![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যখন পুড়ছো চিতায়
আকাশ তখন নীল
আমি তখন ঘুমিয়ে ছিলাম
শান্ত নদীর তীর
হুট করে মেঘগুলো সব
ছুয়ে দিল আকাশ
ছাইগুলো সব উড়ছে এখন
অশান্ত খুব বাতাস
তুমি এখন যাচ্ছো দূরে
রইল শুধু স্মৃতি
তোমার আমার লাল...
জীবন তুমি কি অথই নদীর মত
জন্মচূড়ায় শুরু মৃত্যু সাগরেতে শেষ
তুমি গড়ো নগর তুমি করো ধ্বংস
খরস্রোতে দাও সজ্জিত দুকূল ভেঙে
আশাকে করো আবৃত কুয়াশার বৃত্তে
সেই তুমি কখনো শান্ত সুবোধ নদী
তোমায় ঘিরে...
কাছের স্মৃতি গুলো কেমন যেন ঝাপসা আজ এই মনে
হঠাত যেন অচেনা লাগে সবই ...
কল্পনায় বিচরণ করি সারাক্ষাণ...
আকাশ থেকে আকাশের যে দূরত্ব
আকাশ থেকে আকাশ তত কাছে
চাইলেই কি যায় কাছে আসা
চাইলেই কি পারা যায় দূরে থাকা
যেতে চাইলেই কি যাওয়া যায় বৃত্তের বাহিরে
ঘুরে ফিরে কেন্দ্রেই খুজে পাবে তোমারে
আকাশলীনা
আমার আকাশের ঘুড়ি হবে
এক আকাশ মেঘ দেব
মন খারাপের দিনে
বৃষ্টি হয়ে পড়বে ঝরে
আকাশলীনা
যদি আকাশের বুকে আসে পাখিরা
যদি চায় গড়তে বসতি
সযত্নে দিয়ো উড়িয়ে
নাকি নিজেই যাবে হারিয়ে
আকাশলীনা
আমি অপেক্ষা করে রইব
হাজার বছর ধরে
এক আকাশ...
হে বন্ধু
তোমার অরণ্য যখন দাবানলে পুড়ে খাক
নেভাতে সেই অসহ্য অগ্নি আমায় ডাক
আমার চোখের জলে নেভাব সেই আগুন
তোমার মনে আসুক সুন্দর ফাগুন
হে বন্ধু
তোমার অরণ্যে যখন পুর্ণিমার রাত
সুখের দোলায়...
বালিকা
পারবনা আমি তোমায় ভালবাসতে
পারবেনা তুমি আমায় ভালবাসতে
বালিকা
পারবনা তোমায় দিতে মিথ্যা আশ্বাস
করতে প্রেমের মিত্থ্যে অভিনয়
বালিকা
আমি তোমার জন্য জাগতে পারবনা সারারাত
ঘুম ধরলে আমি ঘুমিয়ে যাব
করবনা কোন ন্যাকামি
বালিকা
পারবনা আমি আঠার মত তোমার পিছে...
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে
আজ এই দেশে ক্ষুধার্ত শীতার্ত কত শত মানুষ
দুর্নীতি হানাহানিতে দুঃশাসনে অতিষ্ট জনপদ
দেশের বাতাসে লাশের গন্ধ পাওয়া যায়
একাত্তর তুমি কি এই বাংলাদেশ চেয়েছিলে...
আকাশে চমকাচ্ছিল বিদ্যুৎ
আর আধো আলো আধো আধারের মাঝে তুমি
তার সাথে অদ্ভুত এক মায়াভরা চোখ
আর সেই চোখের সামনে আমি
অনেক অপেক্ষার পর
অনেক বেদনার পর
তোমার সেই উকি মেরে আমায় দেখা
আর সেই অমলিন হাসি
আমি...
কতবার তোমায় মনের খাচায় ভেবেছি করব বন্দি
কিন্তু খাচার মুখ কখনও রাখিনি বন্ধ
তুমি ইচ্ছামত এসেছ আবার ইচ্ছামত গেছও চলে...
এক বিকেলে পেয়েছিলাম দেখা এক রাজকুমারীর,
কি টানা টানা হরিণীর মত চোখ,
দুধে আলতা গায়ের বরণ,
হাসলে যেনো মুক্তো ঝড়ে,
মায়াময় অদ্ভুত সুন্দর,
সেই মানবীর রাজকুমার চেয়েছিল হতে অনেকে,
তার জন্য লিখেছিল গান কবিতা,
কিন্তু...
গভীর রাতে শুধুই মনে পড়ে তোমায়
আর আমি হন্যে হয়ে খুজি তুমি কোথায়
শেষে তোমায় খুজে খুজে আমি হই ক্লান্ত শ্রান্ত
তার থেকেও আমি তোমায় নিয়ে বেশি বিভ্রান্ত
তবুও আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি
তোমায়...
বেশি কিছু তো চাইনি আমি
শুধু চেয়েছি আমার নির্ঘুম রাতে
কেউ আমায় ঘুমাতে বলুক ।...
হেটে গিয়েছি সেই চেনা পথ ধরে,
চেনা পথের মাঝে আজ অচেনা তুমি,
পাইনি খুজে তোমায়,
তপ্ত সূর্য আমায় করেছে ঘর্মাক্ত,
তবু দমিনি,
এগিয়ে গিয়েছি তোমায় দেখব বলে,
তোমার ঘরের বন্ধ জানালার দিকে চেয়ে রয়েসিলাম,
ওপাশে আছো জানি...
হেটে চলেছি এক অদ্ভুত মায়ায়
নির্জন মনের অলিগলি,
মন ছেয়ে গেছে দ্বিধার সাগরে,
খুঁজে পাইনা আমি কোনও দিশা,
এক পা এগোলে এক পা পিছাই,
পিছিয়ে গেলে সামনে আগাই,
মনের মাঝে আজ অশান্ত ঝড়,
দিকভ্রান্ত এই নাবিক মন,
দৃশ্যের...
©somewhere in net ltd.