নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমাদের ১৯,৪৬৭ বর্গ কিমি স্বপ্নীল সমুদ্র বাড়লো ।

০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১১

আহা! আকাশে বাতাসে আজ আনন্দ ।

বাংলাদেশের কোন মসজিদ মন্দির হয় নি, আযানের বদলে উলু ধ্বনিও বাজে নি । যে যার ধর্ম করে যাচ্ছে ।

ইন্ডিয়ার আংশও হয় নি বাংলাদেশ । স্ব-মহিমায় এগিয়ে যাচ্ছে ।

আয়তনেও বাড়ছে আমার দেশ , আমাদের দেশ । ভারতের কাছ থেকে কয়’দিন আগেই উদ্ধার হলো ৭৫ একর । আজ সমুদ্র পরিধি বাড়লো ১৯, ৪৬৭ বর্গ কিমি । যদিও আমরা দাবী করছিলাম ২৫,৬০২ কিলো মিটার । ভারতের সাথে মামলা লড়ে আমরা জিতে গেলাম ।

সকল বাংলাদেশীদের অভিনন্দন ।

অভিনন্দন বর্তমান সরকারকেও ।



আমাদের ১৯,৪৬৭ বর্গ কিমি স্বপ্নীল সমুদ্র বাড়লো ।

হয়ত তেল আছে, হয়ত গ্যাস আছে , হয়ত কিছুই নেই মাছ ছাড়া । কিন্তু জল রাশিটুকুতো আমার । আমাদেরই ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

কলাবাগান১ বলেছেন: তারপরও দেখবেন যে একটা অংশ কিভাবে এই অর্জনকে প্রশ্নবিদ্ধ করতে উঠেপড়ে লেগেছে। মানবজমিনের হেড লাইন- ভারতের দখলে তালপট্টি (যেখানে মানবজমিন নিজেই লিখেছে যে এই দ্বীপ এখন আর নাই-সমুদ্রে তলিয়ে গেছে)

যেটা কোনদিনও ছিল না সেটা পেলাম তা নিয়ে প্রশংসা নাই... যে টুকু পেলাম না তা হল ভারতের কাছে মাথা নত..... এই দীপু মনিই ভারতের অগোচরে আন্তর্জাতিক কোর্টে গিয়েছিল.....। গত ৩ দশক ধরেই ভারত অনেক টালবাহানা করেছিল কোর্টে যেত... ওরা টের পেলে এই মামলাই করা যেত না......।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ

২| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

রাজিব বলেছেন: দীপু মনিই এ মামলার বাদী । বাংলাদেশের পক্ষে মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্রবিষয়ক ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম ডেপুটি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের পক্ষে কৌঁসুলি হিসেবে ছিলেন লন্ডনের ম্যাট্রিক্স চেম্বার্সের প্রফেসর জেমস ক্রোফোর্ড এসসি, প্রফেসর ফিলিপ স্যান্ডস কিউসি, এসেক্স কোর্ট চেম্বার্সের প্রফেসর অ্যালান বয়েল, মন্ট্রিয়লের ম্যাকগিল ইউনিভার্সিটির প্রফেসর পায়াম আকাভান, ওয়াশিংটন ডিসির ফলি হগ এলএলপির পল এস রিখলার ও লরেন্স মার্টিন। -
সুত্রঃ Click This Link
এদের প্রত্যেককে ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

জানা বলেছেন:

অভিনন্দন বাংলাদেশ।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ।

৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৮

শেখ মফিজ বলেছেন: দেশের যে কোন অজর্ন সারা দেশের মানুষের জন্যই।
শুভেচ্ছাটুকু তাদের বেশী প্র্যাপ্য যারা এটার পেছনে কুশিলব ছিলেন ।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন বাংলাদেশ।

৫| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: এর পিছনের অন্যতম কুশীলব জিএসবির ডিজি মহোদয়। তিনি সমুদ্রবিষয়ক সমস্ত তথ্য উপাত্ত সংগ্রহ করেছেন। প্রধান টেকনিকাল ব্যক্তিটি তিনি হওয়া সত্ত্বেও তার নাম পত্রিকায় বোধ হয় আসবে না ।ডঃ সিরাজুর রহমান স্যারের প্রতি কৃতজ্ঞতা থাকলো।

আমাদের দাবী যৌক্তিক ছিল। কিছুটা কমানো এটা ভারতের ফ্যাভরে গেছে বলতে হয়।

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৬

জহিরুলহকবাপি বলেছেন: অভিনন্দন

৬| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৩

মামুন রশিদ বলেছেন: নিঃসন্দেহে ভালো খবর ।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৯

কলাবাগান১ বলেছেন: আমাদের সময়ে এক 'বিশেষজ্ঞ' বলেন যে

'বার্মা থেকে ১ লাখ ১৫ হাজার আর ভারত থেকে ১৯০০০ বর্গ কিলোমিটার পাওয়াতে মুলত সমুদে বাংলাদেশের আয়তন কমে গেল'

আমি বুঝতে পারলাম না

Click This Link

০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৭

জহিরুলহকবাপি বলেছেন: বিশেষজ্ঞ মানে বিশেষ ভাবে অজ্ঞ । তাই না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.