নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইর মুহাম্মদ ওমরের বাংলা ব্লগ

জুবাইর মুহাম্মদ

আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!

জুবাইর মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন!!

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮

সন্তান জন্ম নেয়ার সাথে সাথে তাকে একটু আকাশ খাওয়ানো উচিৎ।তাহলে মনটা তার আকাশের মতো উদার হবে।মাঞ্জা ছাড়াই ঘুড়ি উড়াবে।ঘুড়িকে বলবে,যা বাবা এবার তুই উড়তে থাক। সুতো ছাড়তে থাকবে,যতক্ষন না তার নাটাইয়ের সুতো শেষ হই।



আকাশ খাইয়ে একটু ন্যাংটু বাচ্চাকে রাত হলেই চাঁদ খাওয়াতে হবে । তখন তার মন চাঁদের ন্যায় সুন্দর হবে।বিধাতার সৃষ্টির মর্ম সে বুঝবে। মানুষ বড্ড কাঠঠোকরার ন্যায় হয়ে গেছে।

সে মানুষকে শেখাবে,আকাশ খাওয়া চাঁদ খাওয়া!



ঘুমোনর আগে তারাদের সাথে একটু কথা বলে নিজের অহংকার দূর করাবে সে।সকল খমতা,যশের লোভ পতিত হবে তার পদতলে।



চোখ বন্ধের আগে একটু মায়ের মুখে শুনবে,মা তোমরা দুইজনকেই ভালোবাসি।

... অবাক হবারই কথা,২ জন্মদাত্রী মা ছাড়াও আমি বাংলাদেশের কথা বলছি।।



আর ঘুমিয়ে সে খাবে এক ফোটা স্বপ্ন যাতে থাকবে একটি উন্নত বাংলাদেশ।যা আমরা উন্নয়নশীল রেখে গিয়েছিলাম।সকল স্বপ্ন নিয়ে সে বের হবে দেশটাকে হাতের মুঠোই তুলে ধরে সারা বিশ্বকে দেখিয়ে বলবে,"আমার বাংলাদেশ"!!



... আর এভাবে একদিন হইতো আমরা উঠে যাবো সকল হিংসা ভেদ করে উন্নতির স্বর্ণ শীখরে!!



আর সারা বিশ্ব আমাদের দেশের উন্নতি দেখে বলবো তাদের বাচ্চাকে, "দেখ বাপ,এটা বাংলাদেশ!! চল ওরা তোদের আকাশ - চাঁদ - মেঘ -রংধনু দিয়ে ভালোবাসা আর হাজারো স্বপ্ন বোনা শেখাবে"!!



হইতো আমাদের আত্মা তখন ওপার থেকে এক ফোটা চোখের জল ফেলে একটু প্রসান্তির হাসি দিবে।আর বলবে,"যাক বাবা!! বাচাইলি।Proud to be a Bangladeshi....."



... এটাই স্বপ্ন!! :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.