![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
৮৭% স্ট্রোকই ইশকেমিক স্ট্রোক অর্থাৎ রক্তনালি ব্লক হয়ে স্ট্রোক হয়৷ রক্তে থাকে অক্সিজেন আর পুষ্টিগুন৷ ব্রেইন টিস্যুর খাদ্যই হল অক্সিজেন আর এই পুষ্টিগুন৷ অক্সিজেনের অভাবে ব্রেইন টিস্যু মারা যায়। তাই ৪.৫ ঘন্টার মধ্যে হাসপাতালে গেলে চিকিৎসক আপনাকে টিপিএ ( tPA - tissue plasminogen activator) নামক একটা ইনজেকশন দেবে। এটা এফডিএ এপ্রোভ ড্রাগ। এটাকে ক্লট বাস্টিং ড্রাগস বলে৷ এটা সাধারনত হাতের ভেইনে দেওয়া হয়৷ এটা দিলে তাই রক্তনালীর ব্লকটা ছুটে যায়, ব্রেইন টিস্যুগুলো রক্ত পেয়ে আবার সক্রিয় হয়৷ ফলে অনেক লাইভ সেইভ হয় এবং অনেকেই প্রতিবন্ধিতার হাত থেকে রেহাই পায়৷ ৩ ঘন্টার ভিতর টিপিএ দিতে পারলে সবচেয়ে ভাল, তবে ৪.৫ ঘন্টার মধ্যেও দেওয়া যায়৷ স্ট্রোকের ইমার্জেন্সি চিকিৎসা শেষ হলেই ফিজিওথেরাপি শুরু করা দরকার। ফলে ভাল নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয়৷ এতে অনেক রোগীই প্রতিবন্ধিতা থেকে মুক্তি পায়।।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম , পিটি
প্রতিষ্ঠাতা, বাংলাদেশ স্ট্রোক ফাউন্ডেশন
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
ডাঃ সাইফুল বলেছেন: Click This Link
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯
ডাঃ সাইফুল বলেছেন: স্ট্রোকের সাথে সাথে কি করবেন
https://www.somewhereinblog.net/blog/DrSaiful/30232197
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাশাল্লাহ আপনার স্বাস্হ সম্পর্কিত পোস্টগুলো সবার উপকারে আসবে আমার মনে হয়। আপনার এই কষ্টের মূল্যায়ন হয়তো করতে পারবো না তবে দোয়া করি আল্লাহ আপনাকে তার জন্য উত্তম যাযা দান করে যেনো।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
ডাঃ সাইফুল বলেছেন: সুজন ভাই , আপনার অসাধারণ অনুপ্রেরণার জন্য আপনার কাছে কৃতজ্ঞ । ভাল থাকবেন । দোয়া রাখবেন ।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১
রাজীব নুর বলেছেন: ধন্যবাদ ডাক্তার।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
ডাঃ সাইফুল বলেছেন: ধন্যবাদ ভাই রাজীব ।
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উপকারী পোস্টের জন্য ধন্যবাদ
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২
ডাঃ সাইফুল বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভাল থাকবেন ।
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: উপকারী পোস্ট। অনুসরণ এ নিলাম ডাক্তার সাহেবকে।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৩
ইব্রাহীম আই কে বলেছেন: হাসপাতালে নেওয়ার মুহুর্তে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ করা যায়?