| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলমগীর সরকার লিটন
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
এতোটুকু কর্মকাণ্ড দেখে
খুব ইচ্ছে হবে- স্যালুট জানাতে!
কি লাভ পাবে তাতে?
জল শুকনো তরঙ্গে আফসোস
হাওয়ার গায়ে লাগবে না বাতাস,
গন্ধটুকু নাকে সরে যাবে
রাগ অভিমান আর বিদ্বেষে।
ওখানেই থাক; যেখানে
করেছিল অবজ্ঞা- মিছেমিছি ব্যথা...
নিজের দর্পণ চকচকে নয় বলে
বার বার কাচ ভাঙ্গি; রক্তাক্ত দেয়াল
কথা কয়- কিছু প্রশ্ন নেই কারণ স্বার্থপরতা;
গিলে খেয়েছে নিজেকে। তুমি না
থাকলে আজ দর্শন হতো না অথচ কত বড়াই!
দেখছি নয়ন কেঁপে- সবুজ...
নাকের ডগায় পৌষ গেলো
মাঘের দেখা পেলাম না-
মাঠ বিরল- নদী চিরল ঘাটে-
হাড় কাঁপা শীত, মনে পরে-
রঙিনা এই না ঢাকা শহরে;
চিমটি খেয়ে মাঘের দেখা
বাঘ দৌড়ায় কোথায়?
বাঘের গায়ে ডোরাকাটা শাল-
আমার...
সমুদ্রের জল দেখে দেখে
কান্নামাখা চোখ, শেষ করি-
সবুজের প্রেমও নীলা দেখে
রঙিন হই- রাতদুপুর ফুরাই-
আর হরেক সদায় পান করি-
ভবঘরে কি নিঠুর শব্দ বুনায়-
মরে গেলে জানবো না-কোথায়
হবে- ঘর বাড়ির-...
মনের কান্দন- চোখ কান্দে রে
চোখের কান্দন জলে ভেভা শ্রাবণ-
শ্রাবণে ডুবে যায় ঘরবাড়ি মন প্রাণ!
তবুও আকাশ কান্দে না- বাতাসে ভাসে না
মৌল মিছিলের গন্ধ রে-
শিশির জমা থাকে না কচু পাতায় রে
নিঠুরতার...
জীবনের ভাবনাগুলো যদি ধূলির মতো
এলোমেলো হয়! তাহলে তো সংসার ঘর
অব্যয় সঞ্চয়হীন, সন্দেহ রবেই; কি হবে
কঠি পাথার হয়ে- হও যদি সুগন্ধী সাবান
তাও কিছুদিন সুবাস ছড়বে পাড়ায়-পাড়ায়;
এমন কি ঐ ঘাস বালি বিছানায়-...
কি অদ্ভুত! একে বারে কথা শোনলো না
উল্টো হাতের চর দেখালো- তারপর মিছিল
স্লোগান ধর- ধর- শালাকে মার- মার শালা;
জ্ঞানের আলো অন্ধ! এভাবে জীবন চলে,
নিয়মকানুন তৈরি করে নাকি সে! কাকে বুঝাতে
আসছো নিয়ম!...
রাতের নীরবতা মানে জেগে থাকা
পাখিদের গান শুনে- শুনে হয়ে
যাই অম্লান-রঙিন তারা খোঁজা মানে
সোনালি খই ভাজার শব্দ আয়োজনে
আঁখির গোচরে স্নান; তবুও শ্রাবণের
জল শুকাতে চায় না চারিধারে নোনা
প্লাবনে...
পূর্বপুরুষের দুর্বঘাসের রঙ বিবর্ণ-
আজকের পুরুষেরা চিনতে পারে না
আইলপাথার ঘিরে সোনালি ফসল দেখে না-
তাতে পূর্বপুরুষের কি আসে যায়;
একদিন আমি, তুমি সেই পথ ধরবো-
ইতিহাসের খেলা বিবর্তন হয় কালপুরুষের
আঘাতে কিংবা ষড়যন্ত্রের...
কোন রাতের প্রতিমা দেখি রঙকরা!
পিচডালা রাস্তার কোন ক্ষুধা নেই-
ঝাঁঝাল উত্তাপ- তবুও জানি উত্তেজনা নেই!
কারণ আঁধার বুঝে না- জ্বালা মানে না;
রজনীগন্ধার ঘ্রাণ দুহাতে নিতে চায়
অথচ প্রতিমাগুলো মাটির সাজান পুতুন
তিনবেলা খাদ্র...
দুদোল মন নেই -বাতাসের গায়ে গন্ধ নেই-
সবুজের ঘ্রাণে রঙ নেই -মৌচাকে মধু নেই
আকাশ পানে তিতের তারা করছে দলছুট
দলছুট- তবুও চাঁদ দেখি ভাঙ্গা জানালার
কোণ থেকে অথচ কোন উত্তাপ নেই-...
আকাশ শূন্য- বাতাস ধন্য তারাগুলো
তারার কাছে ছুটে যেতে চায় মন পূর্ণ!
সীমারেখাহীন- ঠিকানাবিহীন নীল নীলিমায়ায়-
যে নীল একচোখে দেখে- অন্যচোখে নিভাই;
তবুও সোনালি কথার ভিরে, সমুদ্রের ঢেউ
তুলে মনের কিনারায়- এভাবেই অজানা
ব্যথাগুলো সবুজ...
তৃষ্ণার্ত চোখ যেনো আলপনার দেয়াল ঘেঁষে
আগুনের ফুলকি পুড়ে যাচ্ছে দেহ মন!
কতদিন জানি খায়নি কোন কিছু; বলতে ভয় হয়
কিছু খেতে চাও- আঙুলটা তাক করে আছে
সীমানার পারে- তবুও ক্ষুধার্ত মন...
বাতাসের কান পেতে শুনি
উমুকের মৃত্যু- তুমেকের মৃত্যু-
মৃত্যুটাই জানি এক শহর তল্লাটে
ইট পাথরের হয় না বুঝি- মৃত্যু।
মৃত্যুর দুদোলা মাঝে দেখো কি
একটা স্বপ্ন- যা চম্পকে দেয়- বিস্মিত করে-
খানিক একটু...
ভাবনার চড়াইভাতিতে
মুরগপোলা- মুরগপোলার গন্ধ নাই-
মাছ ভাজিগুলো লঙ্কার রঙে
বলে উঠে ঝাল- ঝাল- তাও বুঝি
বৈকালের সোনামুখি আড্ডাটা নাই;
নাই- নাই- সোনামুখি আড্ডাটা নাই।
মরিচিকায় ধরেছে মনোবাসনা
তবুও আকাশ পানে...
©somewhere in net ltd.