৭

সাদরিল বলেছেন: আর অনেকদিন পর আপনার ব্লগ পড়লাম। ব্লগে ফিরে আসায় সুস্বাগতম। আপনি প্রতিবারই ফিরে আসার সময় ঝুলিতে নতুন কিছু সাজিয়ে আনেন।আজকের গল্পটাতেও অনেক কিছুই নতুন ছিলো।

১৪| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩০

হাতীর ডিম বলেছেন: চমৎকার :)

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:১৫

মামুন রশিদ বলেছেন: ছুঁয়ে গেল গল্পটা ।

১৬| ০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

বড় বিলাই বলেছেন: এমন লেখা হারিয়ে ফেললে শাস্তি পাওনা হয়ে যায়।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৩:২৪

রাসেলহাসান বলেছেন: এতো সুন্দর লেখা কিভাবে মিস করলাম? :||
অসাধারন! লিখেছেন।

১৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৮

একাকী পাখি বলেছেন: রক্ত দিয়ে কেনা এই অক্ষর ,

যখনই পড়বে তা ছুঁয়ে দেখবে ।।।। । । । ।

জিকসেস ভাই যে কাদিয়েই ছাড়বেন

১৯| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৮

অর্বাচীন পথিক বলেছেন: সত্যিয় -রক্ত দিয়ে কেনা এই অক্ষর

২০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ লেখা।মন ছুঁয়ে গেল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.