নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=======================
ঘুরন্ত পৃথিবীতে ঘুরছি- ঘুরছি- শুধুই ঘুরছি
আর রাতে শুধু চাঁদের পানে চেয়ে আছি-
চেয়ে আছি- মাঝে মাঝে তারাও গুণছি আর
গুণছি- কারণ এটা নাকি ভবিষ্যৎ বানী;
ভাবান্তর কতটুকু বিরল-আর কতটুকু বিরল-
দেখো লোম কার্তিক নাকি...
=========================
খুব মনে পড়ে গেলো, শুভেসাদেক
আকাশ, অনেক দিন পর, সে কাছে এসেছিল-
কৃষ্ণচূড়া হাত, লালে- লাল করেছিল!
ফাগ্লুণি বাতাসে ভোরের কি সূর্য তাপ-জেনো
কল্পান্ত হাসি ঘাসের উপর শুধু দুলছিল;
তবুও আবাক দৃষ্টির জল নদীর দিকে...
==================
যখন ক্ষমতার চোখ অন্ধ হয়ে যায়-
তখন অনেক কিছুর অগ্নি দণ্ড পায়;
যখন অতীতে কে ভুলে জ্বর জ্বর ভাব
তখন বর্তমানে তুলশীর পাতা উড়া স্বভাব।
এটাই স্বাভাবিক হালখাতার দোকান
এই মাত্র খুলা বা বন্ধ করার...
=====================
বলতে পারো মৃত্যুর রঙের ধরণ কি
মৃত্যুর আকার প্রকৃতি কেমন? জানি
ভয়ে বাঘের লোম খাঁড়া হচ্ছে!তাই না?
তবুও আমার অনুভূতিতে ছুঁয়ে যায়-
মৃত্যুর দু’ধরণ; অবাক হচ্ছো তাই না;
সত্যই কি মৃত্যুর ছলাকলা নিয়ে ভাবছো-
না,...
©somewhere in net ltd.