![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
রজোগুণ আসক্তির কারণ। ইহাতে তৃষ্ণা ও আসক্তির উদয় করে দেহীকে কর্ম সকলের আসক্তি দ্বারা আবদ্ধ করে অর্থাৎ রজোগুণ দ্বারা কোন বস্তুতে আসক্তি রুপ অনুরাগ এবং ঐ বস্তু পাবার প্রবল লালসারুপ তৃষ্ণার উদয় হয়ে থাকে। পরে ঐ বস্তু পাবার জন্য যে চেষ্টারুপ কর্ম সম্পাদিত হয়, সেই কর্মের দ্বারাই আবদ্ধ করে। যেমন কোন ব্যক্তির মিষ্টান্নের প্রতি আসক্তিবশতঃ তার লালসায় মিষ্টির দোকানে দন্ডায়মান থাকা রুপ কর্মে আবদ্ধ হয়। তদ্রুপ তৃষ্ণা এবং আসক্তি দ্বারা জীবকে ফল আখাংকা রুপ কর্মে বদ্ধ করে দেহস্থিত দেহীকে (আত্মাকে) আচ্ছাদিত করে দেয় অর্থাৎ নিজের প্রকৃত স্বরুপ জানতে দেয় না। (চলবে)
©somewhere in net ltd.