![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
ক্ষিতি (মাটি), অপঃ (জল), তেজঃ (অগ্নি), মরুৎ (বায়ু), ব্যোম (আকাশ) এই যে পঞ্চতত্ত্ব বা শক্তি জীবদেহে তার অবস্থান নিম্নরুপঃ
1. আকাশতত্ত্ব- অবস্থান- আজ্ঞাচক্র ( মেয়েরা সেখানে টিপ বা সিদুর পড়ে বা নামাজের সময় সেজদায় কপালের যে অংশটা মাটিতে স্পর্শ করা হয় সেই স্থানের নাম আজ্ঞাচক্র)।
2.বায়ু তত্ত্ব- অবস্থান- হৃদয় বা বুক।
3. জলতত্ত্ব- অবস্থান - লিঙ্গমূল
4.ক্ষিতি বা মাটিতত্ত্ব-অবস্থান -মুলাধার বা গুহ্যমূল।
5. তেজতত্ত্ব- অবস্থান- নাভি।
এই পাচ তত্ত্ব শরীরের বিভিন্ন স্তরে অবস্থান করে প্রাণ ও অপান বায়ুর দ্বারা জীবদেহকে সচল রাখছে।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
দুলাল মোহন্ত বলেছেন: দেবজ্যোতি দাদা, ধারাবাহিকভাবে পড়ুন। ১ম পর্ব হতে পড়ুন। আশা করি বুঝতে পারবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:২৪
দেবজ্যোতিকাজল বলেছেন: বুঝলাম না