![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
যা ধারণ করলে জীবের ইহকালীন ও পরকালীন কল্যাণ সাধিত হয় তাকে ধর্ম বলে..এটা সাধারণ অর্থে ধর্মের সংজ্ঞা। আধ্যাত্মিক অর্থে...যা ধারণ করলে জীবের পোষণ হয়...তাই ধর্ম। দুটো সংজ্ঞাতেই ধারণ করার বিষয়টা আছে। প্রশ্ন হলো...জীব কি ধারণ করে আছে...বা কি ধারণ করবে? পৃথিবীর সকল জীব একটায় বিষয় ধারণ করে আছে...তা হচ্ছে তার প্রাণ বা আত্মা...প্রাণের পোষণ ও প্রাণকে সংবদ্ধিত করায় সেই অর্থে ধর্ম....জীব মাত্র..এই শরীরে পরষ্পর বিপরীত মুখি দু টো ধর্ম বিশিষ্ট...এক হচ্ছে ইন্দ্রিয় ধর্ম অপরটি হচ্ছে আত্ম ধর্ম। যা পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য...ইন্দ্রিয় ধর্মে মানুষ প্রবৃত্তির ফাদে পড়ে মনের সাহায্যে বিষয় ভোগ করে এবং মলিন হয়। আর আত্মধর্ম পালনে জীব নিবৃত্তি লাভ করে...যার ফলে মনের উর্ধ্বগতির সাহায্যে পরম শান্তি লাভ করে। মানব মনে প্রতিনিয়ত প্রবৃত্তি ও নিবৃত্তি রুপ ধর্ম ও অধর্মের যুদ্ধ চলছে। প্রবৃত্তি পক্ষে ইন্দ্রিয়গণ আর নিবৃত্তি পক্ষে পঞ্চভূত বা পঞ্চমহাশক্তি। যুদ্ধ চলছে অবিরাম।
©somewhere in net ltd.