নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে।

রাফা

ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।গালি সহ্য করার মানসিকতা শুণ্যের কোঠায়।রাজাকার,আলবদর ,আল সামস মোট কথা বাংলাদেশের বিরোধী যে কোন শক্তিকে প্রচন্ড রকম ঘৃণা করি। তার চাইতে বেশি ঘৃণা করি নব্য ছাগিয়তাবাদিদের। যারা আশ্রয় প্রশ্রয় দেয় যুদ্ধাপরাধীদের ।

রাফা › বিস্তারিত পোস্টঃ

অচেনা রুপের নিউ ইয়র্ক !! (করোনার এপিসেন্টার)

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১০



পি এস-৬৯ প্রাইমারি সিটি স্কুল। শিশুদের কল-কাকলীতে মূখর থাকার কথা।করোনার কাছে হারিয়ে গেছে শিশু কিশোরদের চঞ্চলতা।



একই স্কুলের প্লে গ্রাউন্ড ।মনে হয় কাঁদছে সাথিদের অনু-উপস্থিতিতে।



যাত্রী বিহিন বাস স্ট্যান্ড।ঠিক এই সময়টা হোচ্ছে পিক আওয়ার।সারিবদ্ধ যাত্রীদের পদচারনায় মূখর থাকার কথা।



আর্থিক লেনদেনের প্রতিষ্ঠানে নেই কোন জন-মানব । ইহা একটি ব্যাংক -কোন কারনেই ব্যাঙ মনে করিবেন না।



জনশুণ্য ব্রডওয়ে ।দিনরাত যেখানে অর্থহিন।

মন্তব্য ৪৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনাদের দিকে এ্যাম্বুলেন্সের ঘনঘন যাতায়াত কমেছে?

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:১৯

রাফা বলেছেন: না, প্রতি ২০ মিনিট পর পর সাইরেনের আওয়াজ আসছেই।

ধন্যবাদ,চাঁদগাজী।

২| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:



শুনলাম, আমাদের এদিক থেকে হাসপাতালে মানুষ কম নিচ্ছে, এসে দেখে, অবস্হা বুঝে অনেককে নিচ্ছে না।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৫

রাফা বলেছেন: নিচ্ছেনা ,কারন একেকজন ডাক্তারের অধিনে অসংখ্য রুগী।নার্সরা ঠিকমত টেক-কেয়ার করতে পারছেনা।প্লাস পর্যাপ্ত বেডও নেই।

৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক অবিশ্বাস্য অকল্পনীয় সময়ের মূখোমূখি সভ্যতা!
মুক্তির পথও অচেনা।

এ লড়াই থামবে কবে??
কবে আবার শিশুদের কাকলীতে ভরে উঠবে এ আঙিনা???

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৮

রাফা বলেছেন: বাইরে বেরুলে মনে হয় শহরটা মৃত। বাতাসে শুধুই হাহাকার।
জানিনা এই অমানিশার কাল কখন কাঁটবে।

ধন্যবাদ,বি.ভৃগ।

৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৩৭

কলাবাগান১ বলেছেন: এই টিডি ব্যাংক টা জ্যাকসান হাইটস এর না????? এমন সুনসান ..।দেখেই চিনা যায় না নিউইর্য়ক এর রাস্তা...তবে নিউইর্য়ক এর আকাশ যে এত নীল এখন খেয়াল করি নাই

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৪২

রাফা বলেছেন: হ্যা এটা সেই টিডি ব্যাংক যার দুই পাশে দু'টি ফুড কার্ট থাকে বাঙালীদের।
প্রকৃতি তার নতুন রুপ দেখাচ্ছে এই জান্তব শহরকে।

ধন্যবাদ,কলাবাগান ১।

৫| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫১

কলাবাগান১ বলেছেন: আমাদের জ্যাকসান হাইটস এ যাওয়ার প্রধান উদ্দেশই হল এই দুই কার্ট থেকে চিকেন ওভার রাইস খাওয়া..বিশেষ করে ছেলের

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৭

রাফা বলেছেন: হুমমমম, আমার অবশ্য স্যান্ডউইচটাই বেশি পছন্দ।চিকেন অথবা কম্বো।প্রায় ২০ দিন হলো ওরা বসছেনা ।

৬| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৪

বিজন রয় বলেছেন: আমাদের ঢাকা অত ফাঁকা না। এখানে সেখোনে এখনো অনেক লোক ঘুরে বেড়াচ্ছে।
এখানকার মানুষ করোনাকে ভয় পায় না (!!!???)

বুঝছেন তো।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০০

রাফা বলেছেন: প্রতিদিন হাজার হাজার প্রাণ হারিয়ে যাচ্ছে এই শহর ও দেশ থেকে।কাজেই কতটা স্নায়ুর চাপে ভুগছে মানুষগুলো একটু ভাবুন।

ধন্যবাদ,বি.রয়।

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৩

রাফা বলেছেন: পুরো বাংলাদেশের চাইতে বেশি বাঙালী মৃত্যু বরণ করেছে নিউ ইয়র্কে এখন পর্যন্ত।

৭| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা কি নিউইয়র্ক শহর?

১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৭

রাফা বলেছেন: জি ব্রাদার ,এটা আজকের নিউ ইয়র্ক।কখনও ভাবিনি এমন রুপে দেখবো বিশ্বের রাজধানীক.।

ধন্যবাদ,মো.সা.হোসেন।

৮| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) :( :(

১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৪

রাফা বলেছেন: Click This Link This is what Bangladeshi People

৯| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৫

মু, আমজাদ হোসেন বলেছেন: কিছু মনে করবেন না, করোনার 'এপিক সেন্টার' নয়, শব্দটি হবে এপিসেন্টার (epicentre) ।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:০৯

রাফা বলেছেন: কিছু মনে করবো কেনো !! সংশোধনের জন্য অবশ্যই ধন্যবাদ,মু.আ.হোসেন।

১০| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৩৪

নেওয়াজ আলি বলেছেন:
দেশে চা দোকানে এখনো ভালোই আড্ডা জমে।

১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪০

রাফা বলেছেন: আপনিও কি সেই আড্ডায় যোগ দিচ্ছেন নিয়মিত ? নিজের কথা না ভাবলেও পরিবারের কথা ভেবে বিরত থাকুন।
নিজেকে ও অন্যকে রক্ষা না করতে চাইলে আল্লাহ ও রক্ষা করেন না।

ধন্যবাদ,নে.আলি।

১১| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
নিউইয়র্কে বেশীরভাগ বয়ষ্ক বাংগালী সংক্রামিত হয়েছে মসজিদ থেকে।
আর ফেব্রুয়ারির শেষে 'প্যানিক বায়িং' উৎসবের মাধ্যমে।

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:১০

রাফা বলেছেন: বাঙালীদের বেশি সংক্রামিত করার বেশি ভুমিকা রেখেছে রেষ্টুরেন্ট/উবার/লিফট/ইয়োলো ক্যাব।আর বিশেষ করে গ্রোসারি ষ্টোরগুলো। আমার বাসার কাছের মসজিদটি যথা সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিলো।

ধন্যবাদ,হা.কালবৈশাখী।

১২| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: শুনশান। নিরব।

১৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: সব শহরের রাস্তগুলোই এখন জনমানবহীন। আমাদের বাসার সামনের এই রাস্তা পাশে bts sky train station সব সময় এমন ব্যাস্ত ছিল। এখন এখানে মাঝে মাঝে দু একটা পুলিশের গাড়ি ছুটে চলে

১৮ ই এপ্রিল, ২০২০ রাত ৩:৪৭

রাফা বলেছেন: নিউ ইয়র্কের মত শহরের এমন অবস্থা কল্পনাই করা যায়না।এখানে দিন আর রাতের মধ্যে কোন পার্থক্যই নেই।এই শহরে দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকার মত প্রতিষ্ঠান প্রচুর। ট্রানজিট চালু থাকে ২৪ ঘন্টা।রাত্র ২টা ৩টা বা ৪টার সময়েও আপনি একাই ছুটে বেড়াতে পারবেন শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।অনেকে কাজ থাকে ফিরে আসে মধ্য-রাতে।অনেকে আবার ছুটে যায় সেই মধ্য-রাতেই কাজ করতে।

এরকম শহরে বাস করে যারা তাদের কাছে এটা খুবই নতুন রুপ।একবার ইলেক্ট্রসিটি ছিলোনা প্রায় ৭২ ঘন্টার জন্য।সিটি থেকে নিয়ম করে দেওয়া হয়েছিলো কেউ ম্যান-হাটান আসলে তার প্রাইভেট কারে মিনিমাম চারজন নিয়ে ঢুকতে হবে যদি নিয়ে না আসে তাকে সিটিতে ঢুকতে দেওয়া হবেনা।মানুষ'কে আটকাতে পারেনা কোন প্রতিবন্ধকতা।এমনই কাজ পাগল মানুষ নিউ ইয়র্কাররা।অবশ্য এর মূল কারন ঘন্টায় পেমেন্ট করা।

ধন্যবাদ,জুন।

১৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৪

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম নিরবতা।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ৭:৪৯

রাফা বলেছেন: এই নিরবতার স্বাক্ষি হয়ে থাকলাম আমরা।যদি বেচে থাকি হয়তো একদিন সৃতি হাতরে ফিরে আসবো এই দিনে।

ধন্যবাদ,সে.আনোয়ার।

১৫| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ৯:৫৮

মিরোরডডল বলেছেন: সত্যি ডেড সিটি মনে হচ্ছে । নিউ ইয়র্কের অবস্থায়ইতো সবচেয়ে ভয়াবহ ।

কখনও ভাবিনি জীবনে এরকম কোন ঘটনার সাক্ষী হব ।
আমাদের এখানে ফুল লকডাউন না হওয়ায় এরকমটা হয়নি এখনও । আর তাছাড়া অনেকে রেস্ট্রিকশন মেইনটেইন করেছেনা ফাইন খাচ্ছে । প্রয়োজনে বাইরে যাচ্ছে মানুষ ।

আমার বিশ্বাস, আমার মতো অনেকেরই বিশ্বাস আগামী মাস দুয়েকের মধ্যে সব কিছু আবার ঠিক হয়ে যাবে । ভ্যাক্সিন আসতে সময় লাগবে হয়তো কিন্তু রিকভারি ড্রাগ চলে আসবে সুন । আবারও হয়ে উঠবে লোকে লোকারণ্য, প্রানবন্ত পরিবেশ ।

১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:২৪

রাফা বলেছেন: জি ব্রাদার ।তার মধ্যে আবার কুইন্স বরোতে আক্রান্তের সংখ্যা বেশি।যেখানে আমাদের বসবাস। কেনো যে বেশি ভাড়া দিয়ে এখানেই থাকতে হবে আমাদের ! এখন হাড়ে হাড়ে টের পাইতেছি আতংক কাহাকে বলে।

সাময়িক সমাধানের পুর্বেই ট্রাম্প চাচা আরেকটি আত্মঘাতি সিদ্ধান্ত নিতেছে।সাধারণ মানুষ'কে মাঠে নামিয়েই ছাড়বে।পেটের দায়ে কয়েকদি পরে নামতেই হবে কিছু মানুষ'কে।আমি ভাবছি সেই অসহায় মানুষের কথা।

ধন্যবাদ,মিরোরডডল।

১৬| ১৭ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: ধনী দেশ গুলো বিপদ কেটে উঠবে। দরিদ্র দেশ গুলোর কি হবে??

১৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬

রাফা বলেছেন: সবার বিপদ কাটবে ,শুধু মূল্য দিবে সাধারণ অসহায় অসংখ্য মানুষ। আমি আপনিও হোতে পার তাদেরই একজন।

ভালো থেকে ভালো রাখুন আপন-জনকে। ধন্যবাদ,রা.নুর।

১৭| ১৮ ই এপ্রিল, ২০২০ রাত ২:১৩

ওমেরা বলেছেন: হাজার হাজার মানুষ মারা যাচ্ছে । এরকম তো হবেই । কত ভয়ংকর সময়ের ভিতর দিয়ে মানুষ যাচ্ছে।

আমাদের রাস্তায় এখন গাড়ির ( প্রাইভেট কার) সংখ্যা আরো বেড়ছে। মাঠে ঘাটে লোক জনও ভালই নরম্যাল সময়ের মতই আছে।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:১৩

রাফা বলেছেন: মানুষ তার অসাধ্য'কে সাধন করার চেষ্টা করছে বলেই সমাজ,সংসার ,দেশ ও পৃথিবিটা এগিয়েছে।সেই গুহা থেকে মানুষ আকাশে চলে গেছে।কাজেই মানুষ'কে আবদ্ধ করে রাখা এত সহজ নয়।

মানুষ তার গন্তব্যে পৌছার জন্য সব কিছুই করবে।এখন যেমন ঠিক একটি ভ্যাকসিনের জন্য মরিয়া হয়ে উঠেছে মানুষ।মানুষ তার শেষ নিঃষ্বাস পর্যন্ত সচল থাকার জন্য লড়াই করবে।সেটাই দেখছেন এখন।

ধন্যবাদ,ওমেরা।

১৮| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৩

মলাসইলমুইনা বলেছেন: যারা নিউইয়র্কে কখনো যায়নি তারা বুঝবে কখনো যে এই ফটোগুলো কি পরিমান অবিশ্বাস্য ! এর পরে পুরো একটা জেনারেশন তাদের লাইফটাইমেও হয়তো এই অবস্থা আর কখনো দেখবে না (আল্লাহ সেটাই যেন হয় )। মন খারাপ হলো ফটোগুলো দেখে ।

১৯ শে এপ্রিল, ২০২০ রাত ১:২১

রাফা বলেছেন: রুপ কথার গল্পকেও হার মানিয়েছে বর্তমান নিউ ইয়র্ক। সেই যে জিয়ন কাঠি আর মরণ কাঠির গল্পের মত।মনে হয় মরণ কাঠির ছোঁয়ায় সব পাথর ও স্থীর হয়ে গেছে।অপেক্ষা ভ্যাকসিন নামক জিয়ন কাঠির জন্য।

অনেক ঘটনার স্বাক্ষি হয়ে থাকবো কিনা জানেন একমাত্র সৃষ্টিকর্তা।ধন্যবাদ,না.ইসলাম।ভালো থাকুন ও রাখুন।

১৯| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৩

এ্যাক্সজাবিয়ান বলেছেন: রাফা দোস্ত, ঘরে থাকুন, নিরাপদ থাকুন।

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:১৬

রাফা বলেছেন: চেষ্টা কইরা যাইতেছি ....আমার লাইফের কঠিন সময় মনে হয় এটাই।

ধন্যবাদ,উপদেশের জন্য।

২০| ২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:২৫

এ্যাক্সজাবিয়ান বলেছেন: আপনারা বড় যন্ত্রনা করেন। দেশে কাজের কর্মের অভাব ? হয়ত টাকা কম কিন্তু মনে তো শান্তি আছে, বিদেশে থেকে মনের শান্তি পাইছেন জীবনে?

২১ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৭

রাফা বলেছেন: আমি অন্য অনেকের মত কখনই বলবোনা প্রবাসের জিবন অনেক ভালো।ভালো তাদের জন্য যারা শুধু ঘুরে বেড়ানোতে ব্যায় করে।জিবিকার প্রয়োজনে উচ্চশিক্ষায় কিংবা চাকুরীর সুবাদে অনেককেই বাধ্য হয়ে থাকতে হয়।

দেশের কাছে শুধু যারা আশাই করে যায় যারা: তাদের কাছে ছাড়া প্রবাস জীবন হলো একটা অভিশপ্ত জিবন।এটা সম্পূর্ণ আমার দৃষ্টিভঙ্ঘী।আমি আমার শেকড়ের কাছে ফিরবোই এটুকু বলতে পারি।মরতে হলে নিজের মাটি'তেই মরতে চাই।অন্য কোন দেশে অবশ্যই নয়।

ধন্যবাদ এ্যক্সজাবিয়ান।

২১| ২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৩৩

ফারহানা শারমিন বলেছেন: এতদিন আমরা পৃথিবীকে জ্বালিয়েছি। এখন পৃথিবী আমাদের জ্বালাচ্ছে।

২২ শে এপ্রিল, ২০২০ সকাল ৭:৫৪

রাফা বলেছেন: কথা কিন্ত সত্যই বলছেন।

ফা.শারমিন=যখন কমেন্টের রিপ্লাই করবেন কমেন্টের উপরে যে গ্রীন এ্যারো সেখানে ক্লিক করে রিপ্লাই করলে যে কমেন্ট করেছে সে ইনফর্মড হয়ে যাবে। দ্যাটস দ্য ওয়ে টু রিপ্লাই।

ধন্যবাদ।

২২| ২৩ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬

রাফা বলেছেন: Click This Link প্রত্যেকের শুনা উচিত এই আলোচনা।

২৩| ০৯ ই মে, ২০২১ রাত ১০:১৬

খায়রুল আহসান বলেছেন: চব্বিশ ঘন্টা জনসমাগমের শহরটাকে কেমন মৃতপুরীর মত দেখাচ্ছে ছবিগুলোতে!

এখন কেমন অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.