নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র. . . . ইউনুস সাবের কিছু কর্ম ও আমার জিজ্ঞাসা ।

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:০১

ইউনুস সাবরে নিয়া অনেকে অনেক কথা বলছেন, বলেছেন । আমার জ্ঞান সিমীত বলে অর্থনিতী মেলা কিছু বুঝি না । পায়রা খাচায় বন্ধী হওয়ার পর এখন খবর আদান প্রদান করে মিডিয়া, ইন্টারনেট । ইচ নট দ্যাট? সেই কারণে কান পরিষ্কার থাকলে অ আ ই না লিখতে পারলেও মানুষ অনেক কিছু বুঝে যায় । চার-পাশ বন্ধু বান্ধবদের কথা শুনতে শুনতে তাদের ভাবনা চিন্তা হিসাব আমার সাথে শেয়ার করার কারণে অনেক জিজ্ঞাস্য আসে মনের ভিতর ।



চিকিস্যা বিজ্ঞানে অনেকে নোবেল প্রাইজ পাইছেন । তাদেরকে শান্তিতে নোবেল দেওয়া যেত ড. ইউনুস সাবের মত । কারণ রোগ শোক দূরে গেলে দুনিয়াতে শান্তি আসবে । এরকম একটা কারণে ড. ইউনুস সাবরে নোবেল দেওয়া হইছে শান্তিতে । ইচ নট দ্যাট ? তাকে অর্থনিতীতে নোবেল দেওয়া হলো না কেন? কারো জানা থাকলে আওয়াজ দেন ।



আমি একচন মিয়া মনে করি ধনী রাষ্ট্রগুলা , ধনী ব্যাবসায়ীরা, ব্যাবসায়ীরা সঙ্গত কারণেই ড. ইউনুস সাবরে নিয়া নাচবে । ব্যাংক ঋণ-এর সুদের হার কত সরকারী বেসরকারী পর্যায়ে? ১২/১৩/১৪/১৫ % ইচ নট দ্যাট?



গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতা কারা । সুবিধা বঞ্চিত পশ্চাদ পদ অঞ্চলের মহিলারা, গ্রামের মহিলারা । গ্রামীণ ব্যাংক তাদের কাছ থেকে সুদ নেয় কত ভাগ? ঘোষিত অঘোষিত বিভিন্ন নিয়মের বেড়াজালে ঋণ গ্রহীতাদের সুদ দিতে হতো ৪৪% (কিছু কম বেশি হতে পারে ।) । এ ৪৪% আবার ঘোষিত নয় । ঘোষিত আরও অনেক কম । বিভিন্ন চার্য টার্য এবং নিয়মের চার্য দিতে গিয়ে দাড়ায় ৪৪% । যা ঋণ গ্রহীতারা জানেনও না । সুদ আর চার্য তো এক নয়, তাই না? সরলপ্রাণা মহিলারা এই ফাকেই পড়েন । আর ঘোষিত সুদও অন্যান্য ব্যাংকের ডবলেরও বেশি ।



যাই হোক ড. ইউনুস সাব বিদেশীদের শিখিয়ে দিলেন কি ভাবে সুবিধা বঞ্চিত মহিলাদেরকে ঋণ দিয়ে কাবুলিওয়ালার মত অমানবিক, অনৈতিক হারে সুদ নিয়মের প্যাচে ফেলে আদায় করা যায় । খালি টাকাই আর টাকা । আবার ঋণ নেওয়ার নিয়মও খুব সোজা । তাই মানুষ সহজেই ঋণ নিতে আগ্রহী হয় । ঋণ শোধ না করতে পারলে ঘটি বাটি ঘর কলসিতো আছেই । অভদ্র কেউ থাকলে সে আবার গ্রামীণ ব্যাংকের ভয়ে আত্নহত্যা করে বসে । বিদেশীদেরও পুরা সিস্টেম শিখিয়ে দিয়েছেন ড. ইউনুস। বিদেশীরা কি এমন সোনার “ব্যাবসা জ্ঞানী”কে পালবেন পুষবেন না আরও এমন শোষনের নিয়ম বা তত্ব বের করার জন্য ?



একচন মিয়া কি ভুল কিছু বলল?



ড. ইউনুস সাব কখনও শহীদ মিনারে ফুল দিতে গেছেন এমন কোন তথ্য, ছবি (ফটোশপ ছবি না । ছাগুরা আবার এমন ছবি বানাইয়া সবাইকে বিভ্রান্ত করতে পারে । সাধু সাবধান ।)কারো কাছে কি আছে ।



ভেবে জানান আমি ভুল কিছু বলছি কিনা?



একচন একচন - ডাইরেট একচন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪০

নিকষ বলেছেন: Click This Link

সোর্সঃ Click This Link

Click This Link

সোর্সঃ Click This Link

২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:২০

জহিরুলহকবাপি বলেছেন: ধন্যবাদ...। (যদি ফটোশপ না হয়)

২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৪

হাসান রাজু বলেছেন: সুদের টাকায় দেশে বিদেশে গাড়ি বাড়ি (বিশাল আকারের) হয় । সব মন্ত্রী একটা কইরা ব্যাংকের মালিক হইবার চায় । জলিলের আছে, কিবরিয়ার আছে, মালের হবে । মিয়া, ইউনুসে কয়টা গাড়ি বাড়ি বানাইছে ? সুদের টাকা বিনিয়োগ কইরা কইরা এত গুলান মানুষরে স্বাবলম্বী করছে । আইজ যারা এই ব্যাংকের টাকা পাইয়া স্বাবলম্বী হইছে তাদের জলিল বা মালের মত মানুষরা ভিক্ষা ও দেয় নাই । বরং এমন এমন সব অর্থনৈতিক প্লান করছে যে মনে হয় রক্ত চুইষা টাকা/ক্ষমতা ওয়ালারা হেগ ভাজ খাওয়া চামড়া দিয়া ডুগডুগি বাজাইব । আজ ও ১০০ ভাগের উপর সুদে মহাজনরা ঋণ দেয় । এই ব্যাংকটা কত হতভাগারে মহাজনের খপ্পর থাইকা বাচাইছে । কল্পনা করছেন । দূর কথা কইতে ইচ্ছা করতাছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.