নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

এ কে মন্দকার সাহেব খালি ফাউল ই না....... নর্দমার জল অতলে সচল, অতপর অচল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৫৭

পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানী । এ কে মন্ধকার কি ভুলে গেছেন গণ জাগরণের একজনকে নিয়ে ছোট গল্পটার কথা ? নাকি গল্পটা সম্বদ্ধে কিছুই জানে না?!

তিনি কি লুঙ্গি পরা নাস্তিক কিন্তু জামাতি-হেফাজতী এরশাদের শিস্য দার্শনিকের কথা জানেন না?!

এরা কই? এদের খোজার চেয়ে দুষ্প্যপ দেশী কই মাছ খোজা সহজ । নদর্মার জল অতলে সচল ।

ওনারা কেন কি করেছেন এটা সকলেরই অবগত আছে সম্ভবত মন্ধকার সাহেব ছাড়া । কারণ সবাই যেটা জানে আপনি মন্ধকার সাহেব তার উল্টাটা । তার জানার স্বপক্ষে তিনি নিজে ছাড়া আর কোন প্রমাণও নাই । যাই হোক এ কে খন্দকার সাহেব যে কারণে এ সব লিখেছেন তারাও একই কারণে লিখেছেন ।

খন্দকার সাহেব যেহেতু মাথা আচড়ান, সেভ করেন, সচু করেন, টাই পরেন তাই নিশ্চিত হওয়া যায় যে মিয়া সাব পাগল নয়, মানে ইনার তার ছিড়া না, নোয়াখালীর বিশেষ ভাসায় হসস ন ।

তবে একটা বিষয় ভেবে বের করলাম । তার আগে ভাবুন -

সাহিত্যিক কত স্মার্টলি, কিছুটা বিমূর্ত ভাবে ছোট গল্পে গণ জাগরণের চরিত্র হরণ করতে চেয়েছিলেন !

লুঙ্গি পরা েএরশাদের চামচা বিপ্লবী দার্শনিক কত স্মার্টলি, কিছুটা মানবিকতার স্টাইলে জামাতি-হেফাজতিদের সমর্থণ দিয়েছিল!!

ও যা ভেবে বের করলাম সেই তুলনায় এ কে মন্দকার সাহেব এক্কেবারে আনস্মার্ট, ক্ষেত এর মত নিজেকে প্রমাণ করেছেন ।

এ কে মন্দকার সাহেব খালি ফাউল ই না । উনি অশিক্ষিত ফাউল । ক্ষেত ফাউল । বাঙ্গালী ঐ জ্ঞানীদের কিসিজ্ঞারী প্যাচ, বুদ্ধি উদ্দেশ্য ধরে ফেলছে । তারপর. . . . . . নর্দমার জল অতলে সচল, অতপর অচল। আর এ কে অন্ধকার রাজনিতীর মওদুদ তো . . . . । নর্দমার জল অতলে সচল, অতপর অচল।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৪০

হাসান কালবৈশাখী বলেছেন:
এটি পড়ুন
Click This Link

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৫০

কলাবাগান১ বলেছেন: দারুন উত্তর দিয়েছেন আসম আবদুর রব একে খন্দকারের অভিযোগের (স্বাধীনতার কোন প্রস্তুতি ছিল না)

http://www.bd-pratidin.com/2014/09/08/28948

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৭

নন্দীত নরকে বলেছেন: কালের কণ্ঠ আর বাংলাদশের প্রতিদিন হলো, বসুন্ধরা গ্রুফের মালিকের মূখপত্র। ঐ পত্রিকায় যারা কাজ করে তারা এর মালিকের ভাড়া খাটা চাকর। এই দুইটা পত্রিকা প্রেস কাউন্সিল থেকে দুই দুই বার হুলুদ সাংবাদিকতার জন্য শাস্তি পেয়েছিল।

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:০৭

কলাবাগান১ বলেছেন: লিখাটা তো আসম রবের সেখানে কি লিখা আছে তা না দেখেই স্বাধীনতার ইতিহাস জেনে গেছেন তা তো জানবেনই কেননা আপনারাই চাদে সাঈদীর ছবি দেখুন কেখানে আসল এতিহাস কি তা জানার দরকার নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.