নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/allen.saiful

অ্যালেন সাইফুল

An inhuman never explain himself.

সকল পোস্টঃ

বাঙালির অপকাঙ্খা

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৯

বাঙালি হিসেবে নির্ভুল ইংরেজি বলা কিংবা লেখার আগে নির্ভুল বাংলা বলা এবং লেখাটা জরুরি। ডিয়ার প্যারেন্টস, ইংরেজি মাধ্যমে সন্তানকে পড়ানোর পূর্বপ্রস্তুতি হিসেবে যেভাবে ইংরেজি শেখাচ্ছেন সেটা গর্বের নয়।

মাস তিনেক একটা...

মন্তব্য১১ টি রেটিং+৪

\'ঠিক তিন বছর পরে আত্মহত্যা করে যাবো\'

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩২



‘সকাল হলে
একটি বাড়ি ছেড়ে চলে যাবো
আজন্ম পরিচিত মানুষ ছেড়ে চলে যাবো
মৃত্যুদন্ডিত
মৃত্যুদন্ডিতের মতো,
অথচ নির্দিষ্ট কোন দুঃখ নেই
উল্ল্যেখযোগ্য কোন স্মৃতি নেই’


কাব্যগ্রন্থঃ দুঃখ ধারার ভরা স্রোতে
লেখকঃ সুনীল সাইফুল্লাহ
প্রচ্ছদঃ অভিজিৎ
প্রকাশনীঃ আনন্দম
সম্পাদকঃ অ্যালেন...

মন্তব্য৫ টি রেটিং+১

কবিতাঃ সংসার | কাব্যগ্রন্থঃ যে ট্রেন নরক যায় | আমার প্রথম কাব্যগ্রন্থ

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৪



মা’র রাইখা যাওয়া নাকফুলডা পরায়া দিয়া নীরুবালারে কইলাম,
আমার তো একখান ডিঙানৌকা বাদে আর কিচ্ছু নাই
বিয়া কইরা তোমারে কই রাখমু?
নীরুবালা একগাল হাসি দিয়া কইলো,
নৌকার মইধ্যে কি ঘর বান্ধন যায়না- মাঝি?...

মন্তব্য১০ টি রেটিং+২

জ্যামিতি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৯


আয়তক্ষেত্রের বিপরীত দুই বাহুতে রেখে
প্রেম
মৃত্যু
মাঝখানটায় আঁকলাম বৃত্ত
আঁকলাম বৃত্তাবদ্ধ জ্যামিতিক ঘর

এরপর,
হাতে জীবন নিয়ে স্বপ্ন দেখতে দেখতে যখন আমরা সে ঘরে ঘুমিয়ে পড়লাম
সমুদ্রসম ক্লান্তিতে
মাঝখান থেকে দেয়াল হয়ে বেড়ে উঠলো একটা সরলরেখা
গোপনে-...

মন্তব্য১ টি রেটিং+১

খুব প্রেম অথবা মৃত্যু

১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৪


জীবনের কোনো একটা পর্যায়ে এসে মানুষ তার নিয়ন্ত্রণ হারিয়ে পুতুল হয়ে ওঠে। সেই পুতুল নিয়ে ইচ্ছামত খেলতে থাকেন নিয়ন্ত্রকরা- প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে।

শায়লার মত কিছু মেয়েরা মাংসাশী, মিথ্যাবাদী কিংবা লোভী অ-প্রেমিকদের...

মন্তব্য২ টি রেটিং+১

বই আলোচনা : নরওয়েজিয়ান উড

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০


পৃথিবীর প্রতিটা মানুষ একের অধিক প্রেমে পড়ে।

এই ছোট্ট জীবনে আপনি ,আমি, আমরা প্রত্যেকে বহুবার করে প্রেমে পড়েছি- কামনায় আটকে গেছি। বিকেলে পার্কে বসে প্রেমিকার হাত ধরে বলেছি ; তোমাকে...

মন্তব্য৪ টি রেটিং+০

কবিতাপান

০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৪:১৮


ভদ্রলোক,
আপনাকে বলছি;
কবিতার চেয়ে বড় কোনো নেশা নেই।
অতএব,
কবিতাকে নিষিদ্ধ ঘোষণা করুন;
কবিতার বই না দিয়ে
সন্তানের হাতে তুলে দিন
আঙুরে তৈরি পানীয়।
ওতে আজকাল নেশা হয়না
আপনি জানেন,
ভেজালে ভরে গ্যাছে পৃথিবী নামক নরক।
এবং,
কবিতা তৈরি হয়-...

মন্তব্য৭ টি রেটিং+৫

তুমি

১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০


চোখের কোণে
বিষণ্ণ সন্ধ্যা হয়ে জমে থাকো, তুমি
কবে জেনেছিলে?
বিষণ্ণ মায়ের মুখ বাদে
পৃথিবীর সকল বিষণ্ণতা আমি ভালোবাসি।

মন্তব্য৩ টি রেটিং+১

মাতাল

১৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:০৯


কী চাই?
এ্যাঁ?
কী চাই!?
শখানেক টাকা।
কী করবে?
এক বোতল বাংলা কিনে নিয়ে ফিরবো।
ফ্রেশ হয়ে এসো। টেবিলের উপরে কালপুরুষের একটা বই পড়ে আছে- এ যুগের কবি। পড়ে দেখতে পারো। আর হ্যাঁ, তোমার ফেরা...

মন্তব্য০ টি রেটিং+১

মদগ্লাস

১২ ই এপ্রিল, ২০১৭ ভোর ৬:৫৮


যেদিন আমাদের বিচ্ছেদ ঘটবে
তুমি হয়ে যাবে পৃথিবীর সবচে দামি মদ
আর আমি- দামি গ্লাস।

একে অপরের সাথে মিশে থাকবো
অথচ,
কেউ কাউকে ভালোবাসার সাহস পাবোনা।

মন্তব্য৫ টি রেটিং+০

এটা তোমারই গল্প

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪


আমি
তুমি
সে
পাশাপাশি বসে;
সহস্র গল্প বলি নিয়মিত।
অথচ,
আমার হৃদপিণ্ডে আটকে থাকা বিষাক্ত গল্পটা
ঠিক গল্প হয়ে ওঠেনা-
ভাবলেই,
ফুসফুসে লিখে ফেলি কিছু প্রশ্ন
ওসব ঈশ্বরকেই করবো।
উল্লেখ্য, আমি জানি;
তিঁনি আমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নন।

মন্তব্য৪ টি রেটিং+২

রোগী

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৮:৩২


ঘৃণা হয়ে মিশে গেছি তোমার রক্তে
আমাকে ছাড়া বেঁচে থাকার ইচ্ছেটা
আর পূরণ হবেনা তোমার।

তোমাকে বরং একটা বুদ্ধি দেই;
ঘৃণা ভুলে যাবার ওষুধ খেতে শুরু করো
আমাকে আবার ভালোবাসতে হবে তো !

মন্তব্য৩ টি রেটিং+০

আপনি একজন মাতাল ০১

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ১:১০


পার্কের কোণে শুয়ে আছে দু বছরের অসুস্থ ছেলেটা। তার ঠিক এক হাত দুরে বসে কাঁদছে মৃত্যু। ঈশ্বরের ইচ্ছা, মৃত্যু ছেলেটাকে সাথে করে নিয়ে যাবে।
কিন্তু মৃত্যু জানে, একজন পতিতার ভালো হবার...

মন্তব্য১ টি রেটিং+০

মাধবী ০২

৩০ শে মার্চ, ২০১৭ রাত ১২:২১


শুনবে একটু?
বলো।
দেয়াল চুম্বন করে একরাশ কান্না চলে যাচ্ছে ঈশ্বরের দিকে। যার উৎপত্তিস্থল আমার হৃদয়। শুনতে পাচ্ছো?
নাহ।
তবে আরেকটা কাজ করবে?
কী?
আমার পায়ের নিচে তাকাও।
ওখানে কী?
ঘৃণার বুদবুদ। ওরা সৃষ্টি আর ধ্বংসের...

মন্তব্য২ টি রেটিং+১

মাধবী ০১

২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৫


মাধবী?
বলো।
আলোটা নিভিয়ে দিয়ে বসো। আমার অন্ধকার চাই। খুব অন্ধকার।
কী হলো হুট করে ! বলবে কিছু?
বলবো। তার আগে দুরে সরে বসো। এত কাছে বসলে ক্যান?
কী হয়েছে তোমার?...

মন্তব্য৪ টি রেটিং+০

>> ›

full version

©somewhere in net ltd.