নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....

যুবায়র

যুবায়র › বিস্তারিত পোস্টঃ

আমাদের মস্তিস্কের তথ্য ধারন ক্ষমতা কত? জানেন কি??? না জানলে জেনে নিন।

১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:১৯







হিউম্যান ব্রেন বা ‘মানব মগজ’। এই মানব মগজ হচ্ছে সবচেয়ে জটিল বিষয়গুলোর একটি। মানুষের মগজের ওজন গড়ে ৩ পাউন্ড। শরীরের আকারের তুলনায় মানুষের ব্রেনই সবচেয়ে বড়। মানুষের ব্রেনই সবচেয়ে বড় অংশ হল সেরিব্রাম। এই সেরিব্রামের ওজন পুরো মগজের ৮৫ শতাংশ। মগজের হোয়াইট মেটার বা শ্বেতাংশ ৬০ শতাংশ আর গ্রে মেটার বা ধূসরাংশ ৪০ শতাংশ। আর ৭৫ শতাংশ পানি। মানুষের ব্রেনের ৬০ শতাংশই চর্বি। গর্ভে আসার পর থেকে মগজে প্রতি মিনিটে ২৫০,০০০ নিউরন তৈরি হয়। এই মগজ মানুষের শরীরের ২৫ শতাংশ অক্সিজেন খরচ করে। মগজে তথ্য প্রক্রিয়াজাত হয় সেকেন্ডে ১/২ মিটার থেকে ১২০ মিটার গতিবেগে।



এবার আসি কাজের কথায়।

মানুষের মস্তিস্কের তথ্য ধারন ক্ষমতা কত?








মানব মস্তিষ্কের প্রায় ৫০ বিলিয়ন থেকে ২০০ বিলিয়ন নিউরোন রয়েছে। প্রতিটি নিউরনে রয়েছে ১ হাজার থেকে ১০ হাজার ট্রিলিয়ন সিন্যাপস। প্রতিটি সিন্যাপস বার বার সক্রিয় করা হয় ভেরিয়েবল থ্রেশহোল্ড (অগ্নিসংযোগ/স্পার্ক) এর মাধ্যমে। যদি আমরা ধরেনি প্রতিটি সিন্যাপসে ২৫৬ টি আলাদা থ্রেশহোল্ড হয় এবং প্রতিটি নিউরন ১০ হাজার সিন্যাপস শেয়ার করে তাহলে সব গুলো সিন্যাপসের তথ্য ধারন ক্ষমতা প্রায় ৫০০ থেকে ১,০০০ টেরাবাইট। অর্থাৎ মানুষের মগজের তথ্য ধারন ক্ষমতা প্রায় ৫০০ থেকে ১,০০০ টেরাবাইট ( যদিও এই সংখ্যায় মতভেদ আছে, কারো কারো মতে এই সংখ্যা আরও বেশি)। এত্ত মেমরি থাকা সত্তেও মানুষ তার মস্তিস্কের মাত্র ১০% ব্যাবহার করতে পারে (আফসোস)।







এবার এক নজরে দেখেনি মানুষের ব্রেন সম্পর্কে কিছু তথ্যঃ



# মানুষের মস্তিকের প্রতি সেকেন্ডে ১০১৫ টি হিসাব করার ক্ষমতা আছে। যা পৃথিবীর সবচে বড় সুপার কম্পিউটারেরও নেই…!!



# মানব মস্তিস্কের প্রায় ৭৫ ভাগই পানি!!!



# বাচ্চা অবস্থায় একটি মানুষের মস্তিস্কের ওজন থাকে ৩৫০-৪০০ গ্রাম। প্রাপ্তবয়স্ক অবস্থায় যা বেড়ে হয় ১৩০০-১৪০০ গ্রাম !



# একজন মানুষের ব্রেইন,অন্যান্য স্তন্যপায়ী প্রানীর চেয়ে প্রায় ৩ গুন বড়।



# ব্রেইন মানুষের দেহের মোট আয়তনের মাত্র ২% হলেও দেহে উৎপন্য মোট শক্তির ২০ ভাগেরও বেশী খরচ করে সে একাই।



# জাগ্রত থাকা অবস্থায় মস্তিস্ক প্রায় ২৫ ওয়াট পাওয়ার সৃষ্টি করে,যা একটি লাইট বাল্ব জালানোর জন্য যথেষ্ট ।



# একজন প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্ক অক্সিজেন ছাড়া মাত্র ৫ মিনিট টিকতে পারবে।



# মানুষের নিউরনে তথ্য চলাচলের সর্বনিম্ন গতিবেগ হলো প্রায় ২৫৮.৪৯০ মাইল/ঘণ্টা, আর বর্তমান বিশ্বে সবচে দ্রুততম গাড়ি “বুগাত্তি ভেরন ই.বি ১৬.৪” এর গতিবেগ ২৫৩ মাইল/ঘন্টা।



# একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় ৭০০০০ বিষয় নিয়ে চিন্তা করতে সক্ষম।



# ৩০ বছর বয়সের পর থেকে মানুষের ব্রেনের ভর প্রতি বছর .২৫% করে বাড়তে থাকে।



# সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনিস্টাইনের মস্তিস্কের ভর ছিলো ১২৭৫ গ্রাম,যা স্বাভাবিকের চেয়ে অনেক কম ।



আশাকরি আপনাদের ভালো লাগলো :)

(আগে প্রকাশিত আমার সাইটে)



এইরকম আরও অনেক তথ্য জানতে ঘুরে আসতে পারেন এনসাইক্লোবাংলা এই সাইটে।

মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ সকাল ৯:৪১

shahinur70 বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:২০

সময়ের ডানায় বলেছেন: সুন্দর তথ্য।

শেয়ার করার জন্য ধণ্যবাদ।

৩| ১৯ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৫

হৃদয় রিয়াজ বলেছেন: Thank you. learned something new :)

৪| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:০৬

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

৫| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৮

বোধহীন স্বপ্ন বলেছেন: অনেক কিছু জানলাম। ভালো পোস্ট।

৬| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪১

যুবায়র বলেছেন: আপনাদেরকেও ধন্যবাদ মন্তব্য করার জন্য। :)

৭| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

নীল জোসনা বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ.....

৮| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

মুদ্‌দাকির বলেছেন: "একজন মানুষের ব্রেইন,অন্যান্য স্তন্যপায়ী প্রানীর চেয়ে প্রায় ৩ গুন বড়"

আসলেই কি তাই ?? নীলতিমির ব্রেইন কি মানুষের ব্রেইন অপেক্ষায় ছোট ?????????????????????????????????

আর মানুষের ব্রেইনের তথ্য ধারন ক্ষমতার চেয়ে বড় ক্ষমতা হল এর বিশ্লেষন করার ক্ষমতা

৯| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:০২

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: ভাল্লাগলো। আচ্ছা মাথা বড় হওয়ার সাথে ব্রেইন বেশী থাকার কোন সম্পর্ক আছে কি?

১০| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩১

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার পোস্ট!

১১| ১৯ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

বউবেষ্ট বলেছেন: Very good work, good editing, good picturing, good decorative!
Respect & Salam.

১২| ২১ শে জুন, ২০১৪ রাত ১:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:

নাইস পোস্ট!
শেয়ার করার জন্য ধন্যবাদ!

১৩| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর পোস্ট ।

১৪| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩৯

খাটাস বলেছেন: দামি অংশের তথ্য বিধায় দামি পোস্ট, সুন্দর।

১৫| ০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওরে সাধের মাথা রে ;) ভিতরে ভিতরে এত্ত কিছু :)

বাপরে কত্ত কিছু ব্যাপার স্যাপার!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.