নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুবাইর মুহাম্মদ ওমরের বাংলা ব্লগ

জুবাইর মুহাম্মদ

আমি একজন অতি সাধারণ মানুষ। আর আমার পরিচয় আমি একজন বাংলাদেশি!!

জুবাইর মুহাম্মদ › বিস্তারিত পোস্টঃ

টাইগারদের সমর্থন করুন তাদের জয়ে কিঙ্গবা পরাজয়ে!!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১:০৪

পৃথিবীতে একটা মাত্র দেশ যারা শুধু আবেগ দিয়ে খেলে,আর সে দেশের নাম হলো বাংলাদেশ।
তারা কাঁদে আবার কাঁদাই। তারা ক্যারিয়ারের জন্যে ছোটেনা তারা দেশের জন্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মাঠে নামে মাথাই আর বুকে লাল সবুজ পতাকার ছাপ ধারন করে।
নানা সময় নানা বড় বড় দেশের বড় বড় ক্রীড়াবিদরা এই ছোট্ট দেশটির বড় বড় মনের ক্রিড়াবিদদের উপেক্ষা অরে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলো। তারা মুখে লাগাম দিয়ে তার জবাব দিয়েছিলো মাঠে।
এদেশের মানুষ গুলোও বড্ড আবেগ প্রবণ। তারা জয়কে সানন্দে মেনে নেই আর পরাজয়কে তাচ্ছিল্য করে।
মানুষ আজীবন ব্যর্থ থাকেনা। একজন খেলোয়াড় যদি প্রতিনিয়ত খারাপ খেলে তাকে নিয়ে ম্যাগি নুডলস আর ডানোর Brand Ambassador বানাতে বেশিক্ষণ সময় লাগেনা।আমরা আবেগের ঠ্যালাই ভুলে যাই যার আজ এতো বাজে ফ্রম তার কতটা অবদান ছিলো এই বাংলাদেশ দলকে ঘিরে।
হ্যা!! তামিমের কথাই বলছি!! যার ODI ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আছে দুটি ফিফটি,পাকিস্তানের বিরুদ্ধে আছে চারটি,ইন্ডিয়ার বিরুদ্ধে আছে পাঁচটি, সাউথ আফ্রিকার বিরুদ্ধে আছে একটি।অন্যান্য দলের বিরুদ্ধে সহ সর্বমোট চব্বিশটি সেঞ্চুরি।
এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে আছে একটি সেঞ্চুরি শ্রীলংকার বিরুদ্ধে আছে একটি সেঞ্চুরি আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটি জিম্বাবুয়ের বিরুদ্ধে আছে একটি সর্বমোট চারটি।।
আর তাকে আমরা গালমন্দ করতে ভুলিনা ছাড়িনা।
শুধু তামিম নয় সে বেশিদিন হয়নি রুবেল হোসেনের বলে খাপ পারফর্মেন্সে আমরা একবার হেরেছিলাম সাথে রুবেলের জাত উদ্ধার করেছিলাম।আজ রুবেলের ভালো ফর্মে তাকে নিয়ে আমরা অনেক হ্যাপি আর ভুলে গিয়েছি বাংলাদেশ দলে আররো দশ জন মাঠে লড়ছে।
এভাবে আমরা প্রতিবারই বয়কট,রামিজ রাজা,ভিরেন্দ্র সেবাগ দের মতো আমাদের দেশকে পচিয়ে দেশের খেলোয়াড়দের পচিয়ে নিজেদের ইমেজ নিজেরাই খাচ্ছি।।
তাদের খারাপ ফর্মে তাদের সাপোর্ট না দিয়ে তাদের যদি উপেক্ষা করি গালমন্দ তারা কি আবার ফর্মে আসবে??
এদেশে তামিমের রিপ্লেস্মেন্টে কোন প্লেয়ার আছে যে আন্তার্জাতিক ODI ম্যাচে ২৪ টা হাফ সেঞ্চুরি ৪টা সেঞ্চুরি TEST ম্যাচে ৬টা সেঞ্চুরি এনে দিতে পারবে??
Support your country. Support our Bangladesh Cricket : The Tigers . Support each and every tigers of our country if you cant support them when they looses their match then you dont have the rights to celebrate when they win any match.
Be positive. Think positive. Support positively. we will win IN SHA ALLAH...
‪#‎জয়বাংলা‬

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৩:০১

ডেড আকাশ বলেছেন: আচ্ছা ঠিক আছে

২| ১৫ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৪৪

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাংলাদেশ হারবে - এই আশঙ্কায় খেলাই দেখিনা। আর আপনে কন সাপোর্ট দিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.