![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ইতিহাসে আছে বিশেষ করে যারা ওয়ের্স্টাণ বই এর সাথে তারা জানেন আনেক অপরাধী/আউট’ল এক সময় শেরিফ/মার্শাল তথা আইন রক্ষার দায়িত্ব খুব ভালো ভাবেই পালন করেছে । দস্যুকে দেখেছি মহান সহিত্য রচনা করতে । যারা এক সময় আউট’ল ছিল, অপরাধী ছিল তারা শেরিফ হওয়ার পরও কি আমরা তাকে আউট’ল বলব? ডাকাত বলব?
আমার উত্তর না ।
মুক্তিযুদ্ধ করেছেন অথচ এখন মুক্তিযুদ্ধ অন্তরে ধারণতো করেনই না উল্টা মুক্তিযুদ্ধো বিরোধীদের পক্ষাবলম্বনকারীকে আমরা মুক্তিযুদ্ধ বলতে পারি ?
পারি না । অন্তরে, জীবনাচারণে যিনি যা নয় সেইটা তার পরিচয় হয় কিভাবে?!! যেমন - এক কালীন আওয়ামীলীগার এখন ছাগুর শ্বশুড় ড. কামালকে আমরা এখন আওয়মী লীগার বলতে পারি না। তিনি আওয়ামী লীগকে এখন ধারণ করেন না তিনি ধারণ করেন গণ ফোরাম ।
আউট’লকে আমরা আউট’ল বলতে পারি না ।
আ-কাইম্মা খান্দআকার ( এ কে খন্দকার) বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনীদের কাছ থেকে বৈদেশী দুতাবাসে চাকরী নেন বঙ্গবন্ধু খুন হওয়ার পরপরই । তারপর এরশাদের শিষ্যত গ্রহন করেন । এরপর আওয়ামী লীগ ।
সরাসরি স্বাধীনতা বিরোধী, হলুদ সংবাদ প্রকাশকারী, সাম্প্রদায়িক উসকানি দাতা প্রমাণিত জামাতি পত্রিকা প্রথম আলোর প্রকাশনী সংস্থা প্রথমা প্রকাশনী থেকে এ. কে. খন্দকারের বইটিতে তার বক্তব্যের পক্ষে তেমন কোন প্রমাণ নেই, আছে তার ধারনা ।
প্রমানের দরকারও নেই । প্রথমা প্রমাণ করতেও চায়নি । এ কে খন্দকার প্রমাণ করতেও চান নি । আওয়মীলীগের এক জন বিপরীত কথা বলেছে এর চেয়ে বেশী প্রমাণ সাধারণ জনগন খুজতেও যাবে না । এ কে খন্দকার আর প্রথমা প্রকাশনী এ সুযোগই নিয়েছে । তাদের লক্ষ্যই বিভ্রান্তি তৈরী করে সাময়িক ফায়দা নেওয়া ।
গত তেতাল্লিশ বছরে আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে রাজাকার হয়ে যেতে।
বলেন তো কোন কাগজ কথা বলে?
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
ঢাকাবাসী বলেছেন: কে সত্য বলছে তা জানা যাবেনা আর কোন দিন। এখন যখন যিনি ক্ষমতায় তিনিই রাইট হবেন! বিম্পী ক্ষমতায় তো জিয়া ভাল আম্লী ক্ষমতায় তো মুজিব ভাল।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬
কলাবাগান১ বলেছেন: "তাদের লক্ষ্যই বিভ্রান্তি তৈরী করে সাময়িক ফায়দা নেওয়া ।
গত তেতাল্লিশ বছরে আমরা দেখেছি অনেক মুক্তিযোদ্ধাকে রাজাকার হয়ে যেতে। "
উনারা বিশ্বাস করেন যে লোক সোয়াত থেকে পাকিস্হানী সৈন্যদের জন্য অস্ত্র খালাস করতে গিয়েছিলেন উনার এক কথায় ই দেশের সবাি স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল.....। বংগবন্ধুকে বিতর্কিত করতে পারলেই জামাতি রাজাকারদের কুর্কমগুলি ভুলানো যায়