![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
রবি ঠাকুরের একটি কবিতার লাইন
সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মাঝে তোমার প্রকাশ তাই এত সুমধুর।
তাৎপর্য -- সীমা টা হচ্ছে মানব শরীর যা প্রাণরুপী অসীম আত্মা বা প্রাণকে প্রতিনিয়ত ধারণ করে আছে। শ্বাস-প্রশ্বাস রুপী স্বয়ংক্রিয় ভাবে বাশিটা বেজে চলছে,.ইচ্ছে করলেও সে বাশি আমরা থামাতে পারিনা...এটাই প্রাণের আপন সুর...যা আপনা আপনিই বেজে চলছে। আর শ্বাস-প্রশ্বাস রুপী এই সুরে আত্মা বা প্রাণের প্রকাশ হচ্ছে মানবদেহে...ফলে জগতের সকল পার্থিব বিষয়ে মুগ্ধ হয়ে আমরা ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ দ্বারা আপেক্ষিক সুমধুর জীবন যাপন করছি।
২| ০৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০২
দুলাল মোহন্ত বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৭
আজমান আন্দালিব বলেছেন: সুন্দর ব্যাখ্যা।