![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নায়িকা সাহারার চলচ্চিত্রে আগমন ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর। সেই দিন সাহারার প্রথম সিনেমা "রুখে দাঁড়াও" মুক্তি পায়। এরপর থেকেই বিরামহীন অভিনয় করে যাচ্ছেন তিনি। সাহারা অবশ্য তার চলচ্চিত্রের স্বল্প ক্যারিয়ারকে দুইভাগে ভাগ করতে চান। ২০০৪ থেকে ২০০৭ সাল, আর ২০০৮ থেকে ২০১২ । শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত 'রুখে দাঁড়াও' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে একজন নায়িকা হিসেবে দেশীয় চলচ্চিত্রে সাহারার অভিষেক ঘটে। সাহারাকে তখন তার পারিবারিক নাম রুনা মুছে ফেলে পরিচালকের দেয়া নামেই পরিচিত হতে হয়। সেই সময় সাহারা নাচ শিখতেন আজিজ রেজার কাছে। অনেকটা চ্যালেঞ্জ নিয়েই পরিচালক শাকিবের বিপরীতে সাহারাকে নিয়ে রুখে দাঁড়াও ছবিটি নির্মাণ করেন। ছবিটি মুক্তির পর একটি জটিলতার কারণে তা ব্যবসা সফল হতে পারেনি। ছবিটি অন্য বাণিজ্যিক নায়িকাদের কারনে অভিযুক্ত। ২০০৪ সালের ওই সময়ের সাহারা খুব পরিছন্ন ছিল পুরো ছবিটিতেই। হতাশ হওয়ার মেয়ে নয় বলেই সাহারা থেমে থাকেননি। একই পরিচালকের দ্বিতীয় ছবি ভাড়াটে খুনি ছবিতেও সাহারা অভিনয় করলেন। এই ছবিটিও নানা কারনে অভিযুক্ত এবং সাহারা নিজেও একটু খোলামেলা হয়েছেন, খুব সম্ভভত প্রথম ছবির ব্যর্থতা কারনে। কিন্তু এই ছবিও চরম ব্যর্থ। প্রথম দুইটা ছবির ব্যর্থতা তাকে পরিছন্ন নায়িকা হিসাবে এর থাকতে দেই নেই। এর পর সাহারা তার ইমেজ পরিবর্তন করে ফেলে পুরোপুরি। পরিছন্ন নায়িকা থেকে একদম কমার্শিয়াল নায়িকাতে। আরও সহজ কথায়ে বললে খোলামেলা কম বাজেট নায়িকা। এছাড়া উপাও ছিল না, টিকে থাকতে হলে ওই সময়ের সিনেমাতে একটা নতুন নায়িকাকে এই কাজ করতেই হত।২০০৫ সালে সাহারা প্রথম বড় বাজেট এর সিনেমা "বিষাক্ত চোখ" মুক্তি পায়। রুবেল, রিয়াজ ওই সময়ের দুই বড় নায়ক এর বিপরিতে ছিল সাহারা। অবিশ্বাস্য হলেও সত্য এই সিনেমার দ্বিতীয় নায়িকা হল পপি। কিন্তু সাহারা প্রধান নায়িকা। কারন পপির ছিল সাক্রিফাইসিং ক্যারেক্টার। কিন্তু সাহারা ছিল অস্বাভাবিক রকম কমার্শিয়াল। বড় বাজেটের ছবি করার সুযোগ পেতেই সাহারা এতটা খোলামেলা হতে রাজি হয়। রুবেল এর সাথে "হায় রে হায়" গানটা অস্বাভাবিক কমার্শিয়াল/হট/প্রশ্নবিদ্ধ!!! ওই গানের পোশাক বোধ হয় সাহারা একা থাকলেও পরে থাকতে ১০০ বার চিন্তা করবে। কিন্তু বড় বাজেটের ছবি বলে হয়ত এতটা সাহসী পোশাক পরতে কোন দ্বিধা করেনি। (গানটা সিনেমা ভিসিডিটে থাকে না) গানটাতে "বি, ব্র এবং বৃ" দিয়ে শুরু এমন কিছুর বেশি ব্যবহার ছিল ...।.।.।.।.।। (অসমাপ্ত)
(বাকি অংশ পড়ুন নিচের লিঙ্কে)
চলচ্চিত্রের সম্ভবনাময়ী নায়িকা সাহারা----২
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১১
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
২| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩০
ত্রিভকাল বলেছেন: ভালো লিখেছেন। এই ধরনের তথ্য আরো চাই।
৩| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ৩:৩১
ত্রিভকাল বলেছেন: ভালো লিখেছেন। এই ধরনের তথ্য আরো চাই।
৪| ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০০
উৎস১৯৮৯ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে ফিউশন ফাইভ ভাইকে ধন্য করুন। :#> :#> :!> :!>
ফিউশন ফাইভ ভাই মজা করলাম।মাইন্ড কইরেন না।
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
৫| ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৪:০৫
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
জাতি এই পোস্টের অপেক্ষায় ছিলো এতোদিন।
আজ যদি ও আসলো, শেষ হয় নাই কেন?
পোস্ট ও পোস্ট দাতা উভয় কে ই বাশ দিয়ে লটকানো মানে স্টিকি করা হোক।
৬| ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৪:১০
কদমা বলেছেন: চোখই তো দেখা যাচ্ছে না ! বুঝবো কিভাবে কতোটা ইম্প্রেসিভ ?
৭| ১৪ ই আগস্ট, ২০১২ ভোর ৫:০৭
মামহাসান৪৬২ বলেছেন: খোলামেলা পোশাকে তো কাউকে দেখছি না? তাহলে কি আমার চোখে সমস্যা? বুঝেছি ডাক্তার দেখাতে হবে।
১৪ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪৩
জালাটান বলেছেন: খুজে দেখেন। পেয়ে যাবেন।
৮| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ৯:৩২
অচিনপাখি বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন।
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
৯| ১৪ ই আগস্ট, ২০১২ সকাল ১০:৫৮
তাসিম বলেছেন: অচিনপাখি বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন।
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
১০| ১৪ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৪
পরিযায়ী বলেছেন: কবে যে ভালো চেহারার একজন নায়িকা পাবো আমরা।
১১| ১৪ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৩
আরিফ আরাফাত রুশো বলেছেন: সাহারার চেহারা কিন্তু অন্যেদের তুলনায় আসলেই অভিজাত , আমি খেয়াল করেছি
১২| ১৪ ই আগস্ট, ২০১২ রাত ১১:১৯
রাতের পেঁচা বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন।
জাতি সাহারার পুঞ্জিভূত সৌন্দর্যে ধন্য হতে চায়। :#> :#> :#> :!> :!> :!>
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
১৩| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১২:৩৭
আগে নাকি ভালো ছিলাম বলেছেন: রাতের পেঁচা বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন। জাতি সাহারার পুঞ্জিভূত সৌন্দর্যে ধন্য হতে চায়।
১৫ ই আগস্ট, ২০১২ রাত ১:১০
জালাটান বলেছেন: ধন্যবাদ।সমাপ্ত করলাম। লিঙ্ক দেখুন।
১৪| ১৫ ই আগস্ট, ২০১২ রাত ১০:১৪
আবু মোশাররফ রাসেল বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:০২
তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১২
জালাটান বলেছেন: ধন্যবাদ
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৩৯
দিপ বলেছেন: ফিউশন ফাইভ রাগলে কি আর না রাগলে কি ?
২৪ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:১৩
জালাটান বলেছেন: রাগবে না মনে হয়। উনার চাওয়া তো পূরণ হয়েছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১২ রাত ৩:২৯
ফিউশন ফাইভ বলেছেন: গুরুত্বপূর্ণ এই লেখাটি সমাপ্ত করে আমাদের ধন্য করুন।