![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মানুষ এটাই আমার বড় পরিচয়। জীবন চালানোর তাগিদে কামলা দিই। জীবনের অনেক গুলো বছর অতিবাহিত হওয়ার পর উপলদ্ধি করলাম, আমি আমার গন্তব্য ভুলে গেছি। তাই আবার নিজেকে নিজের ভিতর নতুন করে খোজা শুরু করেছি। খুজে খুজে যা পাচ্ছি তা লিখতে চেষ্টা করছি।
মুক্তির জন্য কি কোন চেষ্টা করেছেন? মনকে কি বিষয়মুক্ত করতে পেরেছেন? হাইড্রোজেন যুক্ত বেলুন ছেড়ে দিলে যেমন আকাশে উড়ে যায়..তেমনি মনকে বিষয়মুক্ত করতে পারলে মন পরমাত্মার দিকে ধাবিত হয়...আর এটাই নিবৃত্তি শক্তি। বেলুনে ইট পাথর বেধে দেন..তবে তা উর্ধ্বে ধাবিত হবে না...সে রকম বিষয় বা কামনা সমূহ হচ্ছে মনে ইট পাথর বাধার মত....যত ইট পাথর বাধবেন মন তত বিষয়ে আসক্ত হবে...তত পরমাত্মা হতে দুরত্ব তৈরি হবে। সেদিনই জীবন পরিক্রমার শেষ যেদিন যেখান হতে এসেছেন সেখানে আবার ফিরে যাবেন। নইলে এই পরিক্রমার শেষ নেই। মুক্ত হওয়া খুব সহজও না আবার খুব কঠিনও না। সবার আগে জানতে হবে নিজেকে। উপায় একটাই তা হচ্ছে আধ্যাত্মিকতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬
দুলাল মোহন্ত বলেছেন: ভাই ধন্যবাদ, আত্মজ্ঞান পর্ব নামে ২১টি পর্ব দেওয়া আছে। পড়ে মতামত দিয়ে বাধিত করবেন।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬
দুলাল মোহন্ত বলেছেন: ভাই ধন্যবাদ, আত্মজ্ঞান পর্ব নামে ২১টি পর্ব দেওয়া আছে। পড়ে মতামত দিয়ে বাধিত করবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
আজমান আন্দালিব বলেছেন: ভালো লেগেছে। আধ্যাত্মিকতা সম্পর্কে আরও জানার আগ্রহ জন্মেছে। ব্লগে লিখে জানাবেন প্লিজ...