![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিজিওথেরাপি প্র্যাক্টিশনার এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগ লেখক ।
এক্সরে কি / সিটিস্ক্যান কি
আমরা কোন কিছু হলেই ভাবি একটা এক্সরে দেখি তো শরীরে কি সমস্যা ৷ এইরকম মানুষজনের অভাব নেই ৷ চারদিকে লাখে লাখে আছে ৷এক্সরের যেমন অনেক উপকারি দিক আছে, তেমনি এর ক্ষতিকর দিকও আছে। এটা আমরা হয়তো জানিই না ৷
এক্সরে হল মূলত এক প্রকার ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা আমাদের শরীরে ডিএনএ তে পরিবর্তন ঘটায়। ফলে এটা ক্যান্সারের ঝুকিয়ে বাড়ায় ৷ গবেষনায় দেখা গেছে এক্সরের রেডিয়েশন থাইরয়েড ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার এবং লিউকুমিয়া ক্যান্সারের ঝুকি বাড়ায় ৷ তাই বিশ্বস্বাস্থ্য সংস্থা এক্সরে কে ক্যান্সার ঘটার কারণ হিসেবে শ্রেনীবিভাগে করছে।
সিটি স্ক্যান তো আরো ভয়ানক একটা সিটি স্ক্যান প্রায় ২০০ এর বেশি এক্সরের সমান রেডিয়েশন করে। তাই কিছু হলেই শুধু এক্সরে বা সিটি স্ক্যান নয় ৷ প্রয়োজনে অবশ্যই করতে হবে৷ তবে মনের সন্দেহ দূর করার জন্য নয়।
ধন্যবাদ
ডাঃ সাইফুল ইসলাম, পিটি
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ভিশন ফিজিওথেরাপি সেন্টার উত্তরা, ঢাকা।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৭
ডাঃ সাইফুল বলেছেন: সব পেশায় ভাল মন্দ নিয়ে , কি করা যাবে ভাইজান । নিজেদের সচেতন হতে হবে ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: খুব ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন।আসলে সমস্যা হচ্ছে কোথায় জানেন?
আমাদের দেশে যেমন খুব ভালো ডাক্তার আছেন তেমনি খারাপের সংখ্যাও কম নয়। কিছু হোক না হোক সবাইকে একটা কথাই বলবেন আগে এক্সরে করাও ভাই।
০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৮
ডাঃ সাইফুল বলেছেন: হা হা , জি ভাইজান আছে । সবই আছে ।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯
কানিজ রিনা বলেছেন: আলট্রাসনগ্রাম কতটা ক্ষতিকর?
০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:৩১
ডাঃ সাইফুল বলেছেন: আল্ট্রাসনোগ্রাফি অনেকটাই সেইফ , তেমন কোন ক্ষতিকর দিক এটার নেই ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১২
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো- আমাদের দেশে ভালো ডাক্তারের সংখ্যা কম।