নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিও একদিন লাশ হব, সেই লাশ মাটির নিচে থেকে রোদ বৃষ্টিতে ভিজে অংগার হবে। বৃষ্টি ভিজা কাদায় শরীর ভিজে যাবে, শুধু অনুভবে নিথর লাশ হয়ে রয়ে যাব শেষ বিচারের অপেক্ষায়.......

ফেনা

মুক্ত ও সাদা মনের মানুষ হতে আগে চাইতাম। এখন আর চাই না। এখন একটু মুক্তি চাই, চাই জীবনটা শেষ হবে এই অপেক্ষার অবসান। [ মৃত্যুটা খুব স্বাভাবিক; বেঁচে থাকাটা অস্বাভাবিক।]

সকল পোস্টঃ

বিচ্ছিন্ন আকুতি - মাননীয় প্রধানমন্ত্রী; আমি আপনাকেই বলছি।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০


“আপনি শিকঁড়ের সন্ধান করুন, ধ্যানে বসুন শিকঁড়ের খোঁজে…… আপনার নিজের শিকঁড় খুঁজে দেখুন; খুঁজে দেখুন দেশের শিকঁড়। এই শিকঁড়ই আপনাকে বর্তমান সকল সমস্যা সমাধান করতে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে সহায়তা...

মন্তব্য৬ টি রেটিং+০

পিউর লাভ

১৪ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩


একটা ফুল;
বিলাসী স্বপ্ন
তুমি ফুল,
...

মন্তব্য১০ টি রেটিং+৩

বৃষ্টির আদর

১২ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮


প্রকৃতির ভিতর আমি প্রকৃতি খুঁজি
তোমাকে বুঝতে পারিনা বলে,
বুঝতে পারিনা তোমার হৃদয়ের স্পন্দন।
তাই- প্রতিনিয়ত
হতাশার বৃত্তে আবর্তিত হই
অন্তর্নিহিত ভালবাসার খোঁজে।

শিলা মাটির খড়তা
আমাকে উত্তপ্ত করে
এক পশলা বৃষ্টির আদরের আশায়।
তুমি কি পারনা প্রিয়-
আমার...

মন্তব্য১৪ টি রেটিং+২

দুরাত্মার অনায্য দাবী

১১ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৪২


উদলা আজ আমার- সকল কল্প-স্বপ্ন
নাই আজ মাথা তুলিবার সাহস সম
তাই নতজানু হয়ে চলছি মৃম্ময়মান।

ঘোড়ার তেজে চলা আমি
কচ্চপের গতিতেই এখন অসীমতা
নাই আজ মাথা তুলিবার সাহসের সমতা
আমার চলা আজ মৃম্ময়মান...

মন্তব্য৮ টি রেটিং+২

এক পলক

১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭


নবী দে তো এক কাপ কফি
মনটা আজ ভাল নেই।

গাড়ী মনে হয় আজও করবে দেরী-
এক পলক দেখা যাবে তাকে; খেতে খেতে কফি।

নাহ- মনটা ভাল নেই,
সে থাকেনি আশে পাশে।

ডাইনেষ্টিতে বসে-
আর কত...

মন্তব্য১৬ টি রেটিং+০

রাখি – ভাবনায় তুমি

১০ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০


কেমন আছ রাখি?
অনেক দিন ধরে তোমাকে দেখি না,
প্রতিটা মুহুর্তেই তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়।
মনে হয়-
সময়ের প্রতিটা মুহুর্তেই যদি
তোমাকে আবদ্ধ করে রাখতাম……
মনে হয়-
প্রতিটা নিঃশ্বাসে যদি তুমি থাকতে,
তবে আমি বুঝি আমি...

মন্তব্য৪ টি রেটিং+০

রাখি - স্পর্শের অনুভুতি

০৯ ই জুলাই, ২০১৮ রাত ৮:৪৬


বিশ্বাস কর রাখি-
তোমাকে আমি ভালবাসতে চাইনি।
কিন্তু-
কখন যে নিজের মনের অজান্তে
আমার মনের জমিতে বসত গড়েছ;
বুঝতেই পারিনি।

তোমার চোখ দুটি যখন পিট পিট করে-
আমার দিকে তাকায়;
মনে হয়- নিজেকে আর ধরে রাখতে পারছি...

মন্তব্য৬ টি রেটিং+১

আমরা এবং আমাদের গতি পথ

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

একটি কপি পেষ্ট পোষ্ট। ফেসবুক থেকে "ঝাকুনি তত্ব" নামক একটি পেইজ থেকে নেওয়া হল।
ইজরাইলের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন নতুন মৌল আবিস্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা লাইব্রেরিতে...

মন্তব্য২৪ টি রেটিং+২

নষ্ট পথে আমাকে ডাকে

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৮


বিজলীত মনের ফেনীল আকাঙ্ক্ষা
হায়েনার মতো রক্তে আক্রোশ
মিশে আছে যেনা -
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ বিন্দুতে।
আমি দেখি রক্তের দাগ
আমার নাকে- মুখে সবখানে
বীভৎস ভয় আর আমার একাকি আর্তনাদ
সমাজের প্রতিটি সেলাইয়ের ছেঁদ...

মন্তব্য৬ টি রেটিং+১

নিকট দর্শন

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০৯


স্তনের চাপে পিষ্ট-
মনের নিম্নাঞ্চল,
ভাবনার কথায়- খায়েশি জীবনের
কী ভয়ংকর ঝড় তোলে
মনের অনাকাংখিত বাসরে।
আমি এখন প্লাবিত জীবনের শেষে
ঘার্মাত বীর্যের নাপাক হেশ।

মন্তব্য৬ টি রেটিং+০

ক্লান্ত সৈনিক

০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:০৮


নির্বাসিত জীবনে পরাজিত আমি;
ক্লান্ত সৈনিক।
জীবন তরীর খুঁজে না পাওয়া তট,
কি পীড়াদায়ক জীবন নাবিকের!
আমি কি ষোল কলা পূর্ণ করেছি-
জীবনের কোন কর্ম?
প্রতিটা জীবন-ই নির্বাসিত লাগে
লাগে লাশ পচাঁ গন্ধে ভরা-
সমাজের পরিবেশ।
সবকিছু থাকার...

মন্তব্য৪ টি রেটিং+০

আমার কেন এই পৃথিবীতে আসা?

০২ রা জুলাই, ২০১৮ দুপুর ১:১৯


আয়নিত মনকে,
বলেছিলাম-
দেহের জৈবতা থেকে দূরে থাকতে।
কিন্তু-
দূর্গন্ধময় নষ্ট সমাজ
আয়নিত মনকে
চৌম্বকের বলয়ে
আবিষ্ট করে রাখে।
যেন-
দেহের জৈবতেকে সতেজ ভাবে ধরে রাখতে পারে।
তখন-
নষ্ট সমাজ আরো নষ্ট হয়,
দূর্নীতিবাজ নেতার বলিষ্ট ছায়ায়।
তবে কি আমি প্রতিভা;
নারীর যৌবনের...

মন্তব্য৪ টি রেটিং+০

জীবনের মানে

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৫:২৬

জীবনের মানে পেট ভরে খেয়ে নিশ্চিন্তে ঘুম যাওয়া
জীবনের মানে ঘুম থেকে ঊঠে একরাশ হাই তোলা
জীবনের মানে হাই তোলতে তোলাতে তোমার অপূর্ব রুপে ভরা মুখটা দেখা
জীবনের মানে তোমার আমার অমর প্রেমার...

মন্তব্য৪ টি রেটিং+০

হারিয়ে যাওয়া তুমি

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ২:০৯

হাওয়ার নির্মলতা; আমার অসহ্য লাগে,
লাগে একগেয়েমিতে দম বদ্ধ হয়ে যাওয়ার যন্ত্রনা।

নতুন করে,
তুমি হারিয়ে যাওয়াটা ভীষণ অনুভব করছি
সেই জন্য বোধ-হয়-
আমার যন্ত্রনাটা ক্ষনে ক্ষনে চক্র বৃদ্ধি হারে বাড়ছে।
আর তা-
ষোল কলা পূর্ণ...

মন্তব্য১০ টি রেটিং+০

চেতন আর খুন

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৪৩

আমার আমিকে শুনি শুধু-
আমার অবহেলিত চেতন

ভালবাসাহীন কৃষ্টাল জীবন,
মনূষ্যতের ভাবে অভিনীত সামাজিক প্রাণ
জীর্ণ শীর্ণ আজ মানবিক প্রাণ।

ঘ্রাণহীন আত্তার টানে; ধরেছে ঘূণ-
ক্যান্সারের ভালবাসায় মৃত প্রায় আজ আত্তা;
আপনা খুন।

মন্তব্য৮ টি রেটিং+০

১০১১১২১৩

full version

©somewhere in net ltd.