নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ )

আমি একজন সাধারণ মানুষ ।

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) › বিস্তারিত পোস্টঃ

ওয়েবসাইটে তৈরির আগে নিয়ে নিন প্রাথমিক জ্ঞান

১২ ই জুলাই, ২০১৪ রাত ২:২৫

কেমন আছেন আপনারা সবাই ? আজকে এখানে ওয়েবসাইটে খুব সাধারণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো যা সকলেরই জানা থাকা উচিৎ । ছোট খাটো বিষয় গুলো জানা থাকলে বিভিন্ন সময় আমাদের অনেক কাজে লাগে । আপনারা কি জানেন ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং কি ? যদি না জানা থাকে তাহলে আসুন জেনে নেই ।



ডোমেইন নেম - যে কোন ওয়েবসাইটের নামকেই ডোমেইন নেম বলে । যেমন ধরেন - Facebook.com | Yahoo.com | somewhereinblog.net | Jottil.net | Jottil.com | Prothom-Alo.com | Beshto.com.... ইত্যাদি ।



ওয়েবহোস্টিং - ওয়েবসাইটে ডাটা বা তথ্য রাখার স্থানকেই ওয়েবহোস্টিং বলে ।



ডোমেইন নেমকে যদি একটি মোবাইলের সাথে তুলনা করা যায় তাহলে উদাহরণ হিসেবে ডোমেইন হচ্ছে ' নকিয়া সেট' আর হোস্টিং হচ্ছে সেই মোবাইলের মেমোরি কার্ড । আপনি যেমন আপনার মোবাইলে ইচ্ছা মত মেমোরি কার্ড লাগাতে পারেন ঠিক তেমন আপনি আপনার ডোমেইন নেমেও ইচ্ছা মত জাইগা নিতে পারেন । উদাহরণ - ১ জিবি ।। ২ জিবি .. ইত্যাদি ।



ওয়েবসাইট তৈরি করতে কি কি লাগে আপনি কি তা জানেন ? যদি না জানা থাকে তাহলে আসুন জেনে নেই ।



একটি ওয়েবসাইট তৈরি করতে প্রথমেই যেই জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে ।



১ । ডোমেইন নেম ।

২ । ওয়েবহোস্টিং ।

৩ । ওয়েবডিজাইন ।



আমরা ডোমেইন নেম এবং হোস্টিং সম্পর্কে জেনেছি আসুন এবারে ওয়েবডিজাইন সম্পর্কে কিছু সাধারণ ধারনা নিয়ে নেই । ওয়েবডিজাইন বলতে একটি সম্পূর্ণ ওয়েবসাইট ডিজাইনকেই বোঝায় । যারা ওয়েবডিজাইনের কাজ করেন তাদেরকে ওয়েবডিজাইনার বলে। বাংলাদেশে এই পেশাতে হাজার হাজার মানুষ কাজ করছে । তারা দেশের চাহিদা পূরণ করে বিভিন্ন মার্কেট প্লেস এর মাধ্যমে কাজ করে আয় করছে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা । ওয়েবডিজাইনারদের ব্যাসিক কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান নিতে হয় । যেমন - HTML | PHP | MYSQL | AJAX | JAVA | JQUERY | সাথে গ্রাফিক্সের কিছু কাজ জানা থাকা ভালো । আর যেহেতু ওয়েবসাইটে অনেক ইমেজ/ ছবি ব্যাবহার করা হয় তাই এডিটর হিসাবে ফটোশপের কাজ জানা থাকা ভালো । আজ এ পর্যন্তই যদি ভালো লাগে তাহলে জানাবেন । যদি কোন প্রশ্ন থাকে তাহলে লিখতে পারেন । উত্তর পেয়ে যাবেন । <ইনবক্স খোলা আছে > B-)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ইমরান নিউ বলেছেন: ওয়েবডিজাইনারদের ব্যাসিক কিছু প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জ্ঞান নিতে হয় । যেমন - HTML | PHP | MYSQL | AJAX | JAVA
। জনাব HTML AJAX কিন্তু ল্যাঙ্গুয়েজ না।
আর JAVA কিন্তু ওয়েবডিজাইনারদের জন্য না। এটা একেবারেই আলাদা টার্ম। জাভাস্ক্রিপ্ট বলতে পারেন।

৩০ শে মে, ২০১৬ ভোর ৬:২৮

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: ভুল তথ্য প্রদানের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত :(

২| ০৯ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

ইমরান নিউ বলেছেন: যাহোক চালিয়ে যান। গুড পোস্ট

৩০ শে মে, ২০১৬ ভোর ৬:২৯

আহাম্মেদ জুবায়ের করিম ( সৌরভ ) বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
আমি অনেক দিন লেখালেখি থেকে দূরে ছিলাম
আবার শুরু করার ইচ্ছায় লগইন করলাম।
সাথে থাকুন :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.