|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ডাঃ সাইফুল
ডাঃ সাইফুল
	ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
ব্রেইন স্ট্রোক কি / স্ট্রোক কত প্রকার / স্ট্রোক কেন হয় / স্ট্রোকের কারণ/ স্ট্রোকের লক্ষণ / স্ট্রোকের চিকিৎসা / স্ট্রোক হলে কি করবেন  - স্ট্রোক সম্পর্কে এই তথ্যগুলি আমাদের সবারই জানা থাকা উচিত । 
প্রথমে আমাদের জানা দরকার স্ট্রোক কি 
ব্রেইনের রক্ত সরবরাহ কোন কারনে বিঘ্নিত হলে রক্তের অভাবে কিছু ব্রেইন টিস্যু মারা যায়, এটাই হল স্ট্রোক । বিশেষ করে রক্ত নালী ব্লক হয়ে কিংবা রক্তনালী ছিঁড়ে ব্রেইনের এই রক্ত সরবরাহ বিঘ্ন হয় ।
স্ট্রোকের ভয়াবহতাঃ বিশ্ব স্বাস্থ্যসংস্থার মতে সারবিশ্বে স্ট্রোকে মৃত্যুর হার দ্বিতীয় । প্রতি ৬ জনে একজন স্ট্রোক করে । যেকোন বয়সে যে কেউ এই স্ট্রোকে আক্রান্ত হতে পারে । ল্যানসেটের গবেষনা অনুযায়ী বাংলাদেশে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ স্ট্রোক । সবচেয়ে প্রতিবন্ধিতার কারণও স্ট্রোক ।
স্ট্রোকের ধরনঃ
সিডিসি (CDC= Center for Disease Control and prevention) এর মত অনুযায়ী ব্রেইন স্ট্রোক তিন ধরনের-
১! ইশকেমিক স্ট্রোক ( Ischemic stroke) : মস্তিষ্কের রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে (blood Clot) রক্ত সরবরাহ বিঘ্ন ঘটালে কিছু ব্রেইন টিস্যু মারা যায় , এটাই ইশকেমিক স্ট্রোক। ৮৫%স্ট্রোকই ইশকেমিক স্ট্রোক । উচ্চরক্তচাপ ইশকেমিক স্ট্রোকের বড় কারণ ।
২! হেমোরেজিক স্ট্রোক ( Hemorrhagic Stroke) : মস্তিষ্কের ভিতরে কোন রক্তনালী ছিঁড়ে গেলে হেমোরেজিক স্ট্রোক হয় । এই ধরনের স্ট্রোকে তিন মাসের মধ্যে মৃত্যু ঝুকি অনেক অনেক বেশি ।
৩! খুব ছোট স্ট্রোক ( Mini Stroke or Transient Ischemic Attack- TIA)ঃ মস্তিষ্কের রক্তনালীতে অস্থায়ীভাবে অল্প কিছু সময়ের জন্য রক্ত সরবরাহ বিঘ্ন হলে এই ধরনের স্ট্রোক হয় ! যেটা দ্রুতই আবার ভাল হয়ে যায়।
মিনি স্ট্রোক (TIA) হল বড় ধরনের স্ট্রোকের পূর্ব লক্ষন । ছোট স্ট্রোক (TIA) হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে ৫%, এক সপ্তাহের মধ্যে ৮%, এক মাসের মধ্যে ১২% এবং তিনমাসের মধ্যে ১৭% মানুষ বড় ধরনের স্ট্রোক করে । তাই এই ছোট স্ট্রোককে কোন ভাবেই অবহেলা করা উচিত না । আপনার নিকটবর্তী চিকিৎসক বা হাসপাতালে দ্রুত চিকিৎসা নেওয়া উচিত । বিশেষ করে উচ্চরক্তচাপ সহ স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলো জরুরি ভিত্তিতে নিয়ন্ত্রন করা উচিত ।
এছাড়া এক বার স্ট্রোক হলে পরবর্তীতে পুনরায় স্ট্রোকের ঝুকি ৪ গুন বেড়ে যায় ।
স্ট্রোকের সাথে সাথে কি করবেন -- 
https://www.youtube.com/watch?v=aInJNts0YT0&t=172s
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম (ফিজিওথেরাপিস্ট ) 
প্রতিষ্ঠাতা ও মহাসচিব, বাংলাদেশ  স্ট্রোক ফাউন্ডেশন ।
 
 ১৭ টি
    	১৭ টি    	 +২/-০
    	+২/-০  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৭
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৭
ডাঃ সাইফুল বলেছেন: স্ট্রোক প্রতিরোধ নিয়ে বিস্তারিত লিখতেছি ।
২|  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫২
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫২
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।
  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৭
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫৭
ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ, ভাল থাকবেন ।
৩|  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৪
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১১:০৪
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো পোস্ট। সেমিনারে খরচ কতো পড়তে পারে?
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৫
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৫
ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ । আমাদের জন্য খরচ দিতে হবে না । এমনকি যাতায়েত  খরচও না । সেমিনারে জায়গা এবং মানুষকে জানানো আপনাদের দায়িত্ব । এতে যা খরচ হতে পারে । সেটাই আপনার মোট খরচ ।
৪|  ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১১:৪০
নতুন নকিব বলেছেন: 
 উপকারী পোস্টে ধন্যবাদ।
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৬
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৬
ডাঃ সাইফুল বলেছেন: অনেকে ধন্যবাদ, ভাল থাকবেন ।
৫|  ১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০৭
১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১২:০৭
মোঃ ইকবাল ২৭ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আজকের পোস্টের জন্য।
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৭
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৭
ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আজকের মন্তুব্যের জন্য । ভাল থাকবেন ।
৬|  ১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৩০
১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৩০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আগে থেকে কোন পরীক্ষা করে কি জানা সম্ভব যে স্ট্রোক হবে কি না?
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৮
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৮
ডাঃ সাইফুল বলেছেন: স্ট্রোক রিস্ক এসেসম্যান্ত করা যায় , এটা নিয়ে আমি আরেকটা লিখা দেব ।
৭|  ১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৪১
১৪ ই মার্চ, ২০১৮  দুপুর ১:৪১
আবু তালেব শেখ বলেছেন: উপকারি পোস্টের মধ্যে এটাই সেরা। আপনার ফোন নং টা সেভ রাখলাম। বিপদে স্বরন করবো।
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৯
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৫৯
ডাঃ সাইফুল বলেছেন: অনেক ধন্যবাদ, আপনার কথায় আমার প্ররিশ্রম ১০০ তে ১০০ স্বার্থক মনে হল । স্ট্রোক প্রতিরোধ নিয়ে আমি আরেকটা লিখা দিচ্ছি । আশা করি আরও বেশি উপকৃত হবেন ।
৮|  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৪০
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ। সুন্দর পোষ্ট।
ভাই গ্যাস্ট্রিক নিয়ে বিস্তারিত লিখুন।
  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:০১
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:০১
ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ নুর ভাই । আসলে আমি ওই বিষয়ে এক্সপার্ট না । তবে লিখব, একটু ভাল করে পড়াশুনা এবং আলোচনা করে নেই, এই বিষয়ের এক্সপার্টদের সাথে ।
৯|  ১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২৪
১৪ ই মার্চ, ২০১৮  বিকাল ৫:২৪
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: স্ট্রোক হওয়ার কারণ কি? মানে কোন ইউনিভার্সাল কারণ আছে নাকি একেক টাইপের স্ট্রোকের জন্য একেক কারণ?
©somewhere in net ltd.
১| ১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫২
১৪ ই মার্চ, ২০১৮  সকাল ১০:৫২
*** হিমুরাইজ *** বলেছেন: স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে কিকি করা লাগে সে গুলোও বলতে পারতেন।