নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
==================
দূর বদল আশাগুলো থাক না
ঝরা পাতার মতো
নড়বে- চরবে, ঝরবে- উড়বে
এই বেশ তো!
আর কালনিশি ভাবনা
যেনো অন্তক্ষরণ মায়াবী জোছনা।
মেঠো পথের মাঝে কাঁটা
নয় তো লাল টুকটুকে গোলাপ!
তারপরও রয়ে যায় আশা-
এক...
================
আশ্বিন চোখে- সূর্যের হাসি
চৈত্রের খড়ায়, চাঁদের খুশি-
মাটির মায়ায় আনন্দে মাতি
আমার সুখ যেন আঁধার কুচি;
তবুও ধন্য হলাম-পূর্ণ পেলাম
এ ঘাস বুকে পূর্ণিমার মেলা-
জেগে থাক আঁধার খেলা!
তাও জোছনা বাতি- থাক না-
জ্ঞানহীনতার...
==============
আমি মরিচ- তুমি জাল
আমি চিনি কিংবা মধু-
তুমি শখের মিঠায় কদু;
তুমি অতীত- আমি বর্তমান
চলছে ভালবাসা অফুরান।
তুমি সবুজ সোনালি মাঠ
আমি ঘাসফড়িং উড়া উড়া
ঘাসের বুকে চাঁদ- তুমি ফন্দী
করার ফাঁদ আমি আটকানো ঘাট
এভাবেই জ্বলবে...
====================
আকাশ বন্দী তারার কাছে
বাতাস বন্দী সুগন্ধীর মাঝে
বন্ধু ল মন ভুলা না-
তোর জ্ঞান বোধ কানা;
বিদ্বেষীরা হেঁটে যায়
হাজার শয়তান খারা
আকাশ থেকে বৃষ্টি ঝরে
মেঘের কাছে থাকে না বেড়া-
বন্ধু ল মন ভুলা না
আদম হাওয়ার...
===========================
শূন্যদেশে পুণ্যবেশে ভেবে নিবো!
ঘাসফড়িংতে ভালবাসা আসছে ফিরে-ফিরে-
অপেক্ষা শুধু সবুজ মাটির ভিরে-
তবুও ঘাসফুল হাসে উঠে রোদ বৃষ্টি ঝড়ে;
এবুঝি ভালবাসা আসছে ফিরে- ফিরে।
পূজ্যপাদে এখন শুধু প্রহরগুণা-
আর কত ক্রস দূর- চলছে...
======================
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা
সু-গন্ধী হাওয়া দৃশ্যবিরল উড়া!
হলদা গায়ের পারে বেঁধেছে
সাদা রঙের বাসা- এ পারেতে
ঝলক মারে সন্ধ্যা- দুপুর বেলা!
মুখশ্রীতে দেখি শুধু ভালবাসা।
উড়ে যায় শুধু বনোহাঁস কিংবা
কিছু পায়রা কিংবা ঢেউ তুলা...
=======================
মধু খেতে লাগে না আর মৌমাছি
সরিষা গায়ে চিনি মিশে মধু রে ভাই মধু;
মৌমাছিরা এখন ভয়! পায় না কোন
প্রেমময় বাগান; তবুও ওরা বলে খাঁটি
খাঁটি করে পাগল রে ভাই এত...
========================
এখন ফসলের ভরা মাঠ- বড়ই অদ্ভুত
কিছু তেল চাষী দেখা যাচ্ছে নিত্য!
তারা অমৃত চাষ করতে চায়, কিছু
সৃষ্টিশীল চারা গাছকে ওপরে ফেলে;
এখন ভীষণ ব্যস্ত সময়-কিন্ত বুঝে না
ন্যায়নীতি বড়ই ভার শুধু...
=====================
আবেগী সময় এখন দেখছি রাত-
দেখছি প্রভাত- তবুও ফুরায় না
আগামী কাল অথবা পরশু দিবারাত;
আবেগী সময় এখন- হাসতেও জানে না,
কাঁদতেও পারে না- তবুও চলছে-
ঝরা পাতার মত- এতো নিঠুর
নিয়তির মাঝে...
====================
আবেগি মন-কেঁদো না আর
কেঁদো না- ফুল পাতা ঝরে যাবে-
এতো নিয়তির নিঠুর যাতনা;
অথচ সময়ে রাখনি মনে কিছু বায়না
প্রয়োজনে বুঝেছি মন ভাঙ্গা বেদনা!
তবুও কেঁদো না জানি কেঁদো না ।
স্বপ্ন পাতায়...
==================
চাঁদের মুখে বর্ণছিল চুপ:
অথচ সূর্যের ভীষণ তাপ-
রৌদ্রবালি খা-খা করেছিল;
অজস্র জলরাশির ঢেউ-
কখন যে ভাসিয়ে তুল
বলো- এতো খানি কেউ?
আজও ঘন্টার বাজার মত
ঘৃণাগুলো টন টন করছে-
এতটুকু বুঝল না নিঃসঙ্গতা
তবুও বার বার একুশ আসে
দক্ষিণা...
====================
আমি মেঘ হয়ে যাচ্ছি-
কিছু বর্ণমালার রঙধনু হবো বলে!
আমি তারা ছুঁইতে চাই-
শুধু একুশ আছে বলে; আমি বৃষ্টি ঝরাতে
হতে চাই না- কারণ ভয়ঙ্কর
কালবৈশাখির মেঘ হতে হবে বলে-
আমি মেঘ হয়ে যাচ্ছি।
আমার বর্ণগুলো এক...
==========================
একটা কবিতার আবৃত্তি হবে বলে
তাজা রক্ত ঝরেছিল সেই দিন-
একটা গল্প রচনা হবে বলে একুশ
বাংলা মায়ের কুল হয়েছে!
একুশ আমার সাহিত্যের সোনালি বর্ণচূড়া
কবির সত্তা পেয়েছে।
আজও সম্মান করে থাকে উঁচু...
================================
কি শিখালো একুশ আমায় বর্ণচোরা;
কিংবা ৭১ কি শিখালো নৈতিকতা!
সবকিছু বিকিয়ে দিয়েছি আজ ব্যর্থতা-
তবুও মহান শহীদের প্রতি বিনম্র লাল স্যালুট জানাই;
কেনো না যে স্বপ্ন এঁকে দিয়েছিলো প্রজাপতির ডানায়
রোজ স্বপ্ন দেখি-...
======================
মাটি- মাটি- মাটির বিছানায়
শুইলে পরে- বন্ধু তোর গন্ধ পাই--
আতড়, চন্দন হার মানায়- বন্ধু তোর গন্ধ পাই—
কৃষ্ণতলা কত কায়া- ফুর ফুর করে
হেঁটে যায় ছায়া- যত মায়া হার মানায়
অস্থির...
©somewhere in net ltd.