নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইর মুহাম্মদ ওমরের বাংলা ব্লগ

জুবাইর মুহাম্মদ

আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!

জুবাইর মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র যখন নগ্নতন্ত্র

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

ছোটবেলা থেকে পড়তাম বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ।নাম যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

ছোটবেলাই পড়তাম এদেশ একটি উন্নয়নশীল দেশ।

স্বপ্ন দেখতাম একদিন আমরা উন্নত দেশের কাতারে এসে মাথা উচু করে দাড়াবো।

কিন্তু কিভাবে????

..এভাবে..??

যেদেশে দিনে দুপুরে মানুষের গায়ে পেট্রোল বোমা মেরে জ্যান্ত মারা হই?

যেদেশে আন্দোলনের নামে মানুষ খুন হই?

যেদেশে রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে হাজার হাজার বিশ্বজিৎ হত্যাকান্ড হই?

যেদেশে আন্দোলন করার জন্যে গৃহে অবরুদ্ধ হতে হয়?

না !! এগুলো গণতন্ত্র নয়। প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে।

খবরের কাগজ আর সংবাদে লাশ আর লাশ!!

আমরা তো যুদ্ধ ক্ষেত্রে নয়।।

তবে কেনো এই হত্যাজজ্ঞ!

আমরা তো চাই পরিবার নিয়ে দুপুরে খেয়ে দু মুঠো রাতে যাতে হাসিমুখে খেতে আবার বাসাই ফিরতে পারি।

আমাদের সব অধিকার কেনো আজ খুন্য!

আমরাইতো এদেশের নাগরিক।। আর এভাবে কখনো আমরা একটি উন্নত জাতী হতে পারবোনা।। ।।

....এটি গণতন্ত্র নয়,আমি বলি একে নগ্নতন্ত্র!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭

পাঠক১৯৭১ বলেছেন: আমি বুঝতেছিনা যে, আপনি কি বড় হয়েছেন, নাকি আজিবন ছোটই থাকবেন; যাক, গণতন্ত্রের উপর পরে, পরীক্ষা দিয়ে আপনি কত নম্বর পেয়েছিলেন?

২| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৫

জুবাইর মুহাম্মদ বলেছেন: ভাই এখনো ছোটই আছি । :P B-) এছাড়া পড়ালেখাই আমি কাঁচা! কোন মতে পাশ করা হয় :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.