![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারুদি,
শুনলাম, তুই হুট করে সবকিছু ছেঁড়ে দিয়ে বাউল হতে চাস। এমন একটা কথা শুনে আমার চমকে ওঠা উচিত ছিলো। কিন্তু পারলাম না।
কবিতা ভালো না বাসলে কেউ এমন কথা...
আমাকে পেটে ধরার অপরাধে
মায়ের যে হাত কেটে দিয়েছিলেন বাবা
সে হাত নিয়ে গিয়ে পাতলাম ঈশ্বরের কাছে
বললাম, বদহজমে ভুগছি
কারণ, অতিরিক্ত ভালোবাসা গিলে ফেলেছি গত ১৮ টা মাস-
আমাকে কি দেবেন...
পরপ্রেমিকের দুঃখ সামলাতে ব্যস্ত হলে তুমি
খুব যত্নে সংবিধানের এক নং অনুচ্ছেদ পাল্টে লেখি;
একদিন পৃথিবীর সব প্রেম কিনে নেবো আমি।
অতঃপর, কবুতরের পিঠে চড়ে উড়ে যাবো
পৃথিবীর বাইরের কোনো শহরে।...
যার প্রিয়তমা জেলখানায়
সে রাত কাটায় জেলে নৌকায়।
অথচ ভোরবেলা দ্যাখা হলেই বলে,
\'ওর জন্য আমার কোনো দুঃখ নেই\'।
চমকে উঠি ভাবলে-
একবিংশ শতাব্দীতে মানুষের মিথ্যে
বিচ্ছেদ আড়াল করার ক্ষমতা রাখে।
গণিকা,
আমাকে খুন করার অপরাধে আপনার নরকদণ্ডের আগেই-
আমি পৌঁছে গেছি নরকে।
জানুন,
অপঘাতে মৃত্যুর পরে ঈশ্বর আমাকে জিজ্ঞেস করেছিলেন,
\'স্বর্গ চাই নাকি নরক\'?
নরক চাই দয়াময়- বলেছিলাম আমি।
ভেবেছিলাম, প্রেমিকহীন নরকবাস আপনার পোষাবে না।
\'একটু আগেই বৃষ্টি এসেছিলো\'-
কথাটা এমনভাবে বলা হলো যেন বৃষ্টি কোনো মেয়ে !
আমি জিজ্ঞেস করলাম, বৃষ্টি কে?
একটা অস্বাভাবিক হাসি লাথি মেরে বললো; আহাম্মক।
বৃষ্টি\'কে রমণী ভেবে যে ভুল করে-...
মা যখন আমার লেখা কবিতা পড়ে শোনাবেন বাবাকে
(প্রেমিকা\'কে ছুঁয়ে কসম খেয়ে বলতে পারি)
বাবা তখন ভ্রু কুচকে
বলবেন, আমাদের ছেলে এতো নষ্ট হয়ে গ্যাছে!?
মায়েরা মায়াবতী হয় বলে
বাবাকে তখন ধমক দিয়ে বলবেন,...
পেরিয়ে এসে পাপের সমুদ্র
আমি ডুবতে বসেছি পুণ্যের সমুদ্রে
দুহাতে মুখ ঢেকে প্রার্থনা করো ঈশ্বরের কাছে, লিঁ
(হাতভর্তি আলতার কারুকাজ আবশ্যক)
সূর্য ওঠার আগে
এ রকম সাতটি সমুদ্র পেরিয়ে, আমি যেন চুমু দিতে পারি তোমার...
নেশাগ্রস্থ শহরে শব্দেরা আমার চোখে দুঃখ হয়ে জমে
কলম আটকে যায় কোনো অদৃশ্য কনডমে।
এমতাবস্থায়,
আমার ভিতরটা একবার পড়ে আসবে,
লিঁ?
অন্তত একটা কবিতা লিখে ফ্যালো আমার হয়ে।
বুঝতে শেখো; একরাত নবজাতক কবিতা চিৎকার করে...
রিক্ত হাতে একটুআধটু করে তোমার কাছে যাচ্ছি- আলিঙ্গন করব ভেবে।
সূর্যালোকে দুচোখ আলোকিত হবার আগেই জেনেছি;
কেবল তোমাকে ছুঁয়ে দ্যাখবার জন্যই আমি মায়ের অন্ধকার প্রকোষ্ঠে এসেছি
বাবা এবং মায়ের অনিচ্ছায়।
\'নাউজুবিল্লা\' বলে উঠবে...
আজ্ঞাবহ পিশাচ খুন করে করে হচ্ছি খুনি
তৈরি থেক লিঁ
একদিন তোমাকে খুন করব।
খুন করব তোমার অবাধ্য চুল-
গন্ধের কী অহংকার !
খুন করে ফেলব তোমার চোখ-
সুন্দর দেখতে চাইবার কী লোভ !
খুন করে...
ফোনের ওপাশে "পলা" ঘুমিয়ে গ্যাছে-
সে ভালো আছে জানি।
ঘুমে নাক ডাকছে অনীশ
ওর মানিব্যাগ ভর্তি স্বপ্ন।
রাস্তার মোড়ে ঘুমাচ্ছে যে ভিখিরী
ওঁর চোখে নরকের অন্ধকার ।
ক্যাবল হাত দুটোয় রয়েছে পেলব স্মৃতি
বস্তুত, ঘুম একজন ঈশ্বর...
ঘরের মেঝেতে পরে আছে
বোনের অর্ধনগ্ন লাশ, সায়ানাইডের বোতল, একটা চিরকুট।
চিরকুটে লেখা-
\'এ ঘরে ঈশ্বর ছিলনা, মাষ্টার দা ছিল\'
ধর্ষণ আজকাল শিক্ষা যার দায়িত্ব পালন করে গৃহশিক্ষক
কৃতজ্ঞ হলাম।
বোন সর্বোৎকৃষ্ট শিক্ষায়...
সাদা কাগজে মোড়ানো একটা বই ! এমনভাবে মোড়ানো যেন এটা গুপ্তধন টাইপের কিছু। খুব আগ্রহ নিয়ে তার টেবিল থেকে বইটা তুললাম। প্রথম পেইজ টা উল্টিয়ে বইয়ের নাম দেখে আমার চক্ষু...
০১)
কবিতা\'র দেয়া সর্বশেষ সাক্ষ্য অনুযায়ী,
গতকাল আমার দেহান্তের কথা ছিল।
কবিতা\'রা মিথ্যে সাক্ষ্য দেয়না অথচ
আমি আজকেও লিখছি
অতএব, ফেব্রুয়ারি\'র ৭ তারিখে আমি নতুন করে জন্মেছি।
০২)
আমার নিথর দেহটা নিয়ে কুকুরেরা...
©somewhere in net ltd.