![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কার বুকে মুখ রেখে নিরবধিকাল সয়ে গেলে?
তোমার স্বপ্নের ভাঁজে ভাঁজে
হৃদয়ের খাঁজে খাঁজে চেতনার পাটে পাটে লুকিয়ে রেখেছ যাকে-
তাকে আমি চিনি;
সে যে বিশ্ব কাঁপানো ছেলে ভুলানো এক নষ্ট মেয়েছেলে
বাঁজা রমণী! নিজের প্রাপ্তিটাই তার কাছে অনেক বড়
শুরুতেই চেয়ে বসে কড়ায়গণ্ডায় হিসেব করে নিয়ে যায়
সব অনাদায়ী সুখ, তবুও মাঝে মাঝে অকারণেই ফুঁসে উঠে
তোমায় জ্বালিয়ে খাক খাক!
কখনো কখনো রাতের শেষ প্রহরে তোমায় ঘুমন্ত পেয়ে ঘর পালিয়ে
সূর্যমুখী খালের ধারে ভ্রাম্যমাণ পথিকের বুকে চেপে বসে-
তবু তুমি কিছু পারো না জানতে!
আচ্ছা তুমি কি সুখ পাচ্ছো?
তোমার বুকে বাসা বাঁধার আগে ঐ নষ্টটার এত আশ্বাস
সে কি সব রেখেছে?
তোমার দেহের শিরায় শিরায় এখন কি প্রবাহিত হয় নীল রক্ত?
তোমার দু’চোখে এখন কি নক্ষত্রলোকের হারানো নক্ষত্রগুলোকে দেখতে পাও?
তবে সময় থাকতেই পাওনা সব বুঝে নাও!
নতুবা দেরি হয়ে গেলে তোমার মগজের মগডালে পা ঝুলিয়ে
তোমার সাজানো বাগান তছনছ করে খিলখিলিয়ে হেসে উঠবে এই শর্তহীন রমণী-
“কবিতা”!
২| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:০৯
আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: ভালো। গল্পের মতো।
৩| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৬
চাঁদগাজী বলেছেন:
ভালোবাসায় রিক্ত হওয়া কোন সন্যাসীর ভয়ংকর অভিশাপ?
৪| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০
মেহেদী রবিন বলেছেন: এই তো চলছে
৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৩
রুরু বলেছেন: গদ্য ছন্দের কবিতা বিশেষ একটা পছন্দ না। তার পরেও এটা খুব ভাল লেগেছে।
৬| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ১০:৫০
কানিজ রিনা বলেছেন: আমি এক জনকে চিনি, তাকে বলেছিলাম
এতসব নষ্ঠামি কেন। তোমার তো সুন্দর স্ত্রি
সন্তান আছে সে বলেছিল সব গোলাপ একই
আকৃতি শুধু রঙের বেলায় আলাদা। তাই
একটি গোলাপের বিশ্বাস ভেঙে গেল আরও
গোলাপ খুজতে গিয়ে। আজও ফেরারী হয়ে
ঘুরি অবিশ্বাসী উন্মত্ব হয়ে।
পারিনাই একটির সাথে অনেক গুল মিলাতে
গন্ধে সৃজনে একটিই রানী।
বিশ্বাসে নয় আস্বাশে জড়াই উন্মাদ আতলামী।
বিশ্বাস করো পাইনি আমি অনেকের ভিতর
তোমাকে। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:০৬
এম এ কাশেম বলেছেন: ভাল লেগেছে কবি।
শুভেচ্ছা জানবেন।