| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এলাম। পরিচিত এক বড়ভাই অসুস্হ শুনে তাকে দেখতে গিয়েছিলাম।
শুনলাম গ্যসের উর্ধমূখী চাপে হার্টে প্রেসার পড়ায় শ্বাস-প্রসাশে সমস্যা এবং পেট ফুলে ফুটবলের ন্যয় হয়ে গেছে। ওমিপ্রাজল এবং ডমপেরিডন ইনজেকশান দেয়া হয়েছে…. খাবার বন্ধ। স্যলাইন চলছে…
ডাক্তারের নিবিড় তত্বাবধায়নে আছে… তবে অবস্হা কিছুটা উন্নতির পথে।
বাসায় আসতে আসতে ভাবলাম… আমরা কি নিয়ে গর্ব করি??...
আসলেই কি আমার বলতে কিছু আছে??...
ধন-সম্পদ এমন কি নিজের শরীরটা….
আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম আপনার শরীরটা আপনার নিজস্ব!..
কিন্তু যখন আপনার মাথা ব্যথা কিংবা হাত-পায়ে ব্যথা কিংবা অন্য কোন সমস্যা হয়
তখন ওই অঙ্গ-প্রত্যাঙ্গকে আদেশ করে দেখুন! মাথাব্যথা, হাতব্যথা ভাল হয়ে যাও!
দেখুনতো কাজ হয় কিনা??...
কেন ঠিক হবেনা আপনার শরীরের অঙ্গ-প্রত্যাঙ্গের সমস্যা??...
তাহলে বুঝতে হবে আসলে আপনি যেসব অঙ্গ-প্রত্যাঙ্গ দ্বারা পৃথিবীতে চলে ফিরে খাচ্ছেন তা আপনার নয়।
অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সুনিপুনভাবে আমাদের প্রত্যককে সুন্দরতমভাবে সৃষ্টি করেছেন এবং দেহ দান করেছেন যাতে অনেক প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যাঙ্গ রয়েছে।
তাহলে কেন আমরা বড়াই করি পৃথিবীর এইসব ধন-সম্পদ নিয়ে কিংবা নিজেকে স্বাস্হ্যবান ভেবে??...
বরং তার চাইতে আমাদের যা করা উচিৎ তাহচ্ছে যিনি আমদের সৃষ্টি করেছেন তার কাছে কৃতজ্ঞতা জানাতে??...
আসলেই কি আমরা কি কৃতজ্ঞ মানব??... নাকি অকৃতজ্ঞ??...
তাহলে আসুন দেরী না করে বেশি বেশি আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাই ‘আলহামদুলিল্লাহ’…
আর আল্লহর দেয়া যেসব রিযিক খাচ্ছি… ব্যবহার করছি তার শুকরানা স্বরুপ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলি। আল্লাহর দেয়া জীবনে আল্লাহর হুকুম-আহকাম মেনে চলি তাহলে যেমনি পৃথিবীতে সন্মানিত জীবনের অধীকারী হতে পারবো তেমনিভাবে পরকালের জন্য কল্যণকর মর্যাদা পাবো।
লেখাটি এখানেই শেষ করছি তবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী যা মহাগ্রন্হ এসম্পর্কে আলকুরানে বলেছেন--
أَيَحْسَبُ الْإِنسَانُ أَن يُتْرَكَ سُدًى
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
সে কি স্খলিত বীর্য ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
অতঃপর তা থেকে সৃষ্টি করেছেন যুগল নর ও নারী।
এই আয়াত সমুহ সুরা কিয়ামা এর।
قْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ
পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন
خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ
সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। সুরা আল আলাক:আয়াত ১-২
وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَىٰ
এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।
مِن نُّطْفَةٍ إِذَا تُمْنَىٰ
একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৪
যুবায়ের আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ আমড়া কাঠের ঢেকি।
যখন আপনার মাথা ব্যথা কিংবা হাত-পায়ে ব্যথা কিংবা অন্য কোন সমস্যা হয়
তখন ওই অঙ্গ-প্রত্যাঙ্গকে আদেশ করে দেখুন! মাথাব্যথা, হাতব্যথা ভাল হয়ে যাও!
দেখুনতো কাজ হয় কিনা??...
কেন ঠিক হবেনা আপনার শরীরের অঙ্গ-প্রত্যাঙ্গের সমস্যা??...
তাহলে বুঝতে হবে আসলে আপনি যেসব অঙ্গ-প্রত্যাঙ্গ দ্বারা পৃথিবীতে চলে ফিরে খাচ্ছেন তা আপনার নয়।
অবশ্যই একজন সৃষ্টিকর্তা আছেন যিনি সুনিপুনভাবে আমাদের প্রত্যককে সুন্দরতমভাবে সৃষ্টি করেছেন এবং দেহ দান করেছেন যাতে অনেক প্রয়োজনীয় অঙ্গ-প্রত্যাঙ্গ রয়েছে।
২|
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৫৮
উজবুক ইশতি বলেছেন: আমরা অতি ক্ষুদ্র, তারপরও আমাদের এত অহংকার
১২ ই মে, ২০১৪ রাত ২:২১
যুবায়ের আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ উজবুক ইশতি।
সময় নিয়ে পড়া এবং মন্তব্যর জন্য।
অহংকার তারই সাজে যে স্বয়ংসম্পুর্ন।
মানুষতো স্বয়ংসম্পুর্ন নয়। মানব জীবনের সিমাবদ্ধতা আছে তাই মানুষের অহংকার করা উচিৎ নয়।
৩|
১১ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৭
দালাল০০৭০০৭ বলেছেন: ++++++++
১২ ই মে, ২০১৪ রাত ২:২৩
যুবায়ের আহাম্মেদ বলেছেন: এত্তগুলি প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো
দালাল০০৭০০৭
৪|
১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন:
মানুষ কি মনে করে যে, তাকে এমনি ছেড়ে দেয়া হবে?
أَلَمْ يَكُ نُطْفَةً مِّن مَّنِيٍّ يُمْنَىٰ
সে কি স্খলিত বীর্য ছিল না?
ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّىٰ
অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।
---
আল্লাহ মহান। সমস্ত প্রশংসা তাঁরই। আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের সুস্থ সবল কর্মক্ষম রাখায় নিরন্ত অনন্ত অশেষ কৃতজ্ঞতা তাঁর প্রতি, যদিও কোন অঙ্গ বিকল হয়- তাতেও নিশ্চয়ই তিনি কোন কল্যান লুকিয়ে রেখেছেন-তাই তাতেও কৃতজ্ঞতা। এবং যতদিন আয়ু আছে ততদিন আমাদের সুস্থ সুন্দর জীবন দান করুন। এভং বেশী বেশী তাঁর কৃতজ্ঞতা এবং প্রশংসা করার তৌফিক দান করুন।
নিশ্চয়ই তিনি পরম দয়াময়, মহান দাতা।
৩১ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০
যুবায়ের আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভূগু।
আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: চমৎকার যুক্তি....
কেন ঠিক হবেনা আপনার শরীরের অঙ্গ-প্রত্যাঙ্গের সমস্যা??...
তাহলে বুঝতে হবে আসলে আপনি যেসব অঙ্গ-প্রত্যাঙ্গ দ্বারা পৃথিবীতে চলে ফিরে খাচ্ছেন তা আপনার নয়। সহমত