নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফিজিওথেরাপি বিষয়ক যেকোন পরামর্শের জন্য কল করতে পারেন - ০১৭৮৭১৫২৮৭২ কিংবা সরাসরি ভিশন ফিজিওথেরাপি সেন্টারে ( হাউজ ২৩, লেক ড্রাইভ রোড, সেক্টর ৭,উত্তরা, ঢাকা) আসতে পারেন ।

ডাঃ সাইফুল

ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।

ডাঃ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

আর্থ্রাইটিস কি / বাত- ব্যথা কি / আর্থ্রাইটিস এর লক্ষণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭

আর্থ্রাইটিস কেন হয় / আর্থাইটিসের লক্ষণ ও প্রতিকার / আর্থ্রাইটিসের চিকিৎসা ও প্রতিকার / আর্থাইটিস হলে কি করবেন / আর্থ্রাইটিস রোগের লক্ষণ, নিজে কিভাবে আর্থ্রাইটিসের চিকিৎসা করবেন এবং আর্থাইটিস কিভাবে প্রতিরোধ করবেন, আর্থ্রাইটিস সম্পর্কে এই তথ্যগুলো আমাদের সবার জানা উচিত । আমি ধাপে সবগুলো তথ্যই আপনাদের সাথে শেয়ার করব । কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন ।

আর্থ্রাইটিস কি , আর্থ্রাইটিসের টাইপ এবং আর্থাইটিসের লক্ষণগুলো নিয়ে প্রথম ধাপে আলোচনা করব ।

আর্থ্রাইটিস খুবই কমন একটা বিষয় কিন্তু অনেকের এই বিষয়ে সঠিক ধারনা নেই । বাংলায় আর্থ্রাইটিস কে আমরা বাত বলে থাকি । আর্থ্রাইটিস কোন একটা সিঙ্গেল রোগ নয়, তবে সাধারণত আর্থ্রাইটিস বলতে জয়েন্ট প্রদাহ, জয়েন্ট ফুলে যাওয়া অথবা জয়েন্টে কোন সমস্যাকে বুঝানো হয় । প্রায় ১০০ এর বেশি ধরনের আর্থাইটিস আছে বা আর্থ্রাইটিস রিলেটেড কন্ডিশন আছে ।

ডিজেবিলিটির অন্যতম বড় কারণ আর্থ্রাইটিস । আর্থ্রাইটিস যেকোন বয়সে হতে পারে । তবে মহিলারা আর্থ্রাইটিসে বেশি ভুগে থাকে এবং বয়স বাড়ার সাথে সাথে আর্থ্রাইটিসের সমস্যা বাড়তে থাকে ।

আর্থ্রাইটিস সহজে বুঝার উপায়

যেকোন ধরনের আর্থ্রাইটিসে কিছু উপসর্গ দেখা যায় যেমন - জয়েন্ট ফুঁলে যায়, জয়েন্টে ব্যথা হয়, জয়েন্ট শক্ত হয়ে যায় অর্থাৎ জয়েন্টের স্বাভাবিক রেঞ্জ অব মোশন বা নড়াচড়া কমে যায় ।

জয়েন্টের উপসর্গ গুলো কখনো আসে , কখনোও যায় ।

উপসর্গ গুলো হালকা বা তীব্র হতে পারে । বছরের পর বছর উপসর্গ গুলো থাকতে পারে । আস্তে আস্তে সমস্যা আরও খারাপ হতে থাকে । দৈনিন্দন কাজ কর্ম বিঘ্ন হয়। এক্টিভিটির অভাবে মাসল দুর্বল হতে থাকে । এইভাবে একজন আর্থ্রাইটিস ব্যক্তি ডিজেবিলিটির দিকে চলে যায় ।

এক্সরে করলে জয়েন্টের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস জনিত সমস্যা দেখা যায় ।

 কিছু কিছু আর্থ্রাইটিস জয়েন্টের সাথে সাথে আমাদের চোখ, হার্ট, ফুসফুস, কিডনি এবং চামড়া পর্যন্ত চলে যায় ।


ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভিশন ফিজিওথেরাপি সেন্টার
উত্তরা, ঢাকা ।
http://visionphysiotherapy.com

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২১

রাজীব নুর বলেছেন: আমার বাতের সমস্যা আছে।
এটা আমাদের বংশগত।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

ডাঃ সাইফুল বলেছেন: হাতের কোন জায়গায় ভাইজান ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

মাহমুদুর রহমান বলেছেন: আচ্ছা এক্সরে করলে মানুষের শরীরে নাকি অসংখ্য কোষ মারা যায়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৩

ডাঃ সাইফুল বলেছেন: না আসলে তাই না, এক্সরে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন থাকে । এটা আমাদের ডিএনএ তে পরিবর্তন ঘটায়, ফলে পরবর্তিতে ক্যান্সারে ঝুঁকি বাড়ায় ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮

ডাঃ সাইফুল বলেছেন: তবে সিটি স্ক্যানটা অনেক বেশি ক্ষতিকর, প্রায় ২০০ টা এক্সরের সমান রেডিয়েশন একটা সিটি স্ক্যানের মাধ্যমে যায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.