![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
আঘাত পাওয়ার সাথে সাথে কি করনীয় । এটা আমাদের সবারই জানা দরকার । শুরুতে ভুল চিকিৎসা বা চিকিৎসাবিহীন রাখলে, পরে আর সহজে ভাল হয় না ।তাই শুরুতে কি করবেন , এটা মনে রাখতে PRICE ( R= Rest , I = Ice , C= Compression, E = Elevation ) শব্দটি মনে রাখুন । তবে বড় আঘাতের ক্ষেত্রে অবশ্যই এক্সরে করে নিবেন, কোন ভাঙ্গা ছুড়া হয়েছে কিনা ।
প্রোটেকশনঃ আঘাত প্রাপ্ত অংশকে সাথে সাথে কিছু দিয়ে সার্পোট নিয়ে রাখবেন, যাতে পুনরায় আঘাত যেন না পায় ।
রেস্টঃ যেকোন কারণে আঘাত পেলে প্রথমে ২/৩ দিন রেস্ট নিতে হবে । রেস্ট আসলে কতদিন নেব এবং কি ধরনের রেস্ট নেব । এটা নিয়ে অনেকের কিছু ভুল ধারনা আছে । যেমনঃ রেস্ট বলতে শুধুমাত্র শুয়ে থাকা নয় । কোমর ব্যথার ক্ষেত্রে ১/২ দিনের বেশি বেড রেস্ট নেওয়া উচিত নয় । এতে করে মাসল দুর্বল হয়ে যায় , নার্ভে অনুভূতি কমে যায় । ফলে ব্যথা আর সহজে ভাল হয় না ।
বরফ ঃ আঘাত পাওয়ার পর সাথে সাথে বরফ দিন । ২০মিনিট করে ২/৩ ঘন্টা পর পর বরফ দিন ৪ দিন পর্যন্ত । অনেকেই কনফিউশনে পরে যায় বরফ দিবে নাকি গরম দিবে ? আঘাত পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গরম দিবেন না , গরম দিলে রক্তক্ষরণ হতে পারে এবং ফোলা বেড়ে যেতে পারে ।
কম্প্রেশন ঃ আঘাত জনিত জয়েন্টকে অনেক সময় ব্যান্ডেজ করে দিতে হয় যাতে ফুঁলে না যায় ।
ইলিবেশন ( উপরে উঠিয়ে রাখা )ঃ আঘাত প্রাপ্ত অংশকে আমাদের হার্টের লেভেলের চেয়ে একটু উপরে তুলে রাখতে হয় । কারণ হার্ট হল রক্তসঞ্চালনের মূল কেন্দ্র , তাই উপরে থাকলে আঘাতপ্রাপ্ত অংশ ফুলে যায় না । যেমন পায়ে আঘাত পেলে ,বিছানায় শোয়া অবস্থায় পায়ের নিচে একটা বালিশ দিয়ে রাখতে হয় ।
গবেষণায় দেখা গেছে আঘাত পাওয়ার কিছুদিনের মধ্যে ফিজিওথেরাপি দিলে অনেক ভাল উপকার পাওয়া যায় ।
তবে আপনি যদি বিনা চিকিৎসায় আপনার সমস্যা কিছুদিন রেখে দেন অস্বাভাবিকভাবে কিছু টিস্যূ তৈরি হয়, জয়েন্ট শক্ত হয়ে যায় , মাসল দুর্বল হয়ে যায় । ফলে আঘাত জনিত সমস্যা ভাল হতে তিন মাসের অধিক সময় লাগে, অনেক সময় বছরের পর বছর লেগে যায় ।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা , ভিশন ফিজিওথেরাপি সেন্টার , উত্তরা , ঢাকা ।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২
ডাঃ সাইফুল বলেছেন: আমার পোস্ট দেওয়া স্বার্থক হল । ভাল থাকবেন ।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: ডাক্তার সাহেব দয়া করে এরকম পোষ্ট নিয়মিত দিবেন।
আমি অপেক্ষায় থাকবো।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৩
ডাঃ সাইফুল বলেছেন: আমার সৌভাগ্য , চেষ্টা করব । ভাল থাকবেন ।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৪
রাজীব নুর বলেছেন: আমার ডাক্তার হবার ইচ্ছা ছিল। সুযোগ পাইনি। পরীক্ষাও দিয়েছিলাম। কিচ্ছু হয়নি। পোড়া কপাল আমার।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
ডাঃ সাইফুল বলেছেন: সকল পেশাই মহৎ এবং সম্মানের , যদি সেখানে সততা এবং ভালবাসা থাকে । আপনি যেখানে আছেন সেখানেই বড় কিছু হোন । ্সবাইকে যে সম্মানের সহিত আপনার নাম নেয় ।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: উপকারী পোস্ট। পোস্টের জন্য ধন্যবাদ ডা: সাইফুল ভাই।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬
ডাঃ সাইফুল বলেছেন: ধন্যবাদ , সুজন ভাই , ভাল থাকবেন , আমার জন্য দোয়া রাখবেন ।
৫| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩০
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য । ভাল থাকবেন ।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
আর্কিওপটেরিক্স বলেছেন: জানি...
শারীরিক শিক্ষা + ক্যাম্পবেল বায়োলজি
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১০
যোখার সারনায়েভ বলেছেন: জেনে রাখলাম ।