নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামহোয়্যারইন শুরু থেকে লেখালেখি করছিলাম হঠাৎ আইডি বন্ধ হয়ে যায় তারপর আবার নতুন করে আইডি খুলে লেখালেখি শুরু করলাম সবার প্রতি কৃষ্ণচূড়া শুভেচ্ছা রইল
=============================
সেদিন বৃষ্টি ছিল না, তবুও ভিজে গেছে
আমার পৃথিবী! অবিস্মরণীয় এক মাইল ফোলক;
অথচ কোন বাহ- বাহ শব্দের আওয়াজ নেই।
তবুও একটা কবিতার সৃষ্টি হলো, কবিতার
শিরোনাম ছিল “ ভিজে যাই এই...
========================
ঘাস ফড়িং র বার্তা যেনো নাচু- নাচু!
-বলছে কি? অভিনয় করছে!
ঘাসফুল ফুটছে- সু-গন্ধী সৌরভ শুধু ছড়াছে-
আলতু করে ছোঁয়া জেনো
সবই অম্লীন করছে।
তবুও মাটির উর্বর শিহরণ জাগছে-
করোনা ভাইরস খুব...
==============
শঙ্খ বিলের ধারে
একটা মেঘ ঘন হচ্ছে;
জেনো সমস্ত কিছু ভুলে!
শাপলা, পদ্ম ফুটতো
নীবর ঢেউ বুক বয়ে যেতো
বুঝত না মেঘের গর্জন।
সাঁতার কাটত আপন মনে
প্রণয়ের রঙিন জানত সবই
তবুও বালুচর জাগল শুধু...
======================
মনহীনতার দল করল বুঝি
ইতিহাস সূচনা- ইতিহাস সূচনা!
সরিষা ফুলের মাঠ- হলদা রঙের ঘাট;
ছিঃ- ছিঃ- ছিঃ- মনহীনতার দল।
হিমেল হাওয়া- উষ্ণচূড়া, সবুজ প্রকৃতি
সুরে ধ্বনি করল বুঝি- ছিঃ- ছিঃ- ছিঃ-
মনহীনতার দল।
এই দ্বন্দ্বতা ভাঙ্গবে...
=========================
ও সোনার তরী ভাসল না
ছলত ছলত জলের উপর-
সোনার তরী- এমনি করে
দিলি ফাঁকি; ঢেউয়ের ছুঁয়া!
বালুচরে ফুটল ফুলের গন্ধ ছাড়ি
ও সোনার তরী-ছলত ছলত
জলের উপর ভাসল না।
অভিমানে মন তরী ভাসল শুধু...
=======================
ও পাখি বাসা বাঁধে
আপন মাইমান্বিত করে-
ও পাখি বাসা বাঁধে-
মুক্তমন! হাওয়ায় হাওয়ায় দুলবে বলে
ও পাখি বাসা বাঁধে-
অজানা পথের ঠিকানা শূন্য মেঘে ভাসে
ও পাখি বাসা বাঁধে।
স্বপ্ন নিশান উড়ে- উড়ে
কাজল দিঘি...
===============
আতা গাছের সবুজ পাতা
বর্ণ তাহার হলদে চুড়া-
টিয়া খুঁজে বাঁকা ঠোঁটে
পাঁকা পাঁকা হলুদ গা ছোঁয়া-
শোক সাজে কাকাতুয়া;
তবুও ময়না চায়- গয়না
আর তো কথা কয় না-
শুধু দুর্বাঘাসে ফড়িং উড়ে
অবশেষে সবুজ পাতা ঝরে
পুড়ে-...
====================
ভাবছো দূরের আকাশ
ইচ্ছে করে শুধু চাঁদ ছুঁই-
বসি তারার পানে মৃদু চাই বাতাস-
সু-গন্ধী হাওয়া উড়ে বুঝি না তো আর-
এতো কাছে আকাশ- বুঝি না তো আবার।
ভোরের পাখি গান গায়,
ফুল ফুটে সূর্যমুখী-...
======================
তোর হাসিতে বাবা বোকার মায়া
চোখের পাতার উল্টো কার বুঝি কায়া;
নাকের ডগায় লজ্জার কেমন হাওয়া,
ঠোঁট কিংবা ভুরুর ভাজে কিসের ছায়া?
বড় হলে বাবা গালে টোল পারবে না, ছাতা
শান্ত ছেলে আফিকের কাছে...
=======================
চলতি পথের মাঝে
কিছু ব্যথার অনুভব করতে পারো;
অঘোষণা মেঘহীন বৃষ্টির মতো
ঝরাতে পারো নিত্য ক্ষণ ঝর্ণা;
তাতে ভয় পেয়ও না-
নিরাশ হও না।
সূর্য পশ্চিম দিকেই উঠবে-
রাতের আধারে চাঁদ ঝলমল করবে
এটাই...
==================
ভেবেছিলাম মৃত্যুর ঘুম বুঝি;
অবশেষে ভোর হলো,
মৃদু উষ্ণতায় সতেজ হলো দেহ;
তবে একটু ব্যথার অনুভব পাচ্ছি-
জানি না কি হবে?
রক্ত সেতো যেটুকু পরার কথাছিল পরেছে।
তারপর নতুন পথের ভোর, সোনালী মন
এটাই...
====================
বিবেক কোন পদ্ম পাতার ফুল নয়
অনুভূতির স্পর্শে ভাষান্তর ফল;
প্রেমপাতায় ঝরাতে হয় জল!
বিবেক কোন বেড়া ভাঙ্গার হাওয়া নয়
হাড় কাপাবে শুদ্ধি রাখার জয়।
মনের মাধুরিতে বিবেক বৃন্দাবন চল
উঠন জুড়ে সু-গন্ধী ফুলের বাগান চাই
আকাশ...
========================
মনের প্রত্যাবর্তন হলো কই এই সমরায়
শুধু দৃশ্যবরণ ভগমান আর খুঁজও!
আদর্শের নিলাখেলা তাও আবার এক চোখে
সোনালী ভোর হওবার স্বপ্ন দেখও ;
নীরবতা মানে মৃত্যু নয়- নয় কোন খেলা!
তবুও স্মৃতির গায়ে আয়না ভাঙ্গা...
=====================
রাখলে যদি এতো আত্ম সম্মান
কিংবা আত্মাহংকার- চিকে, শলে, ইদুর
করবে না সম্মান- ছাড়- ছাড়- ছাড়- না হলে
শান্তির কুঁটিরে পোকামাকড়, সাপ, বিচ্ছু-
করবে শুধু দেহের ভাজে সম্মান;
আহা রে রাগ অনুরাগ-...
=================
যুগের হাওয়া আকাশ কালো
উঠবে কি আর ভুবন জুড়ে চাঁদ!
মাটির গায়ে রঙ সেজেছে-
বুঝবে কি আর আজ!
রঙের সাথে হাওয়ার পিরিত
জলের সাথে দুই চোখ-
চোখ মুখ খুঁজে শুধু সুদূর
মেঘের দেশে সুখ।
মেঘের কোণে বৃষ্টির...
©somewhere in net ltd.