![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মীরপুর ঐতিহাসিক এবং অর্থনৈতিক ভাবে একটি দামী এলাকা । মীরপুরের বড় একটি অংশ দখল করে আছে বিহারীরা !!!!!
কেন?
বিহারীদের পাকিস্তান ফেরত নিচ্ছে না । তারা সেই দেশে আশ্রিত যেই দেশের মানুষকে তারা কচুকাটা করেছিল ।
অামাদের শহরে জায়গা নেই । লক্ষ লক্ষ সেলাই শ্রমিক । মীরপুরের বিহারী পট্টি থেকে বিহারীদের উচ্ছেদ করে সেই খানে নিম্ন বিত্ত, নিম্ন মধ্য বিত্ত, শ্রমিক, সেলাই শ্রমিকদের আবাসনের জন্য সবুজ মডেল টাউন তৈরী করা হোক । অস্বাস্থ্যকর, নোংরা, অনিরাপদ এলাকায় থাকে অর্থনিতীর চালিকা শক্তি সেলাই দিদি মনিরা । আর দেশের শত্রুরা আছে শহরের মধ্যখান দখল করে আরামে ।
বাংলাদেশের আনাচে কানাচে ছোট বড় দ্বীপ জেগে উঠছে । বিহারীদের এমন দ্বীপে আবাস গড়ে দেওয়া হোক । চাষাবাদের জন্য সহজ শর্তে ঋণ দেও্রয়া হোক । এ মাটির গন্ধ নাকে এলে, স্পর্শে এলে হয়ত তারা এখানে থেকে পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দেবে না । আর এদের জম্ম নিয়ন্ত্রণ ব্যাবস্থার উপর কঠোর নজরদারী রাখতে হবে ।
২| ১৪ ই জুন, ২০১৪ রাত ১১:৪৩
শ্লোগান০০৭ বলেছেন: উপায়গুলো ভালো লেগেছে... তবে পোষন কৃত ক্ষোভ নয়.. কারন বিহারি এমন অনেক শিশু আছে যা তারা যুদ্ধে য পর্যন্ত এখন জানেনা..। দাদার প্রতি ঘৃনার শিকার একটি নবজাতক হতে পারেনা । তা যাক ধন্যবাদ পোস্টটির জন্যে..। এতে অন্তত বোঝা গেলো যে এখনো আমরা সংবেদশীল আছি
৩| ১৫ ই জুন, ২০১৪ রাত ১২:৪৭
আমি ব্লগার হইছি! বলেছেন: অথবা পার্বত্য এলাকায় ওদের পুনর্বাসন করা যেতে পারে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুন, ২০১৪ রাত ১১:২১
আরমান অরণ্য লিংকন বলেছেন: সহমত